আজকের পত্রিকা ডেস্ক

অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুককে এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন, তিনি চান না কুক ‘ভারতে কারখানা স্থাপন করেন।’ ট্রাম্পের মতে, ‘ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, টিম কুকের সঙ্গে তাঁর ‘একটু সমস্যা’ হয়েছে। তিনি কুককে বলেছেন, ‘বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।’
ট্রাম্প আরও বলেন, ‘তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।’ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে। সেই অনুসারে, মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক বসানো হবে না। ভারত অবশ্য এখনো এমন কোনো ঘোষণা দেয়নি।
ট্রাম্প বলেন, ‘তারা (ভারত) আমাদের একটি চুক্তি প্রস্তাব করেছে। যেখানে তারা কার্যত আমাদের ওপর কোনো শুল্ক না বসাতে রাজি হয়েছে। আমি টিমকে বললাম, আমরা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াতে চলেছে। অ্যাপলের আইফোন ও ম্যাকবুক বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। ভারতে উৎপাদন বাড়ানোর ও ট্রাম্প প্রশাসনের শুল্ক মোকাবিলায় চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনার গুরুত্বপূর্ণ সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এল।
এর আগে এ মাসের শুরুতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, টিম কুক বলেছেন, তিনি আশা করেন যে ‘যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোনের উৎস দেশ হবে ভারত।’ বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে। এর মধ্যে দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। একটি কারখানা ফক্সকন পরিচালনা করে। বাকি দুটি টাটা গ্রুপ পরিচালনা করছে। অ্যাপলের আরও দুটি কারখানা পাইপলাইনে আছে বলে জানা গেছে।
গত অর্থবছরে (মার্চ পর্যন্ত), অ্যাপল ভারত থেকে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারের আইফোন সংযোজন করেছে। সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় উৎপাদন ৬০ শতাংশ বেড়েছে।

অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুককে এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন, তিনি চান না কুক ‘ভারতে কারখানা স্থাপন করেন।’ ট্রাম্পের মতে, ‘ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, টিম কুকের সঙ্গে তাঁর ‘একটু সমস্যা’ হয়েছে। তিনি কুককে বলেছেন, ‘বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।’
ট্রাম্প আরও বলেন, ‘তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।’ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে। সেই অনুসারে, মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক বসানো হবে না। ভারত অবশ্য এখনো এমন কোনো ঘোষণা দেয়নি।
ট্রাম্প বলেন, ‘তারা (ভারত) আমাদের একটি চুক্তি প্রস্তাব করেছে। যেখানে তারা কার্যত আমাদের ওপর কোনো শুল্ক না বসাতে রাজি হয়েছে। আমি টিমকে বললাম, আমরা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াতে চলেছে। অ্যাপলের আইফোন ও ম্যাকবুক বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। ভারতে উৎপাদন বাড়ানোর ও ট্রাম্প প্রশাসনের শুল্ক মোকাবিলায় চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনার গুরুত্বপূর্ণ সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এল।
এর আগে এ মাসের শুরুতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, টিম কুক বলেছেন, তিনি আশা করেন যে ‘যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোনের উৎস দেশ হবে ভারত।’ বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে। এর মধ্যে দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। একটি কারখানা ফক্সকন পরিচালনা করে। বাকি দুটি টাটা গ্রুপ পরিচালনা করছে। অ্যাপলের আরও দুটি কারখানা পাইপলাইনে আছে বলে জানা গেছে।
গত অর্থবছরে (মার্চ পর্যন্ত), অ্যাপল ভারত থেকে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারের আইফোন সংযোজন করেছে। সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় উৎপাদন ৬০ শতাংশ বেড়েছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৪ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৫ ঘণ্টা আগে