
প্রলয়ংকরী ঝড় হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ ক্যারোলিনায় হারিকেন ইয়ান আছড়ে পড়ে এবং ফ্লোরিডাজুড়ে তাণ্ডব চালালে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার বিকেলে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ঝড়টি আছড়ে পড়ে। রাতে ঝাড়টি ঘণ্টায় ৬০ মাইল বেগে প্রবাহিত হতে শুরু করে। এরপর রাতারাতি ঝড়টি দুর্বল হয়ে শনিবারে ভার্জিনিয়ার দিকে অগ্রসর হয়ে থেমে যায়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ব্যাপক ঝড়ের কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা এবং দক্ষিণ-পূর্ব ভার্জিনিয়ার কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
দুই দিন আগে ইয়ান হারিকেন ক্যাটাগরি-৪ হিসেবে ফ্লোরিডায় আঘাত হেনেছিল। সে সময় ইয়ানের আঘাতে উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বন্যার পানিতে রাস্তা-ঘাট ভেসে গেছে।
গতকাল রাতের ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। দক্ষিণ ক্যারোলিনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির হিসাব করতে শুরু করেছে। অন্যদিকে চার্লসটন থেকে প্রায় ৭০ মাইল উত্তরের পাওলিস দ্বীপের কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির তালিকা করতে শুরু করেছে।
সিএনএন জানিয়েছে, ফ্লোরিডা রাজ্যের চেরি গ্রোভ ও পাওলিস দ্বীপ ঝড়ের কারণে আংশিকভাবে ভেঙে পড়েছে। পাওলিস দ্বীপের পুলিশ বলেছে, নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা দ্বীপে কাউকে ফিরতে দিচ্ছে না।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন ইয়ান যে ধ্বংসলীলা চালিয়েছে, তা কাটিয়ে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে। ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঝড় বলেও অভিহিত করেছেন তিনি।

প্রলয়ংকরী ঝড় হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ ক্যারোলিনায় হারিকেন ইয়ান আছড়ে পড়ে এবং ফ্লোরিডাজুড়ে তাণ্ডব চালালে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার বিকেলে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ঝড়টি আছড়ে পড়ে। রাতে ঝাড়টি ঘণ্টায় ৬০ মাইল বেগে প্রবাহিত হতে শুরু করে। এরপর রাতারাতি ঝড়টি দুর্বল হয়ে শনিবারে ভার্জিনিয়ার দিকে অগ্রসর হয়ে থেমে যায়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ব্যাপক ঝড়ের কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা এবং দক্ষিণ-পূর্ব ভার্জিনিয়ার কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
দুই দিন আগে ইয়ান হারিকেন ক্যাটাগরি-৪ হিসেবে ফ্লোরিডায় আঘাত হেনেছিল। সে সময় ইয়ানের আঘাতে উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বন্যার পানিতে রাস্তা-ঘাট ভেসে গেছে।
গতকাল রাতের ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। দক্ষিণ ক্যারোলিনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির হিসাব করতে শুরু করেছে। অন্যদিকে চার্লসটন থেকে প্রায় ৭০ মাইল উত্তরের পাওলিস দ্বীপের কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির তালিকা করতে শুরু করেছে।
সিএনএন জানিয়েছে, ফ্লোরিডা রাজ্যের চেরি গ্রোভ ও পাওলিস দ্বীপ ঝড়ের কারণে আংশিকভাবে ভেঙে পড়েছে। পাওলিস দ্বীপের পুলিশ বলেছে, নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা দ্বীপে কাউকে ফিরতে দিচ্ছে না।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন ইয়ান যে ধ্বংসলীলা চালিয়েছে, তা কাটিয়ে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে। ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঝড় বলেও অভিহিত করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১১ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে