
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার নথিপত্র জনসম্মুখে আনতে চান তিনি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘দীর্ঘদিন ধরে, দশকের পর দশক, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে অসংখ্য মানুষ। সবই প্রকাশিত হবে।’
নির্বাহী আদেশে ট্রাম্প জাতীয় গোয়েন্দা পরিচালক ও অ্যাটর্নি জেনারেলকে আগামী ১৫ দিনের মধ্যে এই তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশের পরিকল্পনা সাজাতে বলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই তিন নেতার হত্যাকাণ্ডের তথ্য প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যসহ যুক্তরাষ্ট্রের মানুষজন। এই তিন হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য এখন পর্যন্ত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তার অধিকাংশই সংশোধিত হয়েছে বারবার।
১৯৯২ সালে মার্কিন কংগ্রেসে পাস হওয়া এক আইনে এর আগের ২৫ বছরের তদন্ত-সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এবং পরে প্রেসিডেন্ট জো বাইডেন জন এফ কেনেডি সম্পর্কিত অনেক নথি প্রকাশ করেছিলেন। তবে কয়েক হাজার নথি এখনো আংশিক বা পুরোপুরি গোপন রাখা হয়েছে।
ট্রাম্প প্রথম মেয়াদে সব নথি প্রকাশ করতে চাইলেও সিআইএ ও এফবিআই কর্মকর্তাদের অনুরোধে তা করেননি। তবে এবারের নির্বাহী আদেশে তিনি বলেছেন, ‘গোপনীয়তার এই ধারাবাহিকতা জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে ডালাসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার ৫ বছর পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা তাঁর ভাই রবার্ট এফ কেনেডিকেও একই ভাগ্য বরণ করতে হয়। ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্তহত্যার শিকার হন তিনি। তাঁর মৃত্যুর ঠিক দুই মাস আগে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে হত্যাকাণ্ডের শিকার হন বর্ণবাদবিরোধী ও কৃষ্ণাঙ্গদের সম-অধিকার আদায় আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার নথিপত্র জনসম্মুখে আনতে চান তিনি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘দীর্ঘদিন ধরে, দশকের পর দশক, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে অসংখ্য মানুষ। সবই প্রকাশিত হবে।’
নির্বাহী আদেশে ট্রাম্প জাতীয় গোয়েন্দা পরিচালক ও অ্যাটর্নি জেনারেলকে আগামী ১৫ দিনের মধ্যে এই তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশের পরিকল্পনা সাজাতে বলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই তিন নেতার হত্যাকাণ্ডের তথ্য প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যসহ যুক্তরাষ্ট্রের মানুষজন। এই তিন হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য এখন পর্যন্ত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তার অধিকাংশই সংশোধিত হয়েছে বারবার।
১৯৯২ সালে মার্কিন কংগ্রেসে পাস হওয়া এক আইনে এর আগের ২৫ বছরের তদন্ত-সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এবং পরে প্রেসিডেন্ট জো বাইডেন জন এফ কেনেডি সম্পর্কিত অনেক নথি প্রকাশ করেছিলেন। তবে কয়েক হাজার নথি এখনো আংশিক বা পুরোপুরি গোপন রাখা হয়েছে।
ট্রাম্প প্রথম মেয়াদে সব নথি প্রকাশ করতে চাইলেও সিআইএ ও এফবিআই কর্মকর্তাদের অনুরোধে তা করেননি। তবে এবারের নির্বাহী আদেশে তিনি বলেছেন, ‘গোপনীয়তার এই ধারাবাহিকতা জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে ডালাসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার ৫ বছর পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা তাঁর ভাই রবার্ট এফ কেনেডিকেও একই ভাগ্য বরণ করতে হয়। ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্তহত্যার শিকার হন তিনি। তাঁর মৃত্যুর ঠিক দুই মাস আগে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে হত্যাকাণ্ডের শিকার হন বর্ণবাদবিরোধী ও কৃষ্ণাঙ্গদের সম-অধিকার আদায় আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১২ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১২ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে