
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বাধ্য করবে এমন এক বিল পাস করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভস। ইসরায়েলে বোমা সরবরাহে বিলম্ব এবং গাজায় বেসামরিকদের রক্ষায় ইসরায়েলের আরও করণীয় আছে বলে মন্তব্য করায় গতকাল বৃহস্পতিবার এই বিল পাসের সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে খবরটি জানা গেছে।
ইসরায়েল নিরাপত্তা সহায়তা বিলটির পক্ষে ভোট পড়েছে ২২৪টি, বিপক্ষে ১৮৭। ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পক্ষে রিপাবলিকানদের সঙ্গে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৬ জন ডেমোক্র্যাট। অন্যদিকে তিনজন রিপাবলিকান এই বিলের বিরোধিতা করে যোগ দিয়েছেন বেশির ভাগ ডেমোক্র্যাটের সঙ্গে।
বিলটি আইনে পরিণত হবে এমনটা সম্ভাবনা কম। আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। আর সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে এই বিল পাস হওয়ায় আরও স্পষ্ট হলো গাজা-ইসরায়েল সম্পর্কিত মার্কিন নীতির বিভাজন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় ইসরায়েলের অভিযানে অন্তত ৩৫ হাজার ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। খাবার, পানি ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে গাজার লাখ লাখ বাসিন্দা। এ অবস্থায় ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত থাকায় সমালোচনায় মুখর বিশ্বের অনেক প্রান্ত।
এদিকে, বাইডেনের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অভিযোগ করেছে রিপাবলিকানরা। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বাইডেনের সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। এই সিদ্ধান্ত স্পষ্টতই রাজনৈতিক দিক বিবেচনা করে নেওয়া হয়েছে। আমরা এটা হতে দিতে পারি না।’
এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরা ইসরায়েল নিয়ে বাইডেনের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছে। ভোটের আগে হাউসের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস সংবাদ সম্মেলনে বলেন, এটি আইন প্রণয়নের জন্য কোনো গুরুতর প্রচেষ্টা নয়। এ কারণেই হাউস ডেমোক্রেটিক ককাসের সবচেয়ে ইসরায়েলপন্থী সদস্যদের মধ্যে কেউ কেউ ‘না’ ভোটও দেবেন।
গত কয়েক দশক ধরেই সবচেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা পেয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলে কয়েক দিন আগে ৯০০ কেজি বোমার চালান পাঠাতে বিলম্ব করেছিল মার্কিন প্রশাসন। তা সত্ত্বেও কয়েক শ কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে পারে ইসরায়েল।
সেই সঙ্গে ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র দিতে চায় বলে কংগ্রেসকে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন প্রশাসনের দেওয়া এই চালানের মধ্যে থাকবে ট্যাংক রাউন্ড, মর্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বাধ্য করবে এমন এক বিল পাস করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভস। ইসরায়েলে বোমা সরবরাহে বিলম্ব এবং গাজায় বেসামরিকদের রক্ষায় ইসরায়েলের আরও করণীয় আছে বলে মন্তব্য করায় গতকাল বৃহস্পতিবার এই বিল পাসের সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে খবরটি জানা গেছে।
ইসরায়েল নিরাপত্তা সহায়তা বিলটির পক্ষে ভোট পড়েছে ২২৪টি, বিপক্ষে ১৮৭। ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পক্ষে রিপাবলিকানদের সঙ্গে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৬ জন ডেমোক্র্যাট। অন্যদিকে তিনজন রিপাবলিকান এই বিলের বিরোধিতা করে যোগ দিয়েছেন বেশির ভাগ ডেমোক্র্যাটের সঙ্গে।
বিলটি আইনে পরিণত হবে এমনটা সম্ভাবনা কম। আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। আর সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে এই বিল পাস হওয়ায় আরও স্পষ্ট হলো গাজা-ইসরায়েল সম্পর্কিত মার্কিন নীতির বিভাজন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় ইসরায়েলের অভিযানে অন্তত ৩৫ হাজার ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। খাবার, পানি ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে গাজার লাখ লাখ বাসিন্দা। এ অবস্থায় ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত থাকায় সমালোচনায় মুখর বিশ্বের অনেক প্রান্ত।
এদিকে, বাইডেনের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অভিযোগ করেছে রিপাবলিকানরা। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বাইডেনের সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। এই সিদ্ধান্ত স্পষ্টতই রাজনৈতিক দিক বিবেচনা করে নেওয়া হয়েছে। আমরা এটা হতে দিতে পারি না।’
এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরা ইসরায়েল নিয়ে বাইডেনের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছে। ভোটের আগে হাউসের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস সংবাদ সম্মেলনে বলেন, এটি আইন প্রণয়নের জন্য কোনো গুরুতর প্রচেষ্টা নয়। এ কারণেই হাউস ডেমোক্রেটিক ককাসের সবচেয়ে ইসরায়েলপন্থী সদস্যদের মধ্যে কেউ কেউ ‘না’ ভোটও দেবেন।
গত কয়েক দশক ধরেই সবচেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা পেয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলে কয়েক দিন আগে ৯০০ কেজি বোমার চালান পাঠাতে বিলম্ব করেছিল মার্কিন প্রশাসন। তা সত্ত্বেও কয়েক শ কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে পারে ইসরায়েল।
সেই সঙ্গে ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র দিতে চায় বলে কংগ্রেসকে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন প্রশাসনের দেওয়া এই চালানের মধ্যে থাকবে ট্যাংক রাউন্ড, মর্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৮ মিনিট আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩০ মিনিট আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। আজ রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তবে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।
১ ঘণ্টা আগে