
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ওয়াশিংটনে দায়ের করা ফেডারেল মামলার শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনের একটি আদালতের বিচারক তানিয়া চুটকান এই তারিখ নির্ধারণ করেন। এদিকে একই অভিযোগে জর্জিয়ায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে এই তারিখ ঘোষণা করা হলো, যখন দেশটির ডজনেরও বেশি অঙ্গরাজ্যে ট্রাম্প আগামী নির্বাচনে প্রার্থিতা বহাল রাখবেন কি না, সে বিষয়ে ভোটারদের মতামত প্রকাশিত হবে। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে, এসব অঙ্গরাজ্যে ট্রাম্প তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতের বিচারক এই মামলার শুনানির তারিখ হিসেবে ২০২৪ সালের ৪ মার্চকে নির্ধারণ করেছেন। মামলার শুনানির তারিখ নির্ধারণ করতে গিয়ে বিচারক তানিয়া চুটকান বলেন, ‘এ বিষয়ে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে জনগণের অধিকার রয়েছে।’ উল্লেখ্য, এই মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার একটি।
অন্যদিকে, ওয়াশিংটনে নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার আদালতের নথির ভিত্তিতে জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় দায়ের করা নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। এ সময় ট্রাম্পের সঙ্গে অভিযুক্ত অপর ১৮ জনের বিরুদ্ধেও অভিযোগপত্র জমা দেওয়া হবে।
এর আগে গত ২৪ আগস্ট জর্জিয়ায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ট্রাম্প। সেদিন জর্জিয়ার রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। সে সময় পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাগশট (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়) ও আঙুলের ছাপ নেয়। পরে ২ লাখ ডলারের মুচলেকা দিয়ে প্রায় ২০ মিনিট পর কারাগার থেকে বের হন তিনি।
ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। গত ১৪ আগস্ট ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দেন। এই অভিযোগপত্র দেওয়ার আগের দিন আদালতের ওয়েবসাইটে ১৩ অভিযোগসংবলিত একটি নথি প্রকাশ করা হয়েছিল। পরে এই নথি সরিয়ে নেওয়া হয়। এতে বলা হয়, ২০২১ সালের ২ জানুয়ারি ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।। সে সময় ট্রাম্প ওই ব্র্যাড রাফেনস্পার্জারকে বলেছিলেন, ‘কিছু ভোটের ব্যবস্থা করুন, যাতে নির্বাচনের ফল বদলে দেওয়া যায়।’ তবে ট্রাম্পের ওই আহ্বানে সাড়া দেননি ব্র্যাড রাফেনস্পার্জার।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ওয়াশিংটনে দায়ের করা ফেডারেল মামলার শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনের একটি আদালতের বিচারক তানিয়া চুটকান এই তারিখ নির্ধারণ করেন। এদিকে একই অভিযোগে জর্জিয়ায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে এই তারিখ ঘোষণা করা হলো, যখন দেশটির ডজনেরও বেশি অঙ্গরাজ্যে ট্রাম্প আগামী নির্বাচনে প্রার্থিতা বহাল রাখবেন কি না, সে বিষয়ে ভোটারদের মতামত প্রকাশিত হবে। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে, এসব অঙ্গরাজ্যে ট্রাম্প তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
ওয়াশিংটনের ফেডারেল আদালতের বিচারক এই মামলার শুনানির তারিখ হিসেবে ২০২৪ সালের ৪ মার্চকে নির্ধারণ করেছেন। মামলার শুনানির তারিখ নির্ধারণ করতে গিয়ে বিচারক তানিয়া চুটকান বলেন, ‘এ বিষয়ে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে জনগণের অধিকার রয়েছে।’ উল্লেখ্য, এই মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার একটি।
অন্যদিকে, ওয়াশিংটনে নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার আদালতের নথির ভিত্তিতে জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় দায়ের করা নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। এ সময় ট্রাম্পের সঙ্গে অভিযুক্ত অপর ১৮ জনের বিরুদ্ধেও অভিযোগপত্র জমা দেওয়া হবে।
এর আগে গত ২৪ আগস্ট জর্জিয়ায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ট্রাম্প। সেদিন জর্জিয়ার রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। সে সময় পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাগশট (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়) ও আঙুলের ছাপ নেয়। পরে ২ লাখ ডলারের মুচলেকা দিয়ে প্রায় ২০ মিনিট পর কারাগার থেকে বের হন তিনি।
ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। গত ১৪ আগস্ট ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দেন। এই অভিযোগপত্র দেওয়ার আগের দিন আদালতের ওয়েবসাইটে ১৩ অভিযোগসংবলিত একটি নথি প্রকাশ করা হয়েছিল। পরে এই নথি সরিয়ে নেওয়া হয়। এতে বলা হয়, ২০২১ সালের ২ জানুয়ারি ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।। সে সময় ট্রাম্প ওই ব্র্যাড রাফেনস্পার্জারকে বলেছিলেন, ‘কিছু ভোটের ব্যবস্থা করুন, যাতে নির্বাচনের ফল বদলে দেওয়া যায়।’ তবে ট্রাম্পের ওই আহ্বানে সাড়া দেননি ব্র্যাড রাফেনস্পার্জার।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২০ মিনিট আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে