
যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলনে বিদায়ী ভাষণে অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাঁকে সম্মেলনে উপস্থিত দলটির প্রতিনিধিরা দাঁড়িয়ে বাইডেনকে সম্মান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মাসখানেক আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। সর্বশেষ গতকাল সোমবার তিনি শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হাজির হয়ে ভাষণ দেন এবং সেখানেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’ এর আগে, মঞ্চে ওঠার সময় ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা বাইডেনের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি জো।’
ভাষণের একপর্যায়ে সম্মেলনে আকস্মিকভাবে হাজির হয়ে বাইডেনকে চমকে দেন তাঁর ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এ সময় হ্যারিস বাইডেনকে ‘দুর্দান্ত’ প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। বাইডেন ভাষণে কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা উভয়ই জানি, আমাদের আরও অনেক কাজ করা বাকি। একই সঙ্গে এটাও বলতে পারি, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’
পরে মনোনীত প্রার্থী হিসেবে সম্মেলনের প্রথম দিনে কথা বলার রেওয়াজ না থাকলেও কমলা হ্যারিস সম্মেলনে কথা বলেন এবং বাইডেনের ব্যাপক প্রশংসা করেন। কমলা বলেন, ‘আমরা একজন অসামান্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের (সম্মেলনের) যাত্রা শুরু করতে চাই। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।’

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলনে বিদায়ী ভাষণে অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাঁকে সম্মেলনে উপস্থিত দলটির প্রতিনিধিরা দাঁড়িয়ে বাইডেনকে সম্মান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মাসখানেক আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। সর্বশেষ গতকাল সোমবার তিনি শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হাজির হয়ে ভাষণ দেন এবং সেখানেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’ এর আগে, মঞ্চে ওঠার সময় ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা বাইডেনের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি জো।’
ভাষণের একপর্যায়ে সম্মেলনে আকস্মিকভাবে হাজির হয়ে বাইডেনকে চমকে দেন তাঁর ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এ সময় হ্যারিস বাইডেনকে ‘দুর্দান্ত’ প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। বাইডেন ভাষণে কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা উভয়ই জানি, আমাদের আরও অনেক কাজ করা বাকি। একই সঙ্গে এটাও বলতে পারি, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’
পরে মনোনীত প্রার্থী হিসেবে সম্মেলনের প্রথম দিনে কথা বলার রেওয়াজ না থাকলেও কমলা হ্যারিস সম্মেলনে কথা বলেন এবং বাইডেনের ব্যাপক প্রশংসা করেন। কমলা বলেন, ‘আমরা একজন অসামান্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের (সম্মেলনের) যাত্রা শুরু করতে চাই। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।’

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৮ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৯ ঘণ্টা আগে