
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে