
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ক্যানসার শনাক্ত হলে ক্যানসারযুক্ত ক্ষতিগ্রস্ত টিস্যুটি অপসারণও করা হয়েছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক বলেছেন, প্রেসিডেন্টের শরীর থেকে ক্যানসার-যুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। আপাতত তাঁর আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে চিকিৎসকেরা নিয়মিত স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তাঁর ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাবেন।
গত মাসে ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তখন তিনি সুস্থ ছিলেন।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে প্রেসিডেন্ট বাইডেনের বুক থেকে ক্যানসারযুক্ত টিস্যুটি অপসারণ করা হয়েছে। বায়োপসির পর তিনি এখন সুস্থ আছেন।
বায়োপসিতে তাঁর ‘বেসাল সেল কার্সিনোমা’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসক কেভিন বলেছেন, এ ধরনের ক্যানসার সাধারণত ছড়িয়ে পড়ে না বা মেটাস্টেসিস হয় না।
যুক্তরাষ্ট্রের স্কিন ক্যানসার ফাউন্ডেশন জানিয়েছে, দেশে প্রতি বছর ৩৬ লাখ মানুষের স্কিন ক্যানসার শনাক্ত হয়। এ ধরনের ক্যানসার ধীরগতিতে বাড়ে এবং নিরাময়যোগ্য।
এ বছরের জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও তিনটি টিস্যু অপসারণ করা হয়েছে। এর মধ্যে দুটিতে বেসাল সেল কার্সিনোমা শনাক্ত হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের শরীর থেকে বেশ কয়েকটি ক্যানসার টিস্যু অপসারণ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ক্যানসার শনাক্ত হলে ক্যানসারযুক্ত ক্ষতিগ্রস্ত টিস্যুটি অপসারণও করা হয়েছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক বলেছেন, প্রেসিডেন্টের শরীর থেকে ক্যানসার-যুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। আপাতত তাঁর আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে চিকিৎসকেরা নিয়মিত স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তাঁর ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাবেন।
গত মাসে ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তখন তিনি সুস্থ ছিলেন।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে প্রেসিডেন্ট বাইডেনের বুক থেকে ক্যানসারযুক্ত টিস্যুটি অপসারণ করা হয়েছে। বায়োপসির পর তিনি এখন সুস্থ আছেন।
বায়োপসিতে তাঁর ‘বেসাল সেল কার্সিনোমা’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসক কেভিন বলেছেন, এ ধরনের ক্যানসার সাধারণত ছড়িয়ে পড়ে না বা মেটাস্টেসিস হয় না।
যুক্তরাষ্ট্রের স্কিন ক্যানসার ফাউন্ডেশন জানিয়েছে, দেশে প্রতি বছর ৩৬ লাখ মানুষের স্কিন ক্যানসার শনাক্ত হয়। এ ধরনের ক্যানসার ধীরগতিতে বাড়ে এবং নিরাময়যোগ্য।
এ বছরের জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও তিনটি টিস্যু অপসারণ করা হয়েছে। এর মধ্যে দুটিতে বেসাল সেল কার্সিনোমা শনাক্ত হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের শরীর থেকে বেশ কয়েকটি ক্যানসার টিস্যু অপসারণ করা হয়েছিল।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে