
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। তবে কয়েকটি অঙ্গরাজ্যে আগেভাগেই এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু করে দিয়েছে। এর মধ্যে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্য অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোটগ্রহণের প্রথম দিনে ব্যাপক ভোটার উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে একজনকে বেছে নিতে।
জর্জিয়ার দ্বিতীয় প্রধান নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনে এই অঙ্গরাজ্যে ভোট দিয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার। তিনি এই সংখ্যাকে ‘দর্শনীয় ভোটার উপস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন।
জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অগ্রিম ভোটের ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, ‘ভোটারেরা আসছেন এবং তারা আমাদের জন্য একটি দারুণ সংখ্যায় ভোট নিয়ে আসছেন।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সরাসরি এবং ডাকযোগে ভোটদানের বিষয়টি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব অনুসারে, ২০২০ সালের নির্বাচনের আগে প্রতি ৭ জনের মধ্যে ১ জন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ইলেকশন ল্যাব বলছে, এরই মধ্যে ৫৫ লাখ মার্কিন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ২০২০ সালে কোভিড মহামারির সময় এই সময়ে ২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি নির্ধারক ভূমিকা পালন করে তার মধ্যে জর্জিয়া অন্যতম। এদিকে, মঙ্গলবার অঙ্গরাজ্যটি এক বিচারক চূড়ান্তভাবে গণনার আগে অস্থায়ীভাবে ২০২৪ সালের নির্বাচনের ব্যালট গণনা করে ভোটের মোট সংখ্যা যাচাই করার যে নিয়ম ছিল তা স্থগিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। তবে কয়েকটি অঙ্গরাজ্যে আগেভাগেই এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু করে দিয়েছে। এর মধ্যে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্য অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোটগ্রহণের প্রথম দিনে ব্যাপক ভোটার উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে একজনকে বেছে নিতে।
জর্জিয়ার দ্বিতীয় প্রধান নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনে এই অঙ্গরাজ্যে ভোট দিয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার। তিনি এই সংখ্যাকে ‘দর্শনীয় ভোটার উপস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন।
জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অগ্রিম ভোটের ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, ‘ভোটারেরা আসছেন এবং তারা আমাদের জন্য একটি দারুণ সংখ্যায় ভোট নিয়ে আসছেন।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সরাসরি এবং ডাকযোগে ভোটদানের বিষয়টি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব অনুসারে, ২০২০ সালের নির্বাচনের আগে প্রতি ৭ জনের মধ্যে ১ জন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ইলেকশন ল্যাব বলছে, এরই মধ্যে ৫৫ লাখ মার্কিন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ২০২০ সালে কোভিড মহামারির সময় এই সময়ে ২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি নির্ধারক ভূমিকা পালন করে তার মধ্যে জর্জিয়া অন্যতম। এদিকে, মঙ্গলবার অঙ্গরাজ্যটি এক বিচারক চূড়ান্তভাবে গণনার আগে অস্থায়ীভাবে ২০২৪ সালের নির্বাচনের ব্যালট গণনা করে ভোটের মোট সংখ্যা যাচাই করার যে নিয়ম ছিল তা স্থগিত করেছেন।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ ঘণ্টা আগে