
আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে বিদ্রুপ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনকে ‘ধসিয়ে’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পড়বে বলেও সতর্ক করেন সাবেক এই প্রেসিডেন্ট। জানুয়ারিতে গ্রানাইট স্টেটের পর এটি ছিল ট্রাম্পের প্রথম জনসম্মুখে ভাষণ।
প্রায় দেড় হাজার সমর্থকের সামনে ট্রাম্প বলেন, ‘আগামী নির্বাচনে লড়াই হবে শক্তি বা দুর্বলতার মধ্যে, সাফল্য ও ব্যর্থতার মধ্যে, নিরাপত্তা বা নৈরাজ্যের মধ্যে, শান্তি ও সংঘাতের মধ্যে এবং সমৃদ্ধি ও বিপর্যয়ের মধ্যে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মধ্যে বাস করছি। ২০২৪ সালের নভেম্বরে ব্যালট বাক্সে আপনাদের ভোটের মাধ্যমে আমরা জো বাইডেনকে ধসিয়ে দিতে যাচ্ছি। আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে যাচ্ছি আমরা।’
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হন। গত বছরের নভেম্বরে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন ট্রাম্প। অন্যদিকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেনও। গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করেন তিনি। এবারও বাইডেনের রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে বিদ্রুপ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনকে ‘ধসিয়ে’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পড়বে বলেও সতর্ক করেন সাবেক এই প্রেসিডেন্ট। জানুয়ারিতে গ্রানাইট স্টেটের পর এটি ছিল ট্রাম্পের প্রথম জনসম্মুখে ভাষণ।
প্রায় দেড় হাজার সমর্থকের সামনে ট্রাম্প বলেন, ‘আগামী নির্বাচনে লড়াই হবে শক্তি বা দুর্বলতার মধ্যে, সাফল্য ও ব্যর্থতার মধ্যে, নিরাপত্তা বা নৈরাজ্যের মধ্যে, শান্তি ও সংঘাতের মধ্যে এবং সমৃদ্ধি ও বিপর্যয়ের মধ্যে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মধ্যে বাস করছি। ২০২৪ সালের নভেম্বরে ব্যালট বাক্সে আপনাদের ভোটের মাধ্যমে আমরা জো বাইডেনকে ধসিয়ে দিতে যাচ্ছি। আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে যাচ্ছি আমরা।’
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হন। গত বছরের নভেম্বরে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন ট্রাম্প। অন্যদিকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেনও। গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করেন তিনি। এবারও বাইডেনের রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

রাজনৈতিক ক্ষেত্রে নমনীয়তা মানেই আদর্শের সঙ্গে আপস নয় বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। তিনি আরও বলেন, মহারাষ্ট্রকে শক্তিশালী রাখার স্বার্থে প্রয়োজন হলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করতে প্রস্তুত।
৩৬ মিনিট আগে
ইরানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরায়েলি সূত্র এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
সিরিয়ার আলেপ্পো শহর থেকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সর্বশেষ যোদ্ধাটিও আজ রোববার বিদায় নিয়েছে। দীর্ঘ কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আখবারিয়া জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে, জাতি, উপাসনা পদ্ধতি বা ধর্মের ভিত্তিতে বিভাজন আমাদের জন্য চরম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক যেমনটা আজ বাংলাদেশে দেখা যাচ্ছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ‘আমাদের জন্য এক সতর্কবার্তা।’ গতকাল শনিবার তিনি এই কথা বলেন।
২ ঘণ্টা আগে