Ajker Patrika

ট্রফি উদ্‌যাপনের সময় ট্রাম্পের অদ্ভুত উপস্থিতি, হতভম্ব চেলসি খেলোয়াড়েরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২২: ০৯
ট্রফি উদ্‌যাপনের সময় ট্রাম্পের অদ্ভুত উপস্থিতি, হতভম্ব চেলসি খেলোয়াড়েরা
ট্রফি উদ্‌যাপনের সময় চেলসির খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের উদ্‌যাপনে ভাগ বসালেন এক অপ্রত্যাশিত অতিথি—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় চেলসি। পরে চেলসি খেলোয়াড়দের হাতে যখন মাঠে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হঠাৎই হাজির হন ট্রাম্প।

বিবিসির তথ্য অনুযায়ী, ট্রফি দেওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চ ছাড়ার অনুরোধ জানালেও তিনি কিছু সময় চেলসির ক্যাপ্টেন রিস জেমস ও গোলকিপার রবার্ট সানচেজের পাশে থেকে যান। শুধু তা-ই নয়, খেলোয়াড়েরা ট্রফি উঁচিয়ে ধরে যখন উদ্‌যাপন করছিলেন, তখন ট্রাম্পকেও উচ্ছ্বাসের সঙ্গে তাঁদের মধ্যে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায়।

রীতি অনুযায়ী, ট্রফি নিয়ে বিজয়ী দল ছবি তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রাম্পের অনাহূত উপস্থিতির ফলে চেলসির খেলোয়াড়েরা তাঁকে রেখেই ছবি তুলতে বাধ্য হন।

ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখা কোল পামার ট্রাম্পের অদ্ভুত উপস্থিতি নিয়ে বলেন, ‘জানতাম উনি মাঠে থাকবেন। কিন্তু ভাবিনি ট্রফি নেওয়ার সময় স্টেজে থাকবেন। তাই একটু বিভ্রান্ত লাগছিল।’

আরেক খেলোয়াড় লেভি কলউইল বলেন, ‘আমাকে বলা হয়েছিল, উনি ট্রফি তুলে দেবেন এবং তারপর মঞ্চ ছেড়ে যাবেন। কিন্তু উনি তো থেকে গেলেন!’

এই ব্যাপারে চেলসির অধিনায়ক রিস জেমস বলেন, ‘সত্যি বলতে চারপাশে এত আওয়াজ ছিল যে উনি কী বললেন, সবটা শুনতে পারিনি। তিনি শুধু অভিনন্দন জানালেন এবং এই মুহূর্তটা উপভোগ করতে বললেন।’

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অনেক দর্শকই ইংল্যান্ড ও ফ্রান্স থেকে এসেছিলেন। ফলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওই মাঠে যখন ট্রাম্প প্রবেশ করেছিলেন, তখন দর্শকসারি থেকে প্রবলভাবে তাঁর উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত