আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনলাইন স্টোরে এবার বিক্রি হচ্ছে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি ও টি-শার্ট। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী, ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য নির্বাচন করতে পারবেন না ট্রাম্প।
৭৮ বছর বয়সী ট্রাম্প বর্তমানে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক জনমত জরিপে তাঁর জনপ্রিয়তাও নিম্নমুখী। তৃতীয়বার তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আজ শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার তাঁর ছেলে এরিক ট্রাম্পের একটি ছবি শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, এরিক ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল টুপি পরে আছেন। এই টুপির মূল্য ৫০ ডলার। ট্রাম্প স্টোর ওয়েবসাইটে পণ্যটির বিবরণে লেখা আছে, ‘আমেরিকায় তৈরি এই ট্রাম্প-২০২৮ টুপির মাধ্যমে আপনার অবস্থান স্পষ্ট করুন।’
এ ছাড়া নীল ও লাল রঙের টি-শার্টও বিক্রি হচ্ছে, যার গায়ে ‘ট্রাম্প ২০২৮’ লেখা রয়েছে। প্রতিটি টি-শার্টের দাম ৩৬ ডলার। টি-শার্টের মধ্যে একটি অতিরিক্ত স্লোগান হিসেবে লেখা আছে—নিয়ম নতুন করে লেখো।
এই প্রচারণা এমন সময় শুরু হলো, যখন ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের ১০০ দিনের কাছাকাছি সময় পার করছেন। এই সময়ের মধ্যে তাঁর নীতিনির্ধারণ, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় ও বাণিজ্যনীতির বিষয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।
মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দ্বিতীয় মেয়াদে রয়েছেন। তবে সম্প্রতি তিনি দাবি করেছেন, তাঁর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ারও কিছু উপায় রয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে কোনো মজা করছেন না।
তবে সংবিধান পরিবর্তন করে তৃতীয় মেয়াদের সুযোগ তৈরি করতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে এবং তা ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ৩৮টি অঙ্গরাজ্যের অনুমোদনও পেতে হবে; যা বাস্তবে অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া।
এই অবস্থায় ট্রাম্পপন্থীদের এ ধরনের প্রচারণাকে অনেকে প্রতীকী রাজনীতির অংশ হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনলাইন স্টোরে এবার বিক্রি হচ্ছে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি ও টি-শার্ট। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী, ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য নির্বাচন করতে পারবেন না ট্রাম্প।
৭৮ বছর বয়সী ট্রাম্প বর্তমানে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক জনমত জরিপে তাঁর জনপ্রিয়তাও নিম্নমুখী। তৃতীয়বার তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আজ শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার তাঁর ছেলে এরিক ট্রাম্পের একটি ছবি শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, এরিক ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল টুপি পরে আছেন। এই টুপির মূল্য ৫০ ডলার। ট্রাম্প স্টোর ওয়েবসাইটে পণ্যটির বিবরণে লেখা আছে, ‘আমেরিকায় তৈরি এই ট্রাম্প-২০২৮ টুপির মাধ্যমে আপনার অবস্থান স্পষ্ট করুন।’
এ ছাড়া নীল ও লাল রঙের টি-শার্টও বিক্রি হচ্ছে, যার গায়ে ‘ট্রাম্প ২০২৮’ লেখা রয়েছে। প্রতিটি টি-শার্টের দাম ৩৬ ডলার। টি-শার্টের মধ্যে একটি অতিরিক্ত স্লোগান হিসেবে লেখা আছে—নিয়ম নতুন করে লেখো।
এই প্রচারণা এমন সময় শুরু হলো, যখন ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের ১০০ দিনের কাছাকাছি সময় পার করছেন। এই সময়ের মধ্যে তাঁর নীতিনির্ধারণ, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় ও বাণিজ্যনীতির বিষয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।
মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দ্বিতীয় মেয়াদে রয়েছেন। তবে সম্প্রতি তিনি দাবি করেছেন, তাঁর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ারও কিছু উপায় রয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে কোনো মজা করছেন না।
তবে সংবিধান পরিবর্তন করে তৃতীয় মেয়াদের সুযোগ তৈরি করতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে এবং তা ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ৩৮টি অঙ্গরাজ্যের অনুমোদনও পেতে হবে; যা বাস্তবে অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া।
এই অবস্থায় ট্রাম্পপন্থীদের এ ধরনের প্রচারণাকে অনেকে প্রতীকী রাজনীতির অংশ হিসেবে দেখছেন।

মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
৫ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
১২ মিনিট আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৪ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে