
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মনোনীত হলে তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম নারী এবং জয়েন্ট চিফ অব স্টাফের দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার বাইডেন এ ঘোষণা দেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে সিনেট তাঁকে মনোনীত করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ এক রিপাবলিকান আইনপ্রণেতা দুই শতাধিক সিনিয়র সামরিক কর্মকর্তার মনোনয়ন স্থগিত করে দিয়েছেন।
বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ফ্রাঞ্চেত্তি একজন কমিশন্ড অফিসার হিসেবে আমাদের জাতির জন্য ৩৮ বছর ধরে নিবেদিত পরিষেবা দিয়ে আসছেন। এবার নৌ অপারেশনের ভাইস চিফের দায়িত্ব পালনের সময় এসেছে। তিনি দ্বিতীয় নারী, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার-তারকা অ্যাডমিরাল পদমর্যাদা অর্জন করেছেন। নিয়োগের পর তিনি আরেক ইতিহাস গড়বেন। প্রথম নারী হিসেবে নৌবাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।’
ফ্রাঞ্চেত্তি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী একটি ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ড সিরিজে কাজ করেছেন। তিনি ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। অন্যান্য পদের মধ্যে যুদ্ধের উন্নয়নের জন্য নৌ অভিযানের উপপ্রধান ছিলেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে নৌ অভিযানের ভাইস চিফ হন।
অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে নৌবাহিনীর প্রধান হিসেবে তাঁর চার বছরের মেয়াদ শেষ করতে চলেছেন। তবে ফ্রাঞ্চেত্তির নিয়োগ সম্ভবত সিনেটর টমি টিউবারভিল স্তগিত করে দেবেন। এই রিপাবলিকান কয়েক মাস ধরে সামরিক মনোনীতদের অনুমোদন বিলম্বিত করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মনোনীত হলে তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম নারী এবং জয়েন্ট চিফ অব স্টাফের দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার বাইডেন এ ঘোষণা দেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে সিনেট তাঁকে মনোনীত করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ এক রিপাবলিকান আইনপ্রণেতা দুই শতাধিক সিনিয়র সামরিক কর্মকর্তার মনোনয়ন স্থগিত করে দিয়েছেন।
বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ফ্রাঞ্চেত্তি একজন কমিশন্ড অফিসার হিসেবে আমাদের জাতির জন্য ৩৮ বছর ধরে নিবেদিত পরিষেবা দিয়ে আসছেন। এবার নৌ অপারেশনের ভাইস চিফের দায়িত্ব পালনের সময় এসেছে। তিনি দ্বিতীয় নারী, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার-তারকা অ্যাডমিরাল পদমর্যাদা অর্জন করেছেন। নিয়োগের পর তিনি আরেক ইতিহাস গড়বেন। প্রথম নারী হিসেবে নৌবাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।’
ফ্রাঞ্চেত্তি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী একটি ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ড সিরিজে কাজ করেছেন। তিনি ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। অন্যান্য পদের মধ্যে যুদ্ধের উন্নয়নের জন্য নৌ অভিযানের উপপ্রধান ছিলেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে নৌ অভিযানের ভাইস চিফ হন।
অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে নৌবাহিনীর প্রধান হিসেবে তাঁর চার বছরের মেয়াদ শেষ করতে চলেছেন। তবে ফ্রাঞ্চেত্তির নিয়োগ সম্ভবত সিনেটর টমি টিউবারভিল স্তগিত করে দেবেন। এই রিপাবলিকান কয়েক মাস ধরে সামরিক মনোনীতদের অনুমোদন বিলম্বিত করছেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে