
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে সাতটি অঙ্গরাজ্যকে ‘সুইং স্টেট’ হিসেবে ধরা হচ্ছে। সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এখানে সর্বাধিক ১৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে সফটওয়্যার ত্রুটির কারণে ভোট প্রদানে বেগ পেতে হয়েছে ভোটারদের। তবে নির্বিঘ্নে ভোটের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে সফটওয়্যার ত্রুটির কারণে ব্যালট স্ক্যান করতে সমস্যা হয়েছে। অর্থাৎ ভোট প্রদানের পরেও কিছুক্ষেত্রে সেটি স্ক্যান করতে পারেনি মেশিন। ফলে ভোট প্রদানে বিলম্ব হয়েছে।
ক্যাম্ব্রিয়া কাউন্টির কমিশনারদের নিয়ে গঠিত ক্যাম্ব্রিয়া কাউন্টি বোর্ড অফ ইলেকশন এক বিবৃতিতে জানায়, আজ সকালে তাঁরা জানতে পারেন, সফটওয়্যার ত্রুটির কারণে ভোটারেরা ব্যালট স্ক্যান করতে পারছেন না। তাঁরা যেন কোনোভাবেই নিরুৎসাহিত না হন, সে কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। সফটওয়্যার সমস্যা সমাধানে আইটি বিশেষজ্ঞ ডাকা হয়েছে। যারা ইতিমধ্যে ভোট প্রদান করেছেন, তাঁদের সকলের ভোট নিরাপদ রয়েছে এবং গণনা করা হবে। কেউ চাইলে মেশিনের পরিবর্তে পেপার ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে ভোট শুরুর চার ঘণ্টা পর সফটওয়্যারজনিত ত্রুটির এমন তথ্য পাওয়া যায়। এছাড়া পেনসিলভানিয়ার আলেঘানি কাউন্টিতেও ভোট প্রদানে বিলম্ব হওয়ার দুটি ঘটনার কথা জানা গেছে।
ড্যাভ লুসিও নামের একজন ভোটার সিএনএনকে বলেন, ‘আমরা (লুসিও ও তাঁর স্ত্রী) ভোট দিতে গিয়ে দেখি, কেন্দ্র একেবারে ফাঁকা। পরে সফটওয়্যার ত্রুটির বিষয়টি জানতে পারি। সবকিছু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে সাতটি অঙ্গরাজ্যকে ‘সুইং স্টেট’ হিসেবে ধরা হচ্ছে। সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এখানে সর্বাধিক ১৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে সফটওয়্যার ত্রুটির কারণে ভোট প্রদানে বেগ পেতে হয়েছে ভোটারদের। তবে নির্বিঘ্নে ভোটের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে সফটওয়্যার ত্রুটির কারণে ব্যালট স্ক্যান করতে সমস্যা হয়েছে। অর্থাৎ ভোট প্রদানের পরেও কিছুক্ষেত্রে সেটি স্ক্যান করতে পারেনি মেশিন। ফলে ভোট প্রদানে বিলম্ব হয়েছে।
ক্যাম্ব্রিয়া কাউন্টির কমিশনারদের নিয়ে গঠিত ক্যাম্ব্রিয়া কাউন্টি বোর্ড অফ ইলেকশন এক বিবৃতিতে জানায়, আজ সকালে তাঁরা জানতে পারেন, সফটওয়্যার ত্রুটির কারণে ভোটারেরা ব্যালট স্ক্যান করতে পারছেন না। তাঁরা যেন কোনোভাবেই নিরুৎসাহিত না হন, সে কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। সফটওয়্যার সমস্যা সমাধানে আইটি বিশেষজ্ঞ ডাকা হয়েছে। যারা ইতিমধ্যে ভোট প্রদান করেছেন, তাঁদের সকলের ভোট নিরাপদ রয়েছে এবং গণনা করা হবে। কেউ চাইলে মেশিনের পরিবর্তে পেপার ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে ভোট শুরুর চার ঘণ্টা পর সফটওয়্যারজনিত ত্রুটির এমন তথ্য পাওয়া যায়। এছাড়া পেনসিলভানিয়ার আলেঘানি কাউন্টিতেও ভোট প্রদানে বিলম্ব হওয়ার দুটি ঘটনার কথা জানা গেছে।
ড্যাভ লুসিও নামের একজন ভোটার সিএনএনকে বলেন, ‘আমরা (লুসিও ও তাঁর স্ত্রী) ভোট দিতে গিয়ে দেখি, কেন্দ্র একেবারে ফাঁকা। পরে সফটওয়্যার ত্রুটির বিষয়টি জানতে পারি। সবকিছু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে