
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ছয় নারীকে অপহরণের পর নিজের বাড়ির বেসমেন্টে আটকে রেখে যৌনদাসীতে পরিণত করা স্বঘোষিত বিশপ গ্যারি হেইডনিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৯৯ সালের ৬ জুলাই। হেইডনিকের নির্যাতনের শিকার নারীদের সবাই ছিলেন কৃষ্ণাঙ্গ। তাঁদের মধ্যে একজন ছিলেন সান্দ্রা লিন্ডসে। তাঁরই বোন ট্র্যাসি লোম্যাক্স বহু বছর আগের সেই মামলার খুঁটিনাটি নিয়ে এবার কথা বলেছেন সিএনএনের সঙ্গে।
ট্র্যাসি লোম্যাক্স প্রকাশ করেছেন কীভাবে হেইডনিক অপহৃত নারীদের একটি স্যাঁতসেঁতে গর্তে আটকে রেখেছিলেন এবং ছয় নারীর মধ্যে ট্র্যাসির বোন লিন্ডসেসহ আরও একজনকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের পর হত্যা করেছিলেন। মৃত্যুর আগে লিন্ডসেকে দিনের পর দিন কোনো খাবার না দিয়ে অভুক্ত অবস্থায় এবং হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয়েছিল বলেও জানান ট্র্যাসি।
এখন পর্যন্ত হেইডনিকই ফিলাডেলফিয়ার সর্বশেষ ব্যক্তি, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শিগগিরই প্রকাশ হতে যাওয়া পিপল ম্যাগাজিনের ‘সারভাইভিং অ্যা সিরিয়াল কিলার’ নামে একটি অ্যাপিসোডে হেইডনিকের অপরাধগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।
এ বিষয়ে দ্য পিপল জানিয়েছে, ১৯৮৬ সালে ফিলাডেলফিয়া শহরের উত্তর অংশে একটি সাদামাটা বাড়িতে বসবাস করতেন হেইডনিক। ভদ্রলোকের মতোই ছিল তাঁর চলাফেরা। যদিও এর আগে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দিলে সেনাবাহিনী থেকে সম্মানজনকভাবে অবসর দেওয়া হয়েছিল তাঁকে।
সম্মানজনক অবসরের অংশ হিসেবে সরকারের কাছ থেকে বেশ কয়েকটি চেক পেয়েছিলেন হেইডনিক। পরে বুদ্ধিমত্তা খাঁটিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ করে সেই চেকগুলোকে মিলিয়ন ডলারে পরিণত করেছিলেন তিনি। তবে এই অর্থ দিয়ে দামি কোনো বাড়ি না কিনে তিনি ক্যাডিলাক এবং রোলস রয়েসের মতো দামি দুটি গাড়ি কিনেছিলেন। শুধু তা–ই নয়, একটি গির্জাও স্থাপন করেছিলেন এবং নিজেকে এর বিশপ নিযুক্ত করেছিলেন।
নারীদের অপহরণ ও ধর্ষণের পরিকল্পনা হেইডনিক কেন করেছিলেন সেই বিষয়টি প্রকাশ করেছেন তাঁর আইনজীবী চক পেরুটো। তিনি দাবি করেছেন, হেইডনিকের লক্ষ্য ছিল বেসমেন্ট আটকে রাখা নারীদের গর্ভবতী করে সাদা আর কালো মানুষের মিশ্রণে একটি নিখুঁত জাতি তৈরি করা। শ্বেতাঙ্গ হেইডনিক তাই কালো নারীদের শিকার করতেন।
বেসমেন্ট হেইডনিকের অত্যাচারে লিন্ডসে ছাড়াও ডুডলি নামে আরকে নারী মারা গিয়েছিলেন। আর চার মাস বন্দিদশায় থেকে সেখান থেকে পালিয়েছিলেন রিভেরা নামে আরেক নারী। তাঁর সহযোগিতায় পরে বাকি তিন নারীকে জীবিত উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছিল হেইডনিককেও।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ছয় নারীকে অপহরণের পর নিজের বাড়ির বেসমেন্টে আটকে রেখে যৌনদাসীতে পরিণত করা স্বঘোষিত বিশপ গ্যারি হেইডনিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৯৯ সালের ৬ জুলাই। হেইডনিকের নির্যাতনের শিকার নারীদের সবাই ছিলেন কৃষ্ণাঙ্গ। তাঁদের মধ্যে একজন ছিলেন সান্দ্রা লিন্ডসে। তাঁরই বোন ট্র্যাসি লোম্যাক্স বহু বছর আগের সেই মামলার খুঁটিনাটি নিয়ে এবার কথা বলেছেন সিএনএনের সঙ্গে।
ট্র্যাসি লোম্যাক্স প্রকাশ করেছেন কীভাবে হেইডনিক অপহৃত নারীদের একটি স্যাঁতসেঁতে গর্তে আটকে রেখেছিলেন এবং ছয় নারীর মধ্যে ট্র্যাসির বোন লিন্ডসেসহ আরও একজনকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের পর হত্যা করেছিলেন। মৃত্যুর আগে লিন্ডসেকে দিনের পর দিন কোনো খাবার না দিয়ে অভুক্ত অবস্থায় এবং হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয়েছিল বলেও জানান ট্র্যাসি।
এখন পর্যন্ত হেইডনিকই ফিলাডেলফিয়ার সর্বশেষ ব্যক্তি, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শিগগিরই প্রকাশ হতে যাওয়া পিপল ম্যাগাজিনের ‘সারভাইভিং অ্যা সিরিয়াল কিলার’ নামে একটি অ্যাপিসোডে হেইডনিকের অপরাধগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।
এ বিষয়ে দ্য পিপল জানিয়েছে, ১৯৮৬ সালে ফিলাডেলফিয়া শহরের উত্তর অংশে একটি সাদামাটা বাড়িতে বসবাস করতেন হেইডনিক। ভদ্রলোকের মতোই ছিল তাঁর চলাফেরা। যদিও এর আগে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দিলে সেনাবাহিনী থেকে সম্মানজনকভাবে অবসর দেওয়া হয়েছিল তাঁকে।
সম্মানজনক অবসরের অংশ হিসেবে সরকারের কাছ থেকে বেশ কয়েকটি চেক পেয়েছিলেন হেইডনিক। পরে বুদ্ধিমত্তা খাঁটিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ করে সেই চেকগুলোকে মিলিয়ন ডলারে পরিণত করেছিলেন তিনি। তবে এই অর্থ দিয়ে দামি কোনো বাড়ি না কিনে তিনি ক্যাডিলাক এবং রোলস রয়েসের মতো দামি দুটি গাড়ি কিনেছিলেন। শুধু তা–ই নয়, একটি গির্জাও স্থাপন করেছিলেন এবং নিজেকে এর বিশপ নিযুক্ত করেছিলেন।
নারীদের অপহরণ ও ধর্ষণের পরিকল্পনা হেইডনিক কেন করেছিলেন সেই বিষয়টি প্রকাশ করেছেন তাঁর আইনজীবী চক পেরুটো। তিনি দাবি করেছেন, হেইডনিকের লক্ষ্য ছিল বেসমেন্ট আটকে রাখা নারীদের গর্ভবতী করে সাদা আর কালো মানুষের মিশ্রণে একটি নিখুঁত জাতি তৈরি করা। শ্বেতাঙ্গ হেইডনিক তাই কালো নারীদের শিকার করতেন।
বেসমেন্ট হেইডনিকের অত্যাচারে লিন্ডসে ছাড়াও ডুডলি নামে আরকে নারী মারা গিয়েছিলেন। আর চার মাস বন্দিদশায় থেকে সেখান থেকে পালিয়েছিলেন রিভেরা নামে আরেক নারী। তাঁর সহযোগিতায় পরে বাকি তিন নারীকে জীবিত উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছিল হেইডনিককেও।

সময় তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৭ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
১১ মিনিট আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৪ ঘণ্টা আগে