
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
১ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
২ ঘণ্টা আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে