
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ১১ নারীকে আপত্তিকর স্পর্শ করেছেন, চুমু ও অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এভাবে আইন লঙ্ঘন করে তিনি কর্মস্থলকে 'বিষাক্ত' করে তোলেন। কুমোর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তে এসব ঘটনার প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল জানান, হোয়াইট হাউস কুমোর এসব কর্মকাণ্ডকে ঘৃণ্য বলে উল্লেখ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পাঁচ মাস ধরে স্বাধীন ও গভীরতর তদন্ত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) এই তদন্তের ফল প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তদন্তে উঠে আসা বিষয়গুলো সংবাদ সম্মেলনে উপস্থাপনের পরে একটি রেকর্ড করা বিবৃতি চালু করেন লেটিটিয়া। সেই রেকর্ডে কুমো বলেন, তিনি কোন অনুপযুক্ত কাজ করেননি এবং পদত্যাগের কোনো পরিকল্পনাও নেই। দেওয়ানি তদন্তও কুমোর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অভিযোগ আনবে না।
কুমো তৃতীয় মেয়াদে ডেমোক্রেটিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সাল থেকে তিনি এই পদে আছেন। এই তদন্তের ফলকে তিনি ভুল এবং অন্যায্য মনে করেন। কুমোর অভিযোগ, তাঁর কথা, অঙ্গভঙ্গি এবং আচরণের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে সব সময় নারীদের প্রতি তাঁকে আকৃষ্ট দেখানো হয়েছে।
কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের অনুসন্ধান করে ১৬৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছে তদন্তকারীরা। একসময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা কুমোর জন্য এই ফল বিধ্বংসীই হলো। এ ফল তাঁর প্রশাসনকেও বাধাগ্রস্ত করতে পারে।
এ তদন্ত প্রসঙ্গে ডেমোক্র্যাট জেমস বলেন, 'এই তদন্তে যা বেরিয়ে এসেছে তা নিউইয়র্ক রাজ্যের গভর্নরের আচরণের একটি বিরক্তিকর রূপ। এই ১১ জন নারী প্রতিকূল এবং বিষাক্ত পরিবেশে কাজ করেছেন।'
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন (কুমোর সহকর্মী ডেমোক্র্যাট) আগেই বলেছিলেন যে তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে কুমোর পদত্যাগ করা উচিত। প্রেসিডেন্ট বাইডেন আগামী দুদিন পরে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দেবেন বলেও জানান এ মুখপাত্র।
সাকি আরও বলেন, 'আমি জানি না এমন কেউ আছে কিনা যে সকালে এই ব্রিফিং (জেমসের ব্রিফিং) দেখেছে এবং অভিযোগগুলোকে ঘৃণ্য মনে করেনি। আমার কাছে অবশ্যই ঘৃণ্য মনে হয়েছে।'
প্রতিবেদনের ফল প্রকাশের পর কিছু মার্কিন আইন প্রণেতা এবং নিউইয়র্কের সিনিয়র ডেমোক্র্যাট কুমোর পদত্যাগের দাবি তোলেন। তবে কুমোর যে সহসাই পদত্যাগ করার কোন ইচ্ছা নেই তাও তাঁর কথায় পরিষ্কার। করোনাকালে টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠা কুমো স্পষ্ট বললেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ের কাজ থেকে আমি 'বিভ্রান্ত হব না'। কুমো বলেন, 'আমি চাই তোমরা আমার কাছ থেকে সরাসরি জানো যে আমি কখনো কাউকে অনুপযুক্তভাবে স্পর্শ করিনি বা যৌন হয়রানি করিনি। আমার বয়স এখন ৬৩ বছর। আমি আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবন জনসাধারণের চোখের সামনে কাটিয়েছি। এটা আমি নই। এবং আমি কখনোই এমন ছিলাম না।'
প্রসঙ্গত, গভর্নর কুমো তিন প্রাপ্তবয়স্ক কন্যার তালাকপ্রাপ্ত বাবা। প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়—'রাষ্ট্রের একজন নারী সৈন্য অ্যান ক্লার্ক কুমোর লক্ষ্যবস্তু হয়েছিল। একদিন লিফটে কুমো ক্লার্কের পেছনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে তিনি একটি আঙুল ক্লার্কের ঘার থেকে স্পর্শ করে মেরুদণ্ড বেয়ে নিচে নামিয়ে এনে বলেন 'আরে তুমি'। কুমো আরেকটি হাত ক্লার্কের পেট থেকে শুরু করে হিপ পর্যন্ত নিয়ে আসেন। ওই দিন কুমো তাঁর বুকের ব্যক্তিগত অঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল।'

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ১১ নারীকে আপত্তিকর স্পর্শ করেছেন, চুমু ও অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এভাবে আইন লঙ্ঘন করে তিনি কর্মস্থলকে 'বিষাক্ত' করে তোলেন। কুমোর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তে এসব ঘটনার প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল জানান, হোয়াইট হাউস কুমোর এসব কর্মকাণ্ডকে ঘৃণ্য বলে উল্লেখ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পাঁচ মাস ধরে স্বাধীন ও গভীরতর তদন্ত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) এই তদন্তের ফল প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তদন্তে উঠে আসা বিষয়গুলো সংবাদ সম্মেলনে উপস্থাপনের পরে একটি রেকর্ড করা বিবৃতি চালু করেন লেটিটিয়া। সেই রেকর্ডে কুমো বলেন, তিনি কোন অনুপযুক্ত কাজ করেননি এবং পদত্যাগের কোনো পরিকল্পনাও নেই। দেওয়ানি তদন্তও কুমোর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অভিযোগ আনবে না।
কুমো তৃতীয় মেয়াদে ডেমোক্রেটিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সাল থেকে তিনি এই পদে আছেন। এই তদন্তের ফলকে তিনি ভুল এবং অন্যায্য মনে করেন। কুমোর অভিযোগ, তাঁর কথা, অঙ্গভঙ্গি এবং আচরণের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে সব সময় নারীদের প্রতি তাঁকে আকৃষ্ট দেখানো হয়েছে।
কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের অনুসন্ধান করে ১৬৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছে তদন্তকারীরা। একসময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা কুমোর জন্য এই ফল বিধ্বংসীই হলো। এ ফল তাঁর প্রশাসনকেও বাধাগ্রস্ত করতে পারে।
এ তদন্ত প্রসঙ্গে ডেমোক্র্যাট জেমস বলেন, 'এই তদন্তে যা বেরিয়ে এসেছে তা নিউইয়র্ক রাজ্যের গভর্নরের আচরণের একটি বিরক্তিকর রূপ। এই ১১ জন নারী প্রতিকূল এবং বিষাক্ত পরিবেশে কাজ করেছেন।'
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন (কুমোর সহকর্মী ডেমোক্র্যাট) আগেই বলেছিলেন যে তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে কুমোর পদত্যাগ করা উচিত। প্রেসিডেন্ট বাইডেন আগামী দুদিন পরে এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দেবেন বলেও জানান এ মুখপাত্র।
সাকি আরও বলেন, 'আমি জানি না এমন কেউ আছে কিনা যে সকালে এই ব্রিফিং (জেমসের ব্রিফিং) দেখেছে এবং অভিযোগগুলোকে ঘৃণ্য মনে করেনি। আমার কাছে অবশ্যই ঘৃণ্য মনে হয়েছে।'
প্রতিবেদনের ফল প্রকাশের পর কিছু মার্কিন আইন প্রণেতা এবং নিউইয়র্কের সিনিয়র ডেমোক্র্যাট কুমোর পদত্যাগের দাবি তোলেন। তবে কুমোর যে সহসাই পদত্যাগ করার কোন ইচ্ছা নেই তাও তাঁর কথায় পরিষ্কার। করোনাকালে টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠা কুমো স্পষ্ট বললেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ের কাজ থেকে আমি 'বিভ্রান্ত হব না'। কুমো বলেন, 'আমি চাই তোমরা আমার কাছ থেকে সরাসরি জানো যে আমি কখনো কাউকে অনুপযুক্তভাবে স্পর্শ করিনি বা যৌন হয়রানি করিনি। আমার বয়স এখন ৬৩ বছর। আমি আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবন জনসাধারণের চোখের সামনে কাটিয়েছি। এটা আমি নই। এবং আমি কখনোই এমন ছিলাম না।'
প্রসঙ্গত, গভর্নর কুমো তিন প্রাপ্তবয়স্ক কন্যার তালাকপ্রাপ্ত বাবা। প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়—'রাষ্ট্রের একজন নারী সৈন্য অ্যান ক্লার্ক কুমোর লক্ষ্যবস্তু হয়েছিল। একদিন লিফটে কুমো ক্লার্কের পেছনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে তিনি একটি আঙুল ক্লার্কের ঘার থেকে স্পর্শ করে মেরুদণ্ড বেয়ে নিচে নামিয়ে এনে বলেন 'আরে তুমি'। কুমো আরেকটি হাত ক্লার্কের পেট থেকে শুরু করে হিপ পর্যন্ত নিয়ে আসেন। ওই দিন কুমো তাঁর বুকের ব্যক্তিগত অঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল।'

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১০ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
১১ ঘণ্টা আগে