
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছেন দেশটির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অতীতে তিনি বাইডেনের হয়ে নির্বাচনী তহবিল সংগ্রহেও কাজ করেছেন। তবে বাইডেনের নির্বাচনী প্রচারণা কৌশল নির্ধারণ করে দিচ্ছেন স্পিলবার্গ—শুনতে অবাক করার মতো হলেও এমনটাই ঘটছে।
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি জানিয়েছে, আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনের অংশগ্রহণের বিষয়টির কৌশল নির্ধারণ করছেন স্টিভেন স্পিলবার্গ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রের নাম প্রকাশ করেনি এনবিসি।
চলতি বছরের ১৯ আগস্ট থেকে শুরু করে ২২ আগস্ট পর্যন্ত চলবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। এই কনভেনশনে মূলত দলীয় প্রার্থীদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত করা হয় আনুষ্ঠানিকভাবে। ১৮৩২ সাল থেকেই ডেমোক্রেটিক পার্টি প্রতি চার বছর পরপর এই কনভেনশন আয়োজন করে থাকে।
সূত্রটি জানিয়েছে, স্পিলবার্গ এরই মধ্যে কনভেনশনের আয়োজকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বাইডেনের পক্ষ থেকে। অবশ্য মার্কিন গণমাধ্যম পাক এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। এ ছাড়া সংগীত শিল্পী ও অভিনেত্রী বারবার স্ট্র্যাইস্যান্ড, পরিচালক রব রেইনার, রেকর্ডিং দুনিয়ার ধনকুবের ডেভিড গ্যাফেন ও অন্যান্যরাও এতে অংশ নিয়েছিলেন।
স্পিলবার্গের বন্ধু ও একসময়ের ব্যবসায়িক অংশীদার জেফরি ক্যাজেনবার্গও বাইডেনের নির্বাচনী প্রচারণা কমিটির কো-চেয়ার। তিনিও গত ডিসেম্বরে লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে বাইডেনের জন্য তহবিল সংগ্রহে এক বৈঠকের আয়োজন করেছিলেন। যেখানে স্পিলবার্গও উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছেন দেশটির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অতীতে তিনি বাইডেনের হয়ে নির্বাচনী তহবিল সংগ্রহেও কাজ করেছেন। তবে বাইডেনের নির্বাচনী প্রচারণা কৌশল নির্ধারণ করে দিচ্ছেন স্পিলবার্গ—শুনতে অবাক করার মতো হলেও এমনটাই ঘটছে।
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি জানিয়েছে, আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনের অংশগ্রহণের বিষয়টির কৌশল নির্ধারণ করছেন স্টিভেন স্পিলবার্গ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রের নাম প্রকাশ করেনি এনবিসি।
চলতি বছরের ১৯ আগস্ট থেকে শুরু করে ২২ আগস্ট পর্যন্ত চলবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। এই কনভেনশনে মূলত দলীয় প্রার্থীদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত করা হয় আনুষ্ঠানিকভাবে। ১৮৩২ সাল থেকেই ডেমোক্রেটিক পার্টি প্রতি চার বছর পরপর এই কনভেনশন আয়োজন করে থাকে।
সূত্রটি জানিয়েছে, স্পিলবার্গ এরই মধ্যে কনভেনশনের আয়োজকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বাইডেনের পক্ষ থেকে। অবশ্য মার্কিন গণমাধ্যম পাক এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। এ ছাড়া সংগীত শিল্পী ও অভিনেত্রী বারবার স্ট্র্যাইস্যান্ড, পরিচালক রব রেইনার, রেকর্ডিং দুনিয়ার ধনকুবের ডেভিড গ্যাফেন ও অন্যান্যরাও এতে অংশ নিয়েছিলেন।
স্পিলবার্গের বন্ধু ও একসময়ের ব্যবসায়িক অংশীদার জেফরি ক্যাজেনবার্গও বাইডেনের নির্বাচনী প্রচারণা কমিটির কো-চেয়ার। তিনিও গত ডিসেম্বরে লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে বাইডেনের জন্য তহবিল সংগ্রহে এক বৈঠকের আয়োজন করেছিলেন। যেখানে স্পিলবার্গও উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৭ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১০ ঘণ্টা আগে