আজকের পত্রিকা ডেস্ক

দীর্ঘ ২৩৪ বছর ধরে এক সেন্টের পয়সা বা ‘পেনি’ তৈরি করে আসছে যুক্তরাষ্ট্র সরকার। এবার এই পয়সার উৎপাদন বন্ধ করার পরিকল্পনা নিয়েছে দেশটি। তবে উৎপাদন বন্ধ করলেও শিগগিরই পয়সার ব্যবহার বাতিল হয়ে যাবে—এমন নয়। যুক্তরাষ্ট্র জুড়ে লাখ লাখ দোকানে এটি চালু থাকবে এবং এটি আইনসম্মত মুদ্রা হিসেবেই বিবেচিত হবে।
রোববার সিএনএন জানিয়েছে, আগামী বছরের শুরু থেকেই ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে পয়সার উৎপাদন বন্ধ করা হবে। গত বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট এক ঘোষণায় এই তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় খুচরা দোকান সমিতির মুখপাত্র জেফ লেনার্ড সিএনএনকে বলেন, ‘কানাডার অভিজ্ঞতা বলছে, তারা পেনির উৎপাদন বন্ধ করলেও প্রথম বছরে লেনদেনে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি।’ তাঁর মতে, খুচরা দোকানগুলোতে প্রতিদিন প্রায় ৩ কোটি ২০ লাখ পয়সার নগদ লেনদেন হয়—যা মোট খুচরা বিক্রির প্রায় ২০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ‘জাতীয় খুচরা বিক্রেতা ফেডারেশন’ জানিয়েছে, আগামী বছর উৎপাদন বন্ধ হওয়ার পরও তাদের সদস্য দোকানগুলো পেনির ব্যবহার চালিয়ে যাবে। তবে ব্যাংকে পেনির সরবরাহ কমে গেলে অনেকেই নগদ লেনদেন কাছাকাছি পাঁচ সেন্টে মিল করে নিতে পারে।
‘জাতীয় খুচরা বিক্রেতা ফেডারেশন’-এর সিনিয়র পরিচালক ডিলান জিয়ন বলেন, ‘ক্রেতাদের সেবা দেওয়া এবং রূপান্তর প্রক্রিয়াকে যতটা সম্ভব সহজ রাখা আমাদের প্রধান লক্ষ্য।’
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের হিসেবে, বর্তমানে বাজারে আনুমানিক ১১৪ বিলিয়ন পেনি রয়েছে। তবে এগুলোর একটি বড় অংশই এখন ব্যবহার বহির্ভূত। বিশেষ করে—বিভিন্ন বাসায় পয়সা রাখার ব্যাংক, টেবিলের ড্রয়ার কিংবা আলমারিতে ধুলোমাখা অবস্থায় পড়ে আছে।
তথ্য বলছে, এই বিপুল পরিমাণ পেনি দিয়ে প্রায় ১৩ তলা সমান একটি ঘন ঘনক তৈরি করা যাবে! মানুষ অনেক সময়ই পেনি রাখে না। দোকানের কাউন্টারে রাখা দানপাত্রেই রেখে দেয়।
লেনার্ড বলেন, বাজারে এখনো বিপুল পরিমাণ পেনি থাকায় দোকানগুলো কিছুদিনের জন্য অভাব বোধ করবে না। তবে ধীরে ধীরে ব্যাংকগুলো নতুন পেনি দেওয়া বন্ধ করলে দোকানগুলো স্বেচ্ছায় পাঁচ সেন্টে লেনদেন রাউন্ড করতে শুরু করবে। এটি কোনো সরকারি নিয়ম নয়, বরং প্রতিটি দোকানের নিজস্ব সিদ্ধান্ত হবে।
এদিকে কার্ড কিংবা ইলেকট্রনিক লেনদেনে পেনি পর্যন্ত হিসাব চলবে; কেবল নগদ লেনদেনেই কম কিংবা বেশিতে রাউন্ড ফিগার প্রযোজ্য হবে।
কানাডা ২০১২ সালেই পেনি তৈরি বন্ধ করে দিয়েছে। তারপরও দেশটিতে এখনো এটির ব্যবহার রয়ে গেছে। এটি এখনো আইনসম্মত মুদ্রা। অর্থাৎ, কেউ চাইলে এখনো পেনি দিয়ে কানাডায় পণ্য কিনতে পারেন। একই বাস্তবতা যুক্তরাষ্ট্রেও হবে বলে লেনার্ড আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘খুচরা ব্যবসার একটা কথা আছে—একটা পেনির জন্য কখনো একজন ক্রেতা হারিয়ো না। এখন মনে হচ্ছে, কথাটা আরও গভীরভাবে সত্য।’

