
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে