
যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলনে বিদায়ী ভাষণে অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাঁকে সম্মেলনে উপস্থিত দলটির প্রতিনিধিরা দাঁড়িয়ে বাইডেনকে সম্মান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মাসখানেক আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। সর্বশেষ গতকাল সোমবার তিনি শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হাজির হয়ে ভাষণ দেন এবং সেখানেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’ এর আগে, মঞ্চে ওঠার সময় ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা বাইডেনের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি জো।’
ভাষণের একপর্যায়ে সম্মেলনে আকস্মিকভাবে হাজির হয়ে বাইডেনকে চমকে দেন তাঁর ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এ সময় হ্যারিস বাইডেনকে ‘দুর্দান্ত’ প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। বাইডেন ভাষণে কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা উভয়ই জানি, আমাদের আরও অনেক কাজ করা বাকি। একই সঙ্গে এটাও বলতে পারি, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’
পরে মনোনীত প্রার্থী হিসেবে সম্মেলনের প্রথম দিনে কথা বলার রেওয়াজ না থাকলেও কমলা হ্যারিস সম্মেলনে কথা বলেন এবং বাইডেনের ব্যাপক প্রশংসা করেন। কমলা বলেন, ‘আমরা একজন অসামান্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের (সম্মেলনের) যাত্রা শুরু করতে চাই। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।’

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলনে বিদায়ী ভাষণে অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাঁকে সম্মেলনে উপস্থিত দলটির প্রতিনিধিরা দাঁড়িয়ে বাইডেনকে সম্মান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মাসখানেক আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। সর্বশেষ গতকাল সোমবার তিনি শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হাজির হয়ে ভাষণ দেন এবং সেখানেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’ এর আগে, মঞ্চে ওঠার সময় ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা বাইডেনের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি জো।’
ভাষণের একপর্যায়ে সম্মেলনে আকস্মিকভাবে হাজির হয়ে বাইডেনকে চমকে দেন তাঁর ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এ সময় হ্যারিস বাইডেনকে ‘দুর্দান্ত’ প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। বাইডেন ভাষণে কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা উভয়ই জানি, আমাদের আরও অনেক কাজ করা বাকি। একই সঙ্গে এটাও বলতে পারি, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’
পরে মনোনীত প্রার্থী হিসেবে সম্মেলনের প্রথম দিনে কথা বলার রেওয়াজ না থাকলেও কমলা হ্যারিস সম্মেলনে কথা বলেন এবং বাইডেনের ব্যাপক প্রশংসা করেন। কমলা বলেন, ‘আমরা একজন অসামান্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের (সম্মেলনের) যাত্রা শুরু করতে চাই। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১১ ঘণ্টা আগে