
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন তাঁদের কর্মীদের টিকা না নিলে চাকরি হারানোর আল্টিমেটাম দেন। জো বাইডেন বলেছেন, শিগগিরই এমন আদেশ জারি করা হবে যে আদেশের ফলে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীরা টিকা নিতে বাধ্য হবেন। এমনকি শিক্ষকদেরও টিকা নিতে আদেশ দেওয়া হবে।
টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতি থেকে সরে আসতে নিউ হ্যাম্পশায়ারে বিক্ষোভ করেছেন মার্কিনিরা। সেই বিক্ষোভে হাসপাতালের কর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী লিয়া কুশম্যান বলেন, 'টিকা না নেওয়ার জন্য যদি চাকরি হারাতে হয় তবুও আমি প্রস্তুত আছি।'
লিয়া কুশম্যান বলেন, 'আমি আমার ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা নিতে চাচ্ছি না। আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন সেটিই আমাকে রক্ষা করবে। এরপরেও যদি আমি অসুস্থ হয়ে পড়ি তবে সেটি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। যা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি এমন ওষুধ গ্রহণ করবো না।' তিনি দাবি করেন, তাঁর এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর কর্মক্ষেত্রের দায়িত্ববোধের কোনো বিরোধ নেই।
লিয়া কুশম্যান আরও বলেন, 'বাইডেন প্রশাসন আমাদের সার্বভৌম অধিকার ক্ষুণ্ন করছে।'
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের নিরাপদে রাখার স্বার্থে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নীতি গ্রহণের ফলে করোনার ডেলটা ধরনে যখন যুক্তরাষ্ট্র ধুঁকছে ঠিক সেই মুহূর্তে অনেক স্বাস্থ্যকর্মীকে হারাতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের আপার কানেকটিকাট ভ্যালি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কলবি বলেছেন, 'টিকা নিয়ে যে আদেশ দেওয়া হয়েছে সেটি যুক্তিযুক্ত। কেননা যেসব স্বাস্থ্যকর্মীরা টিকা নেননি তাঁদের মধ্য থেকেই বেশির ভাগ করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন।'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন তাঁদের কর্মীদের টিকা না নিলে চাকরি হারানোর আল্টিমেটাম দেন। জো বাইডেন বলেছেন, শিগগিরই এমন আদেশ জারি করা হবে যে আদেশের ফলে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীরা টিকা নিতে বাধ্য হবেন। এমনকি শিক্ষকদেরও টিকা নিতে আদেশ দেওয়া হবে।
টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতি থেকে সরে আসতে নিউ হ্যাম্পশায়ারে বিক্ষোভ করেছেন মার্কিনিরা। সেই বিক্ষোভে হাসপাতালের কর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী লিয়া কুশম্যান বলেন, 'টিকা না নেওয়ার জন্য যদি চাকরি হারাতে হয় তবুও আমি প্রস্তুত আছি।'
লিয়া কুশম্যান বলেন, 'আমি আমার ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা নিতে চাচ্ছি না। আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন সেটিই আমাকে রক্ষা করবে। এরপরেও যদি আমি অসুস্থ হয়ে পড়ি তবে সেটি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। যা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি এমন ওষুধ গ্রহণ করবো না।' তিনি দাবি করেন, তাঁর এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর কর্মক্ষেত্রের দায়িত্ববোধের কোনো বিরোধ নেই।
লিয়া কুশম্যান আরও বলেন, 'বাইডেন প্রশাসন আমাদের সার্বভৌম অধিকার ক্ষুণ্ন করছে।'
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের নিরাপদে রাখার স্বার্থে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নীতি গ্রহণের ফলে করোনার ডেলটা ধরনে যখন যুক্তরাষ্ট্র ধুঁকছে ঠিক সেই মুহূর্তে অনেক স্বাস্থ্যকর্মীকে হারাতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের আপার কানেকটিকাট ভ্যালি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কলবি বলেছেন, 'টিকা নিয়ে যে আদেশ দেওয়া হয়েছে সেটি যুক্তিযুক্ত। কেননা যেসব স্বাস্থ্যকর্মীরা টিকা নেননি তাঁদের মধ্য থেকেই বেশির ভাগ করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন।'

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন রেস্তোরাঁয় বিস্ফোরণে এক চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে