
দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থা কাটিয়ে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার। রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র বলে পরিচিত মাইক জনসন মার্কিন কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে গত ৩ অক্টোবর হাউস অব রিপ্রেজেনটেটিভসের ভোটাভুটির মাধ্যমে পদচ্যুত হন ম্যাকার্থি। দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি।
এর পর থেকেই হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি হচ্ছিল। কিন্তু কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছিলেন না। অবশেষে গতকাল বুধবার ২২০-২০৯ ভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন মাইক জনসন। তিনি রিপাবলিকান পার্টির রক্ষণশীল অংশের নেতা এবং ট্রাম্পের মিত্র বলে পরিচিত।
স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই মাইক জনসন ইসরায়েলের পক্ষে সমর্থন ব্যক্ত করে একটি বিল পাস করেছেন। তবে এসবের চেয়ে মাইক জনসন মূলত ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। তিনি রিপাবলিকান পার্টির সেই ১২৬ আইনপ্রণেতাদের একজন, যাঁরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। যদিও সেই আপিল খারিজ হয়ে যায়।
বিগত কয়েক দশকের মধ্যে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার পদে নির্বাচিত হওয়াদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ মাইক জনসন ২০১৬ সালে প্রথমবারের মতো কংগ্রেসম্যান নির্বাচিত হন। তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন।

নতুন কূটনৈতিক বাস্তবতায় একসময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামিকে ঘিরে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং অনুযায়ী, ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক প্রকাশ্যে বলেছেন—ওয়াশিংটন জামায়াতে ইসলামিকে ‘বন্ধু’ হিসেবে দেখত
২ মিনিট আগে
ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
১ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
২ ঘণ্টা আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২ ঘণ্টা আগে