
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই বন্দুকধারীর নাম রেমন্ড স্পেনসার (২৩)। স্পেনসার শুক্রবার ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলের কাছে পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে স্নাইপিং রাইফেল দিয়ে এলোমেলোভাবে গুলি চালান। এ সময় গুলিতে অন্তত চারজন গুরুতর আহত হন। পরে রেমন্ড স্পেনসার নিজেও আত্মহত্যা করেন।
গুলিতে আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের একজন ৫৪ বছর বয়সী পুরুষ, অপরজন ৩০ বছরের কাছাকাছি বয়েসের একজন নারী। তাঁরা দুজনই গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ১২ বছর বয়েসী এক কিশোরীও তার বাহুতে আঘাতপ্রাপ্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন রেমন্ড স্পেনসার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের বাসিন্দা। তাঁকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরই প্রকাশ করা এক ভিডিও থেকে। যেখানে দেখা যায়, তিনি একটি বিল্ডিংয়ের বেশ কয়েক তলা ওপরে একটি জানালা থেকে স্কুলের দিকে গুলি চালাচ্ছেন। ওই ভিডিওর ক্যাপশনে ভুল বানানে লেখা ছিল ‘শুল শুটিং’ (shool shooting’).
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের প্রধান রবার্ট কন্টি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ভিডিওটি “খুবই বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে”। তবে ফুটেজটি লাইভ স্ট্রিম ছিল, নাকি রেকর্ড করে আপলোড করা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’
রবার্ট কন্টি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পঞ্চম তলায় বন্দুকধারীর অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। কিন্তু যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছায়, ততক্ষণে রেমন্ড তাঁর প্রাণ নিয়ে নিয়েছে। সেখানে তাঁর মরদেহ পড়ে ছিল। পুলিশ সেখানে বেশ কয়েকটি রাইফেলসহ অর্ধডজনেরও বেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ জব্দ করেছে। এর মধ্যে একটি ট্রাইপডে সংযুক্ত অবস্থায় একটি স্নাইপার রাইফেলও রয়েছে।’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই বন্দুকধারীর নাম রেমন্ড স্পেনসার (২৩)। স্পেনসার শুক্রবার ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলের কাছে পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে স্নাইপিং রাইফেল দিয়ে এলোমেলোভাবে গুলি চালান। এ সময় গুলিতে অন্তত চারজন গুরুতর আহত হন। পরে রেমন্ড স্পেনসার নিজেও আত্মহত্যা করেন।
গুলিতে আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের একজন ৫৪ বছর বয়সী পুরুষ, অপরজন ৩০ বছরের কাছাকাছি বয়েসের একজন নারী। তাঁরা দুজনই গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ১২ বছর বয়েসী এক কিশোরীও তার বাহুতে আঘাতপ্রাপ্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন রেমন্ড স্পেনসার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের বাসিন্দা। তাঁকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরই প্রকাশ করা এক ভিডিও থেকে। যেখানে দেখা যায়, তিনি একটি বিল্ডিংয়ের বেশ কয়েক তলা ওপরে একটি জানালা থেকে স্কুলের দিকে গুলি চালাচ্ছেন। ওই ভিডিওর ক্যাপশনে ভুল বানানে লেখা ছিল ‘শুল শুটিং’ (shool shooting’).
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের প্রধান রবার্ট কন্টি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ভিডিওটি “খুবই বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে”। তবে ফুটেজটি লাইভ স্ট্রিম ছিল, নাকি রেকর্ড করে আপলোড করা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’
রবার্ট কন্টি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পঞ্চম তলায় বন্দুকধারীর অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। কিন্তু যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছায়, ততক্ষণে রেমন্ড তাঁর প্রাণ নিয়ে নিয়েছে। সেখানে তাঁর মরদেহ পড়ে ছিল। পুলিশ সেখানে বেশ কয়েকটি রাইফেলসহ অর্ধডজনেরও বেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ জব্দ করেছে। এর মধ্যে একটি ট্রাইপডে সংযুক্ত অবস্থায় একটি স্নাইপার রাইফেলও রয়েছে।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে