
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারতপক্ষে একে অপরের ছায়াও মারাতে চান না। তারপরও ঘটে গেল ব্যতিক্রম এক ঘটনা। বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একটি ক্যাপ মাথায় পরিধান করেছেন বাইডেন!
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত নাইন-ইলেভেন হামলার ২৩ তম বার্ষিকীর একটি স্মরণ সভায় ট্রাম্পের ওই ক্যাপ বাইডেন মাথায় দিয়েছিলেন। মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন ঐক্যের প্রতীক হিসেবেই সংক্ষিপ্ত সময়ের জন্য ওই কাণ্ডটি করেন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দমকল কর্মীদের পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সেখানকার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, জো বাইডেন একজন ট্রাম্প সমর্থকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোপকথনের পর নিজেদের ক্যাপ অদল-বদল করেছেন। তবে বাইডেনের ক্যাপ পরিধানের ঘটনা নিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে হাস্য রসাত্মকভাবে সাড়া দেয়। তারা ট্রাম্পের ক্যাপসহ বাইডেনের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘সমর্থনের জন্য ধন্যবাদ জো।’
আরেকজন লিখেছেন, ‘গত রাতের বিতর্কে কমলা এত বাজে পারফরমেন্স করেছে যে, জো বাইডেনও ট্রাম্পের টুপি পরেছেন।’
বিবিসি জানিয়েছে, পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলের ওই ইভেন্টটি বিধ্বস্ত বিমান ‘ফ্লাইট-৯৩ ’-এর স্মরণে। ২৩ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন-টাওয়ার ধ্বংস করার দিন আল-কায়েদা জঙ্গিদের ছিনতাই করা চারটি বিমানের একটি ছিল ফ্লাইট-৯৩। সেদিন ওই বিমানের ভেতরে থাকা যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ফলে ওয়াশিংটন ডিসির একটি সরকারি ভবনে হামলার পরিকল্পনা ব্যর্থ হয় জঙ্গিদের। তবে বিমানটি শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় এবং এর ভেতরে থাকা ৪০ যাত্রীর সবাই প্রাণ হারান।
অনুষ্ঠানে দমকল কর্মীদের অভ্যর্থনা জানান বাইডেন এবং বিধ্বস্ত বিমানের ফুসিলেজ দিয়ে তৈরি একটি ক্রুশে শ্রদ্ধা নিবেদন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই অনুষ্ঠানের একাধিক ছবিতে দেখা গেছে, ‘ট্রাম্প-২০২৪’ লেখা ক্যাপ পরে বাইডেন সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন। এ সময়ই একজন ট্রাম্প সমর্থকের সঙ্গে তাঁর কথা হয় এবং নিজের ক্যাপ তাঁকে অফার করে ট্রাম্পের ক্যাপটি চেয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। এবার রিপাবলিকান প্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইডেনের বর্তমান রানিং মেট কমলা হ্যারিস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারতপক্ষে একে অপরের ছায়াও মারাতে চান না। তারপরও ঘটে গেল ব্যতিক্রম এক ঘটনা। বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একটি ক্যাপ মাথায় পরিধান করেছেন বাইডেন!
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত নাইন-ইলেভেন হামলার ২৩ তম বার্ষিকীর একটি স্মরণ সভায় ট্রাম্পের ওই ক্যাপ বাইডেন মাথায় দিয়েছিলেন। মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন ঐক্যের প্রতীক হিসেবেই সংক্ষিপ্ত সময়ের জন্য ওই কাণ্ডটি করেন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দমকল কর্মীদের পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সেখানকার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, জো বাইডেন একজন ট্রাম্প সমর্থকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোপকথনের পর নিজেদের ক্যাপ অদল-বদল করেছেন। তবে বাইডেনের ক্যাপ পরিধানের ঘটনা নিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে হাস্য রসাত্মকভাবে সাড়া দেয়। তারা ট্রাম্পের ক্যাপসহ বাইডেনের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘সমর্থনের জন্য ধন্যবাদ জো।’
আরেকজন লিখেছেন, ‘গত রাতের বিতর্কে কমলা এত বাজে পারফরমেন্স করেছে যে, জো বাইডেনও ট্রাম্পের টুপি পরেছেন।’
বিবিসি জানিয়েছে, পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলের ওই ইভেন্টটি বিধ্বস্ত বিমান ‘ফ্লাইট-৯৩ ’-এর স্মরণে। ২৩ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন-টাওয়ার ধ্বংস করার দিন আল-কায়েদা জঙ্গিদের ছিনতাই করা চারটি বিমানের একটি ছিল ফ্লাইট-৯৩। সেদিন ওই বিমানের ভেতরে থাকা যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ফলে ওয়াশিংটন ডিসির একটি সরকারি ভবনে হামলার পরিকল্পনা ব্যর্থ হয় জঙ্গিদের। তবে বিমানটি শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় এবং এর ভেতরে থাকা ৪০ যাত্রীর সবাই প্রাণ হারান।
অনুষ্ঠানে দমকল কর্মীদের অভ্যর্থনা জানান বাইডেন এবং বিধ্বস্ত বিমানের ফুসিলেজ দিয়ে তৈরি একটি ক্রুশে শ্রদ্ধা নিবেদন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই অনুষ্ঠানের একাধিক ছবিতে দেখা গেছে, ‘ট্রাম্প-২০২৪’ লেখা ক্যাপ পরে বাইডেন সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন। এ সময়ই একজন ট্রাম্প সমর্থকের সঙ্গে তাঁর কথা হয় এবং নিজের ক্যাপ তাঁকে অফার করে ট্রাম্পের ক্যাপটি চেয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। এবার রিপাবলিকান প্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইডেনের বর্তমান রানিং মেট কমলা হ্যারিস।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
৩ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে