
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে নির্বাচনী প্রচারণায় নিজের সংগীত ব্যবহার না করতে বলেছে এমিনেম। সোমবার প্রকাশিত একটি চিঠিতে মার্কিন র্যাপারের এই প্রতিক্রিয়া জানায় বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।
এমিনেমের গানের স্বত্বাধিকারী বিএমআই ২৩ অগাস্ট প্রকাশিত চিঠিতে র্যাপারের অনুরোধের ভিত্তিতে রামস্বামীর প্রচারাভিযানের জন্য এমিনেমের সংগীত ব্যবহারের অনুমোদন দেবে না বলে জানিয়ে দেয়।
ডেইলি মেইলে প্রথম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, এমিনেম নামে সংগীত জগতে পরিচিত মার্শাল বি. ম্যাথার্স স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বিএমআইকে বিবেক রামাস্বামীর প্রচারাভিযানের সংগীত ব্যবহারে আপত্তির কথা জানায়। ওই চিঠিতে বিএমআইয়ের সঙ্গে চুক্তি থেকে এমিনেমের সব সংগীত সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় এমিনেম।
রামাস্বামীর প্রচারণা শিবির সিএনএনকে বলেছে, তারা এমিনেমের আপত্তি মেনে র্যাপারের সংগীত আর ব্যবহার করবে না।
ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী একটি বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী। প্রার্থিতার দৌড়ে নামার আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে তাঁর সমর্থন বাড়ছে।
৩৮ বছর বয়সী রামাস্বামী গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর কেন্দ্রে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক রামাস্বামী তাঁর অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্পের পর দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসের জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তাঁকে।
প্রাথমিক দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প গত সপ্তাহে প্রথম বিতর্ক এড়িয়ে গেছেন। তবে পরে তিনি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে নির্বাচনী প্রচারণায় নিজের সংগীত ব্যবহার না করতে বলেছে এমিনেম। সোমবার প্রকাশিত একটি চিঠিতে মার্কিন র্যাপারের এই প্রতিক্রিয়া জানায় বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।
এমিনেমের গানের স্বত্বাধিকারী বিএমআই ২৩ অগাস্ট প্রকাশিত চিঠিতে র্যাপারের অনুরোধের ভিত্তিতে রামস্বামীর প্রচারাভিযানের জন্য এমিনেমের সংগীত ব্যবহারের অনুমোদন দেবে না বলে জানিয়ে দেয়।
ডেইলি মেইলে প্রথম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, এমিনেম নামে সংগীত জগতে পরিচিত মার্শাল বি. ম্যাথার্স স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বিএমআইকে বিবেক রামাস্বামীর প্রচারাভিযানের সংগীত ব্যবহারে আপত্তির কথা জানায়। ওই চিঠিতে বিএমআইয়ের সঙ্গে চুক্তি থেকে এমিনেমের সব সংগীত সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় এমিনেম।
রামাস্বামীর প্রচারণা শিবির সিএনএনকে বলেছে, তারা এমিনেমের আপত্তি মেনে র্যাপারের সংগীত আর ব্যবহার করবে না।
ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী একটি বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী। প্রার্থিতার দৌড়ে নামার আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে তাঁর সমর্থন বাড়ছে।
৩৮ বছর বয়সী রামাস্বামী গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর কেন্দ্রে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক রামাস্বামী তাঁর অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্পের পর দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসের জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তাঁকে।
প্রাথমিক দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প গত সপ্তাহে প্রথম বিতর্ক এড়িয়ে গেছেন। তবে পরে তিনি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন।

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
১ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে ‘তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছিল।
২ ঘণ্টা আগে