
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭০ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ রোববার কাবুলের বিমানবন্দরে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন কাবুল বিমানবন্দরে রোববার এই হামলা হতে পারে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’
প্রসঙ্গত, কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭০ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ রোববার কাবুলের বিমানবন্দরে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন কাবুল বিমানবন্দরে রোববার এই হামলা হতে পারে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’
প্রসঙ্গত, কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে