
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানোর সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার সম্ভাব্য কারণ হিসেবে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের পরিকল্পনা নস্যাৎ করার লক্ষ্য থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, এই বিশ্লেষণটি সম্পূর্ণই তাঁর সহজাত প্রবৃত্তির ওপর ভিত্তি করে তৈরি করা এবং এর সপক্ষে তাঁর কাছে কোনো প্রমাণ নেই।
জো বাইডেন বলেন, ‘হামাসের হামলার একটি কারণ সম্পর্কে আমি অনেকটাই নিশ্চিত। আমার কাছে এর কোনো প্রমাণ নেই। কেবল আমার প্রবৃত্তি বলছে, ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক একত্রীকরণের দিকে যে আমরা অগ্রসর হচ্ছিলাম, সেটার কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। আমরা সেই কাজটা ফেলে রাখতে পারি না।’
এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জো বাইডেন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরকে (আইএমইইসি) হামাসের সন্ত্রাসী হামলার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।
নতুন এই অর্থনৈতিক করিডরকে অনেকেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখেন। যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা নয়াদিল্লিতে গত জি-২০ শীর্ষ সম্মেলনে যৌথভাবে আইএমইইসি গঠনের ঘোষণা দিয়েছিলেন। অর্থনৈতিক করিডরটি পূর্বে ভারতকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত করবে। এর উত্তর করিডর উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে যুক্ত কর।
বাইডেন গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে দেখা করেছেন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট সিসি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাস এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্সসহ পুরো অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলে এই অঞ্চলের বৃহৎ একত্রীকরণে ইসরায়েলকে অংশীদার করার ব্যাপারে জোর দিয়েছেন তিনি। আর এই উদ্যোগ যে ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, সে আশাবাদও প্রকাশ করেছেন তিনি।
হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ২০তম দিনে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে আরও প্রায় সাড়ে ১৭ হাজার।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানোর সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার সম্ভাব্য কারণ হিসেবে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের পরিকল্পনা নস্যাৎ করার লক্ষ্য থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, এই বিশ্লেষণটি সম্পূর্ণই তাঁর সহজাত প্রবৃত্তির ওপর ভিত্তি করে তৈরি করা এবং এর সপক্ষে তাঁর কাছে কোনো প্রমাণ নেই।
জো বাইডেন বলেন, ‘হামাসের হামলার একটি কারণ সম্পর্কে আমি অনেকটাই নিশ্চিত। আমার কাছে এর কোনো প্রমাণ নেই। কেবল আমার প্রবৃত্তি বলছে, ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক একত্রীকরণের দিকে যে আমরা অগ্রসর হচ্ছিলাম, সেটার কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। আমরা সেই কাজটা ফেলে রাখতে পারি না।’
এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জো বাইডেন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরকে (আইএমইইসি) হামাসের সন্ত্রাসী হামলার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।
নতুন এই অর্থনৈতিক করিডরকে অনেকেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখেন। যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা নয়াদিল্লিতে গত জি-২০ শীর্ষ সম্মেলনে যৌথভাবে আইএমইইসি গঠনের ঘোষণা দিয়েছিলেন। অর্থনৈতিক করিডরটি পূর্বে ভারতকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত করবে। এর উত্তর করিডর উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে যুক্ত কর।
বাইডেন গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে দেখা করেছেন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট সিসি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাস এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্সসহ পুরো অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলে এই অঞ্চলের বৃহৎ একত্রীকরণে ইসরায়েলকে অংশীদার করার ব্যাপারে জোর দিয়েছেন তিনি। আর এই উদ্যোগ যে ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, সে আশাবাদও প্রকাশ করেছেন তিনি।
হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ২০তম দিনে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে আরও প্রায় সাড়ে ১৭ হাজার।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে