
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চালু করা একটি অভিবাসন নীতি ফিরিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই নীতিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চাওয়া অভিবাসী প্রত্যাশীদের তাঁদের দাবি প্রক্রিয়াধীন থাকা পর্যন্ত মেক্সিকোতে অপেক্ষা করতে হবে। টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় সীমান্তে আগামী সপ্তাহ থেকেই এই নীতি বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত সীমান্ত শিবিরগুলোতে অপরাধ ও সহিংসতা বাড়বে। অথচ এই কর্মসূচিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন জো বাইডেন। তবে আদালতের আদেশের পর এটি ফিরিয়ে আনছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকারের পক্ষ থেকে এই নীতি ফেরানোর কথা নিশ্চিত করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মসূচিটি চালু করে। তখন এর নাম ছিল অভিবাসী সুরক্ষা প্রোটোকল। এই কর্মসূচির আওতায় ৬০ হাজার আশ্রয় প্রার্থী আবেদনকারীকে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়।
মাসের পর মাস ধরে মেক্সিকোয় অপেক্ষা করা অভিবাসন প্রত্যাশীরা প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রের শিকারে পরিণত হয়। দাতব্য প্রতিষ্ঠান হিউমান রাইটস ফার্স্ট জানিয়েছে, মেক্সিকোয় ফিরে আসা অভিবাসীদের ওপর এক হাজার পাঁচশরও বেশি অপহরণ, ধর্ষণ, নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের ঘটনা প্রকাশ্যে এসেছে।
গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই মেক্সিকো কর্মসূচিটি বাতিলের উদ্যোগ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস নীতিটি বাতিল করে দেন। তবে আগস্টে কেন্দ্রীয় আদালতে ট্রাম্পের নিয়োগ করা বিচারক ম্যাথু ক্যাকসমারিক রায় দেন, বাতিলের প্রক্রিয়াটি যথাযথ হয়নি।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বাইডেন প্রশাসন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট তাঁর অতীত মন্তব্যে অটল রয়েছেন। তবে আমরা আইন অনুসরণেও বিশ্বাস করি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চালু করা একটি অভিবাসন নীতি ফিরিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই নীতিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চাওয়া অভিবাসী প্রত্যাশীদের তাঁদের দাবি প্রক্রিয়াধীন থাকা পর্যন্ত মেক্সিকোতে অপেক্ষা করতে হবে। টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় সীমান্তে আগামী সপ্তাহ থেকেই এই নীতি বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত সীমান্ত শিবিরগুলোতে অপরাধ ও সহিংসতা বাড়বে। অথচ এই কর্মসূচিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন জো বাইডেন। তবে আদালতের আদেশের পর এটি ফিরিয়ে আনছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকারের পক্ষ থেকে এই নীতি ফেরানোর কথা নিশ্চিত করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মসূচিটি চালু করে। তখন এর নাম ছিল অভিবাসী সুরক্ষা প্রোটোকল। এই কর্মসূচির আওতায় ৬০ হাজার আশ্রয় প্রার্থী আবেদনকারীকে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়।
মাসের পর মাস ধরে মেক্সিকোয় অপেক্ষা করা অভিবাসন প্রত্যাশীরা প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রের শিকারে পরিণত হয়। দাতব্য প্রতিষ্ঠান হিউমান রাইটস ফার্স্ট জানিয়েছে, মেক্সিকোয় ফিরে আসা অভিবাসীদের ওপর এক হাজার পাঁচশরও বেশি অপহরণ, ধর্ষণ, নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের ঘটনা প্রকাশ্যে এসেছে।
গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই মেক্সিকো কর্মসূচিটি বাতিলের উদ্যোগ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস নীতিটি বাতিল করে দেন। তবে আগস্টে কেন্দ্রীয় আদালতে ট্রাম্পের নিয়োগ করা বিচারক ম্যাথু ক্যাকসমারিক রায় দেন, বাতিলের প্রক্রিয়াটি যথাযথ হয়নি।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বাইডেন প্রশাসন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট তাঁর অতীত মন্তব্যে অটল রয়েছেন। তবে আমরা আইন অনুসরণেও বিশ্বাস করি।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৭ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৮ ঘণ্টা আগে