
এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে বাইডেন সৌদি আরবও সফর করবেন। সৌদি সফরে তিনি দেশটির ডি–ফ্যাক্টো শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাইডেন প্রশাসনের তরফ থেকে স্থানীয় সময় মঙ্গলবার বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে একাধিকবার বাইডেনের এই সম্ভাব্য সফরের ব্যাপারে বলা হয়েছে। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে যাচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই সফর আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
এই সফরে সৌদি আরবের পাশাপাশি বাইডেন ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও সফর করবেন। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারি জাঁ পিয়ের বলেছেন, এই সফরে বাইডেন জেদ্দায় মিসর, ইরাক এবং জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
বাইডেনের এই সৌদি আরব সফর এবং বিশেষ করে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ বাইডেনের চরিত্রের এক উল্টোদিককে সামনে এনেছে। কারণ, মার্কিন প্রশাসন এবং গোয়েন্দারা সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার সঙ্গে মুহাম্মদ বিন সালমানের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল। জামাল খাসোগি হত্যার পর সৌদি আরব বিশ্ব থেকে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল।
ধারণা করা হচ্ছে, সৌদি সফরে বাইডেন সৌদি আরবের তেল উৎপাদন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন।

এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে বাইডেন সৌদি আরবও সফর করবেন। সৌদি সফরে তিনি দেশটির ডি–ফ্যাক্টো শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাইডেন প্রশাসনের তরফ থেকে স্থানীয় সময় মঙ্গলবার বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে একাধিকবার বাইডেনের এই সম্ভাব্য সফরের ব্যাপারে বলা হয়েছে। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে যাচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই সফর আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
এই সফরে সৌদি আরবের পাশাপাশি বাইডেন ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও সফর করবেন। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারি জাঁ পিয়ের বলেছেন, এই সফরে বাইডেন জেদ্দায় মিসর, ইরাক এবং জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
বাইডেনের এই সৌদি আরব সফর এবং বিশেষ করে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ বাইডেনের চরিত্রের এক উল্টোদিককে সামনে এনেছে। কারণ, মার্কিন প্রশাসন এবং গোয়েন্দারা সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার সঙ্গে মুহাম্মদ বিন সালমানের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল। জামাল খাসোগি হত্যার পর সৌদি আরব বিশ্ব থেকে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল।
ধারণা করা হচ্ছে, সৌদি সফরে বাইডেন সৌদি আরবের তেল উৎপাদন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে