
হামাসের হামলায় বন্ধ হওয়ার পাঁচ মাস পর আবারও যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফ্লাইট চালু হয়েছে। বেসরকারি কোম্পানি ইউনাইটেড এয়ারলাইনস প্রথম তেল আবিবে উড়োজাহাজ চালানো শুরু করেছে।
নিউ্রইয়র্ক বিমানবন্দর থেকে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিলেও অন্যান্য মার্কিন বিমানবন্দরের বিষয়ে ইউনাইটেড এয়ারলাইনস নিশ্চিত কোনো তথ্য দেয়নি বলে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর অঞ্চলটিতে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমান পরিবহন সংস্থা— ইউনাইটেড, আমেরিকান ও ডেলটা ইসরায়েলে ফ্লাইট বন্ধ রেখেছিল।
এরপর গত ২ ও ৪ মার্চ নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জার্মানির মিউনিখ হয়ে কয়েকটি ফ্লাইট ছাড়া হয়। ৬ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট ছাড়া হবে। ১০ ঘণ্টার এ ট্রিপের জন্য নিউইয়র্ক শহর থেকে আন্তর্জাতিক সময় ৩টা ৫৫ মিনিটে ফ্লাইট ছাড়া হবে এবং ৯টা ২০ মিনিটে তা তেল আবিবে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৭ মার্চের ফিরতি ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (টিএলভি) থেকে আন্তর্জাতিক সময় ১১টা ৩০ মিনিটে ছাড়া হবে এবং তা ৪টা ৪০ মিনিটে নিউইয়র্ক পৌঁছাবে।
প্রতিবেদনে বলা হয়, আগামী মে মাস নাগাদ নিউইয়র্ক থেকে আরেকটি সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস। কোনো সময়সূচি নির্ধারিত করার আগে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এ অঞ্চলে সংঘর্ষ শুরুর আগে নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও শিকাগো থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করত ইউনাইটেড এয়ারলাইনস।
এ বছরের শেষের দিক থেকে ফ্লাইট পরিচালনা আবার শুরু করতে পারে ডেলটা ও আমেরিকান এয়ারলাইনস। চলতি বছরের এপ্রিলের আগে ফ্লাইট শুরু করার কোনো পরিকল্পনা নেই ডেলটার। এদিকে অন্তত আগামী অক্টোবর পর্যন্ত সেবা বন্ধ রাখতে চায় আমেরিকান এয়ারলাইনস।

হামাসের হামলায় বন্ধ হওয়ার পাঁচ মাস পর আবারও যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফ্লাইট চালু হয়েছে। বেসরকারি কোম্পানি ইউনাইটেড এয়ারলাইনস প্রথম তেল আবিবে উড়োজাহাজ চালানো শুরু করেছে।
নিউ্রইয়র্ক বিমানবন্দর থেকে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিলেও অন্যান্য মার্কিন বিমানবন্দরের বিষয়ে ইউনাইটেড এয়ারলাইনস নিশ্চিত কোনো তথ্য দেয়নি বলে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর অঞ্চলটিতে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমান পরিবহন সংস্থা— ইউনাইটেড, আমেরিকান ও ডেলটা ইসরায়েলে ফ্লাইট বন্ধ রেখেছিল।
এরপর গত ২ ও ৪ মার্চ নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জার্মানির মিউনিখ হয়ে কয়েকটি ফ্লাইট ছাড়া হয়। ৬ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট ছাড়া হবে। ১০ ঘণ্টার এ ট্রিপের জন্য নিউইয়র্ক শহর থেকে আন্তর্জাতিক সময় ৩টা ৫৫ মিনিটে ফ্লাইট ছাড়া হবে এবং ৯টা ২০ মিনিটে তা তেল আবিবে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৭ মার্চের ফিরতি ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (টিএলভি) থেকে আন্তর্জাতিক সময় ১১টা ৩০ মিনিটে ছাড়া হবে এবং তা ৪টা ৪০ মিনিটে নিউইয়র্ক পৌঁছাবে।
প্রতিবেদনে বলা হয়, আগামী মে মাস নাগাদ নিউইয়র্ক থেকে আরেকটি সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস। কোনো সময়সূচি নির্ধারিত করার আগে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এ অঞ্চলে সংঘর্ষ শুরুর আগে নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও শিকাগো থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করত ইউনাইটেড এয়ারলাইনস।
এ বছরের শেষের দিক থেকে ফ্লাইট পরিচালনা আবার শুরু করতে পারে ডেলটা ও আমেরিকান এয়ারলাইনস। চলতি বছরের এপ্রিলের আগে ফ্লাইট শুরু করার কোনো পরিকল্পনা নেই ডেলটার। এদিকে অন্তত আগামী অক্টোবর পর্যন্ত সেবা বন্ধ রাখতে চায় আমেরিকান এয়ারলাইনস।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৮ ঘণ্টা আগে