Ajker Patrika

করোনার টিকা নিলেই গাঁজা ফ্রি!

করোনার টিকা নিলেই গাঁজা ফ্রি!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রাপ্তবয়স্ক যে কোনো  ব্যক্তি করোনার টিকা নিলে বিনা মূল্যে পাবেন গাঁজার একটি ‘জয়েন্ট’। টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘মদ ও গাঁজা বিষয়ক বোর্ড’  (এলসিবি) এ ঘোষণা দিয়েছে।

জানা গেছে, আগামী ১২ জুলাই পর্যন্ত ওয়াশিংটনের বাসিন্দারা এই সুযোগ পাবেন।

 ২০১২ সালে ওয়াশিংটনে বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজা বৈধ করা হয়।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ‘মদ ও গাঁজা বিষয়ক বোর্ড’ (এলসিবি) জানায়, সীমিত সময়ের জন্য টিকা নিলে বিনা মূল্যে পাওয়া যাবে গাঁজার একটি জয়েন্ট। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিনন্দনসূচক এই উপহার দেওয়া হবে না। ২১ বছর বয়স এবং এর বেশি বয়সীরাই টিকা দিলে বিনা মূল্যে গাঁজার জয়েন্ট পাবেন।

ওয়াশিংটনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, অঙ্গরাজ্যটিতে অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্ক এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এর আগেই ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানকে অন্তত করোনার এক ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু দেশটিতে টিকা নেওয়ার গতি কমে আসছে। এমন অবস্থায় নেওয়া হচ্ছে অভিনব এমন নানা পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৩ দশমিক সাত শতাংশ প্রাপ্ত বয়স্ক আমেরিকান এক ডোজ টিকা করোনা টিকা পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত