
সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। আজ শুক্রবার সকালে এই ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ৯০ মিনিটের এই ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এই ফোনালাপ এমন সময় হলো যখন মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে জো বাইডেনের গভীর আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি চীন-মার্কিন সম্পর্ককে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।
চীনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, উভয় নেতাই যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়।
এই ফোনালাপের আগে একজন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে আগের আলোচনা নিয়ে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম যে বাইডেনের সঙ্গে সরাসরি কথা হলে এটি আরও বেশি প্রভাব ফেলবে।
ওই কর্মকর্তা আরও জানান, বাইডেন এর আগে শি চিনপিংকে জানিয়েছেন যে মানবাধিকার ইস্যুতে চীনকে নিয়ে মার্কিন সরকারের যে নীতি রয়েছে তা থেকে সরে আসবে না তাঁর প্রশাসন।

সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। আজ শুক্রবার সকালে এই ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ৯০ মিনিটের এই ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এই ফোনালাপ এমন সময় হলো যখন মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে জো বাইডেনের গভীর আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি চীন-মার্কিন সম্পর্ককে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।
চীনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, উভয় নেতাই যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়।
এই ফোনালাপের আগে একজন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে আগের আলোচনা নিয়ে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম যে বাইডেনের সঙ্গে সরাসরি কথা হলে এটি আরও বেশি প্রভাব ফেলবে।
ওই কর্মকর্তা আরও জানান, বাইডেন এর আগে শি চিনপিংকে জানিয়েছেন যে মানবাধিকার ইস্যুতে চীনকে নিয়ে মার্কিন সরকারের যে নীতি রয়েছে তা থেকে সরে আসবে না তাঁর প্রশাসন।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৩ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৪ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৫ ঘণ্টা আগে