
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এ ছাড়া, ইরানি হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার বিষয়টি নিয়েও ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
অক্টোবরের শুরুতেই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলার জবাবে এখনো পাল্টা হামলা চালায়নি ইসরায়েল। ইরানে কীভাবে হামলা চালানো হবে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন সাবরিনা সিং। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
সাবরিনা সিং বলেন, ‘মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা অনবরত নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং কীভাবে ইসরায়েল (ইরানি হামলার) প্রতিক্রিয়া জানাতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করেন।’ এ সময় তিনি আরও বলেন, তবে তিনি অনুমানের বশে এ বিষয়ে আর কোনো কথা বলতে চান না।
পেন্টাগনের এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে সে বিষয়ে তিনি কোনো কথা বলতে পারেন না। তবে তিনি নিশ্চিত যে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো সুযোগ তালাশ করছে না।
এদিকে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করতে গোপনে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের দেশগুলো। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি এই আলোচনায় যুক্ত নয়। তবে ইসরায়েলকে এই আলোচনার বিষয়ে অবগত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান কী, তা এখনো যুক্তরাষ্ট্রকে জানায়নি। তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা বর্তমানে নির্ধারক অবস্থানে আছি, লিতানির (নদী) ওপার পর্যন্ত (হিজবুল্লাহ) সরে যাওয়া এবং সীমান্তের কাছাকাছি এলাকায় হিজবুল্লাহর সব সামরিক অবস্থান ভেঙে ফেলাসহ আমাদের শর্তে একটি যুদ্ধবিরতি হবে।’

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এ ছাড়া, ইরানি হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার বিষয়টি নিয়েও ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
অক্টোবরের শুরুতেই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলার জবাবে এখনো পাল্টা হামলা চালায়নি ইসরায়েল। ইরানে কীভাবে হামলা চালানো হবে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন সাবরিনা সিং। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
সাবরিনা সিং বলেন, ‘মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা অনবরত নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং কীভাবে ইসরায়েল (ইরানি হামলার) প্রতিক্রিয়া জানাতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করেন।’ এ সময় তিনি আরও বলেন, তবে তিনি অনুমানের বশে এ বিষয়ে আর কোনো কথা বলতে চান না।
পেন্টাগনের এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে সে বিষয়ে তিনি কোনো কথা বলতে পারেন না। তবে তিনি নিশ্চিত যে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো সুযোগ তালাশ করছে না।
এদিকে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করতে গোপনে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের দেশগুলো। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি এই আলোচনায় যুক্ত নয়। তবে ইসরায়েলকে এই আলোচনার বিষয়ে অবগত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান কী, তা এখনো যুক্তরাষ্ট্রকে জানায়নি। তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা বর্তমানে নির্ধারক অবস্থানে আছি, লিতানির (নদী) ওপার পর্যন্ত (হিজবুল্লাহ) সরে যাওয়া এবং সীমান্তের কাছাকাছি এলাকায় হিজবুল্লাহর সব সামরিক অবস্থান ভেঙে ফেলাসহ আমাদের শর্তে একটি যুদ্ধবিরতি হবে।’

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে