
নির্ধারিত চাঁদা দিতে ব্য়র্থ ন্যাটো দেশগুলোতে রাশিয়াকে হামলা করতে উৎসাহ দেওয়ার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন জোট প্রধান জেন্স স্টোলটেনবার্গ।
আজ রোববার এক বিবৃতিতে স্টোলটেনবার্গ বলেন, ‘সদস্য দেশগুলো একে অপরকে সহায়তা করবে না এমন কোনো মন্তব্য যুক্তরাষ্ট্রসহ আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়।’
গতকাল শনিবার এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, তিনি যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে, বহিঃশত্রুতে আক্রান্ত এমন কোনো ন্যাটো সদস্যকে রক্ষা করবেন না—যা তার নির্ধারিত আর্থিক দায় পরিশোধ করতে পারে না। তিনি বরং রাশিয়াকে ওই সব দেশে হামলা করতে উৎসাহিত করবেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বরাবরই পর্যাপ্ত অর্থায়ন না করার কারণে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের সদস্যদের সমালোচনা করেছেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল ট্রাম্পের মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে নিন্দা জানান।
মিশেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স ৭৫ বছর ধরে আমেরিকান, কানাডীয় এবং ইউরোপীয়দের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কাজ করেছে। #ন্যাটোর নিরাপত্তা এবং (অনুচ্ছেদ) ৫–এর সংহতি নিয়ে বেপরোয়া বিবৃতি কেবল পুতিনের স্বার্থ রক্ষা করে এবং এতে বিশ্বে অধিকতর নিরাপত্তা বা শান্তি আসে না।’
ন্যাটোর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫–এ বলা হয়েছে, যদি কোনো ন্যাটো সদস্য দেশ সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের প্রতিটি সদস্যকে অবশ্যই তা পুরো জোটের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে এবং হুমকির মুখে থাকা দেশকে সহায়তা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
আগামী নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হতে পারেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়ার একটি বিল আটকাতে কংগ্রেসে রিপাবলিকানদের ওপর চাপ দিচ্ছেন।
ট্রাম্পের এই মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেন, সাবেক প্রেসিডেন্ট ‘খুনি শাসকদের আমাদের নিকটতম মিত্রদের আক্রমণ করতে উৎসাহিত করছেন’। তিনি এমন মন্তব্যকে ‘ভয়ংকর এবং অযৌক্তিক’ বলে অভিহিত করেন।
রোববার স্টোলটেনবার্গ বলেন, এমন মন্তব্য মার্কিন ও ইউরোপীয় সেনাদের বাড়তি ঝুঁকিতে ফেলেছে। তিনি বলেন, ‘আমি আশা করি, প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই জয়ী হোন না কেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর শক্তিশালী ও প্রতিশ্রুতিবদ্ধ মিত্র হিসেবেই থাকবে।’

নির্ধারিত চাঁদা দিতে ব্য়র্থ ন্যাটো দেশগুলোতে রাশিয়াকে হামলা করতে উৎসাহ দেওয়ার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন জোট প্রধান জেন্স স্টোলটেনবার্গ।
আজ রোববার এক বিবৃতিতে স্টোলটেনবার্গ বলেন, ‘সদস্য দেশগুলো একে অপরকে সহায়তা করবে না এমন কোনো মন্তব্য যুক্তরাষ্ট্রসহ আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়।’
গতকাল শনিবার এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, তিনি যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে, বহিঃশত্রুতে আক্রান্ত এমন কোনো ন্যাটো সদস্যকে রক্ষা করবেন না—যা তার নির্ধারিত আর্থিক দায় পরিশোধ করতে পারে না। তিনি বরং রাশিয়াকে ওই সব দেশে হামলা করতে উৎসাহিত করবেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বরাবরই পর্যাপ্ত অর্থায়ন না করার কারণে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের সদস্যদের সমালোচনা করেছেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল ট্রাম্পের মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে নিন্দা জানান।
মিশেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স ৭৫ বছর ধরে আমেরিকান, কানাডীয় এবং ইউরোপীয়দের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কাজ করেছে। #ন্যাটোর নিরাপত্তা এবং (অনুচ্ছেদ) ৫–এর সংহতি নিয়ে বেপরোয়া বিবৃতি কেবল পুতিনের স্বার্থ রক্ষা করে এবং এতে বিশ্বে অধিকতর নিরাপত্তা বা শান্তি আসে না।’
ন্যাটোর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫–এ বলা হয়েছে, যদি কোনো ন্যাটো সদস্য দেশ সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের প্রতিটি সদস্যকে অবশ্যই তা পুরো জোটের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে এবং হুমকির মুখে থাকা দেশকে সহায়তা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
আগামী নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হতে পারেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়ার একটি বিল আটকাতে কংগ্রেসে রিপাবলিকানদের ওপর চাপ দিচ্ছেন।
ট্রাম্পের এই মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেন, সাবেক প্রেসিডেন্ট ‘খুনি শাসকদের আমাদের নিকটতম মিত্রদের আক্রমণ করতে উৎসাহিত করছেন’। তিনি এমন মন্তব্যকে ‘ভয়ংকর এবং অযৌক্তিক’ বলে অভিহিত করেন।
রোববার স্টোলটেনবার্গ বলেন, এমন মন্তব্য মার্কিন ও ইউরোপীয় সেনাদের বাড়তি ঝুঁকিতে ফেলেছে। তিনি বলেন, ‘আমি আশা করি, প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই জয়ী হোন না কেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর শক্তিশালী ও প্রতিশ্রুতিবদ্ধ মিত্র হিসেবেই থাকবে।’

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১৪ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে