
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়া নিরন্তর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশ সময় বুধবার রাতে একটি ব্রেকিং নিউজে খবরটি জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও একাধিক পদক্ষেপের মাধ্যমে রাশিয়া মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার এমন চেষ্টাকে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
এ বিষয়ে সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনকে প্রভাবিত করতে ক্রেমলিন নিয়ন্ত্রিত মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম মার্কিন ভোটারদের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে বলে জানতে পেরেছে বাইডেন প্রশাসন। তবে আশা করা হচ্ছে, রাশিয়ার এ ধরনের প্রচেষ্টাকে মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করবে হোয়াইট হাউস। এর মধ্যে রাশিয়ার কার্যকলাপের প্রকাশ্য নিন্দা ছাড়াও দেশটির প্রচার যন্ত্রগুলোকে লক্ষ্যবস্তু করে আইনি পদক্ষেপের ঘোষণা দেবে মার্কিন বিচার বিভাগ।
প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, প্রচার অভিযানকে মোকাবিলার জন্য মার্কিন ঘোষণার কেন্দ্র রয়েছে এখন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আরটি’। মার্কিন কর্মকর্তারা এই মাধ্যমটিকে ক্রেমলিনের প্রচার প্রচেষ্টার মূল যন্ত্র হিসেবে দেখেন।
সিএনএনকে চারটি সূত্র নিশ্চিত করেছে, নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার প্রচার অপারেশন আমেরিকান এবং অ-আমেরিকান উভয় ভয়েসের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে রাশিয়া টুডে নামে পরিচিত ‘আরটি’ সংস্থাটি টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম চালায়। ক্রেমলিনের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য এটি বড় ভূমিকা রাখে।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রচেষ্টার পর থেকে আরও বেশি সংখ্যক বিদেশি প্রতিপক্ষ হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়া নিরন্তর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশ সময় বুধবার রাতে একটি ব্রেকিং নিউজে খবরটি জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও একাধিক পদক্ষেপের মাধ্যমে রাশিয়া মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার এমন চেষ্টাকে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
এ বিষয়ে সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনকে প্রভাবিত করতে ক্রেমলিন নিয়ন্ত্রিত মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম মার্কিন ভোটারদের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে বলে জানতে পেরেছে বাইডেন প্রশাসন। তবে আশা করা হচ্ছে, রাশিয়ার এ ধরনের প্রচেষ্টাকে মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করবে হোয়াইট হাউস। এর মধ্যে রাশিয়ার কার্যকলাপের প্রকাশ্য নিন্দা ছাড়াও দেশটির প্রচার যন্ত্রগুলোকে লক্ষ্যবস্তু করে আইনি পদক্ষেপের ঘোষণা দেবে মার্কিন বিচার বিভাগ।
প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, প্রচার অভিযানকে মোকাবিলার জন্য মার্কিন ঘোষণার কেন্দ্র রয়েছে এখন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আরটি’। মার্কিন কর্মকর্তারা এই মাধ্যমটিকে ক্রেমলিনের প্রচার প্রচেষ্টার মূল যন্ত্র হিসেবে দেখেন।
সিএনএনকে চারটি সূত্র নিশ্চিত করেছে, নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার প্রচার অপারেশন আমেরিকান এবং অ-আমেরিকান উভয় ভয়েসের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে রাশিয়া টুডে নামে পরিচিত ‘আরটি’ সংস্থাটি টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম চালায়। ক্রেমলিনের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য এটি বড় ভূমিকা রাখে।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রচেষ্টার পর থেকে আরও বেশি সংখ্যক বিদেশি প্রতিপক্ষ হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে