
সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। আজ শুক্রবার সকালে এই ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ৯০ মিনিটের এই ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এই ফোনালাপ এমন সময় হলো যখন মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে জো বাইডেনের গভীর আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি চীন-মার্কিন সম্পর্ককে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।
চীনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, উভয় নেতাই যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়।
এই ফোনালাপের আগে একজন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে আগের আলোচনা নিয়ে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম যে বাইডেনের সঙ্গে সরাসরি কথা হলে এটি আরও বেশি প্রভাব ফেলবে।
ওই কর্মকর্তা আরও জানান, বাইডেন এর আগে শি চিনপিংকে জানিয়েছেন যে মানবাধিকার ইস্যুতে চীনকে নিয়ে মার্কিন সরকারের যে নীতি রয়েছে তা থেকে সরে আসবে না তাঁর প্রশাসন।

সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। আজ শুক্রবার সকালে এই ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ৯০ মিনিটের এই ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এই ফোনালাপ এমন সময় হলো যখন মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে জো বাইডেনের গভীর আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি চীন-মার্কিন সম্পর্ককে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।
চীনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, উভয় নেতাই যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়।
এই ফোনালাপের আগে একজন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে আগের আলোচনা নিয়ে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম যে বাইডেনের সঙ্গে সরাসরি কথা হলে এটি আরও বেশি প্রভাব ফেলবে।
ওই কর্মকর্তা আরও জানান, বাইডেন এর আগে শি চিনপিংকে জানিয়েছেন যে মানবাধিকার ইস্যুতে চীনকে নিয়ে মার্কিন সরকারের যে নীতি রয়েছে তা থেকে সরে আসবে না তাঁর প্রশাসন।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
১ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে