
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস মামলায় নিউইয়র্কের ম্যানহাটানের আদালত থেকে ফ্লোরিডায় ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে নিজ রিসোর্ট মার-এ-লাগোয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশটা এখন জাহান্নামে পরিণত হচ্ছে।’
বিচারের মুখোমুখি করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি কখনো ভাবতে পারিনি আমেরিকায় এমন কিছু ঘটতে পারে। আমার একমাত্র অপরাধ হলো, যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের হাত থেকে নির্ভীকভাবে জাতিকে রক্ষা করা।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোয়িং ৭৫৭ উড়োজাহাজে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ট্রাম্প।
২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কে যান ট্রাম্প। আঙুলের ছাপ দেওয়া ও ছবি তোলাসহ কিছু কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। তবে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কিছুক্ষণ পরেই মুক্তি পান তিনি। এরপর নিজের গাড়িবহরে করে আদালত ছাড়েন সাবেক প্রেসিডেন্ট। আগামী ৪ ডিসেম্বর ট্রাম্পের উপস্থিতিতে এ মামলার শুনানি হবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন। আর এ ঘটনায় ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে, নাকি উল্টো শাপে বর হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিশ্লেষকেরা বলছেন, আইনগত দিক থেকে ট্রাম্পের জন্য এই মামলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা সৃষ্টি করবে না।

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস মামলায় নিউইয়র্কের ম্যানহাটানের আদালত থেকে ফ্লোরিডায় ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে নিজ রিসোর্ট মার-এ-লাগোয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশটা এখন জাহান্নামে পরিণত হচ্ছে।’
বিচারের মুখোমুখি করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি কখনো ভাবতে পারিনি আমেরিকায় এমন কিছু ঘটতে পারে। আমার একমাত্র অপরাধ হলো, যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের হাত থেকে নির্ভীকভাবে জাতিকে রক্ষা করা।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোয়িং ৭৫৭ উড়োজাহাজে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ট্রাম্প।
২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কে যান ট্রাম্প। আঙুলের ছাপ দেওয়া ও ছবি তোলাসহ কিছু কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। তবে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কিছুক্ষণ পরেই মুক্তি পান তিনি। এরপর নিজের গাড়িবহরে করে আদালত ছাড়েন সাবেক প্রেসিডেন্ট। আগামী ৪ ডিসেম্বর ট্রাম্পের উপস্থিতিতে এ মামলার শুনানি হবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন। আর এ ঘটনায় ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে, নাকি উল্টো শাপে বর হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিশ্লেষকেরা বলছেন, আইনগত দিক থেকে ট্রাম্পের জন্য এই মামলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা সৃষ্টি করবে না।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১২ ঘণ্টা আগে