
বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার সরবরাহ সংকট এবং টিকা প্রয়োগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপরীতে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিকেরা ছুটছেন যুক্তরাষ্ট্রে। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০টি দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।
এমনই একজন ‘ভ্যাকসিন টুরিস্ট’ অ্যাম্বার চৌ। হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে ১৮ হাজার ডলার খরচ হলেও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে এসে টিকা নিয়ে তিনি দারুণ খুশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিও প্রতিবেদনে তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমি জানি, এখন আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনই নিজের কাছে নিজেকে সুপার ওমেন বলে মনে হচ্ছে। আমার শিশু সন্তান ও বয়স্ক বাবা–মায়ের সুরক্ষার জন্যও আমার সুরক্ষিত থাকা প্রয়োজন।’
টিকা নিতে আসা আরও দুই নারী বলেন, শুধু ব্রাজিল বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সবাই স্বাভাবিক পৃথিবীতে ফিরতে চাচ্ছে। ভিয়েতনাম থেকে ৮৪ বছরের এক বৃদ্ধাও এখানে এসে টিকা নিয়েছেন।
সানফ্রানসিসকো বিমানবন্দরের কর্মকর্তা ডৌগ অ্যাকেল বলেন, আমাদের টিকা উদ্বৃত্ত রয়েছে। অন্য দেশের লোকদের এই টিকা দিতে পারাটা একটি ভালো বিষয়। আমাদের এই কার্যক্রম অনেকেরই উপকারে আসছে; অন্য দেশের টিকা কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। এ কার্যক্রম চলতে থাকলে আন্তর্জাতিক ভ্রমণের বাধাগুলো কমে আসবে।
প্রসঙ্গত, ১৮ বছরের বেশি বয়স হলে যে কেউ ‘ভ্যাকসিন টুরিস্ট’ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই বিমানবন্দরের কাস্টমস অতিক্রম করার অনুমতি থাকতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার সরবরাহ সংকট এবং টিকা প্রয়োগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপরীতে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিকেরা ছুটছেন যুক্তরাষ্ট্রে। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০টি দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।
এমনই একজন ‘ভ্যাকসিন টুরিস্ট’ অ্যাম্বার চৌ। হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে ১৮ হাজার ডলার খরচ হলেও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে এসে টিকা নিয়ে তিনি দারুণ খুশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিও প্রতিবেদনে তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমি জানি, এখন আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনই নিজের কাছে নিজেকে সুপার ওমেন বলে মনে হচ্ছে। আমার শিশু সন্তান ও বয়স্ক বাবা–মায়ের সুরক্ষার জন্যও আমার সুরক্ষিত থাকা প্রয়োজন।’
টিকা নিতে আসা আরও দুই নারী বলেন, শুধু ব্রাজিল বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সবাই স্বাভাবিক পৃথিবীতে ফিরতে চাচ্ছে। ভিয়েতনাম থেকে ৮৪ বছরের এক বৃদ্ধাও এখানে এসে টিকা নিয়েছেন।
সানফ্রানসিসকো বিমানবন্দরের কর্মকর্তা ডৌগ অ্যাকেল বলেন, আমাদের টিকা উদ্বৃত্ত রয়েছে। অন্য দেশের লোকদের এই টিকা দিতে পারাটা একটি ভালো বিষয়। আমাদের এই কার্যক্রম অনেকেরই উপকারে আসছে; অন্য দেশের টিকা কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। এ কার্যক্রম চলতে থাকলে আন্তর্জাতিক ভ্রমণের বাধাগুলো কমে আসবে।
প্রসঙ্গত, ১৮ বছরের বেশি বয়স হলে যে কেউ ‘ভ্যাকসিন টুরিস্ট’ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই বিমানবন্দরের কাস্টমস অতিক্রম করার অনুমতি থাকতে হবে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৭ ঘণ্টা আগে