দীর্ঘ ২৩৪ বছর ধরে এক সেন্টের পয়সা বা ‘পেনি’ তৈরি করে আসছে যুক্তরাষ্ট্র সরকার। এবার এই পয়সার উৎপাদন বন্ধ করার পরিকল্পনা নিয়েছে দেশটি। তবে উৎপাদন বন্ধ করলেও শিগগিরই পয়সার ব্যবহার বাতিল হয়ে যাবে—এমন নয়। যুক্তরাষ্ট্র জুড়ে লাখ লাখ দোকানে এটি চালু থাকবে এবং এটি আইনসম্মত মুদ্রা হিসেবেই বিবেচিত হবে।
রোববার সিএনএন জানিয়েছে, আগামী বছরের শুরু থেকেই ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে পয়সার উৎপাদন বন্ধ করা হবে। গত বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট এক ঘোষণায় এই তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় খুচরা দোকান সমিতির মুখপাত্র জেফ লেনার্ড সিএনএনকে বলেন, ‘কানাডার অভিজ্ঞতা বলছে, তারা পেনির উৎপাদন বন্ধ করলেও প্রথম বছরে লেনদেনে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি।’ তাঁর মতে, খুচরা দোকানগুলোতে প্রতিদিন প্রায় ৩ কোটি ২০ লাখ পয়সার নগদ লেনদেন হয়—যা মোট খুচরা বিক্রির প্রায় ২০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ‘জাতীয় খুচরা বিক্রেতা ফেডারেশন’ জানিয়েছে, আগামী বছর উৎপাদন বন্ধ হওয়ার পরও তাদের সদস্য দোকানগুলো পেনির ব্যবহার চালিয়ে যাবে। তবে ব্যাংকে পেনির সরবরাহ কমে গেলে অনেকেই নগদ লেনদেন কাছাকাছি পাঁচ সেন্টে মিল করে নিতে পারে।
‘জাতীয় খুচরা বিক্রেতা ফেডারেশন’-এর সিনিয়র পরিচালক ডিলান জিয়ন বলেন, ‘ক্রেতাদের সেবা দেওয়া এবং রূপান্তর প্রক্রিয়াকে যতটা সম্ভব সহজ রাখা আমাদের প্রধান লক্ষ্য।’
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের হিসেবে, বর্তমানে বাজারে আনুমানিক ১১৪ বিলিয়ন পেনি রয়েছে। তবে এগুলোর একটি বড় অংশই এখন ব্যবহার বহির্ভূত। বিশেষ করে—বিভিন্ন বাসায় পয়সা রাখার ব্যাংক, টেবিলের ড্রয়ার কিংবা আলমারিতে ধুলোমাখা অবস্থায় পড়ে আছে।
তথ্য বলছে, এই বিপুল পরিমাণ পেনি দিয়ে প্রায় ১৩ তলা সমান একটি ঘন ঘনক তৈরি করা যাবে! মানুষ অনেক সময়ই পেনি রাখে না। দোকানের কাউন্টারে রাখা দানপাত্রেই রেখে দেয়।
লেনার্ড বলেন, বাজারে এখনো বিপুল পরিমাণ পেনি থাকায় দোকানগুলো কিছুদিনের জন্য অভাব বোধ করবে না। তবে ধীরে ধীরে ব্যাংকগুলো নতুন পেনি দেওয়া বন্ধ করলে দোকানগুলো স্বেচ্ছায় পাঁচ সেন্টে লেনদেন রাউন্ড করতে শুরু করবে। এটি কোনো সরকারি নিয়ম নয়, বরং প্রতিটি দোকানের নিজস্ব সিদ্ধান্ত হবে।
এদিকে কার্ড কিংবা ইলেকট্রনিক লেনদেনে পেনি পর্যন্ত হিসাব চলবে; কেবল নগদ লেনদেনেই কম কিংবা বেশিতে রাউন্ড ফিগার প্রযোজ্য হবে।
কানাডা ২০১২ সালেই পেনি তৈরি বন্ধ করে দিয়েছে। তারপরও দেশটিতে এখনো এটির ব্যবহার রয়ে গেছে। এটি এখনো আইনসম্মত মুদ্রা। অর্থাৎ, কেউ চাইলে এখনো পেনি দিয়ে কানাডায় পণ্য কিনতে পারেন। একই বাস্তবতা যুক্তরাষ্ট্রেও হবে বলে লেনার্ড আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘খুচরা ব্যবসার একটা কথা আছে—একটা পেনির জন্য কখনো একজন ক্রেতা হারিয়ো না। এখন মনে হচ্ছে, কথাটা আরও গভীরভাবে সত্য।’

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
১৫ মিনিট আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১২ ঘণ্টা আগে