
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে গাজার ফিলিস্তিনিরা। এ অবস্থায় ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল বুধবার তিনি ইসরায়েলে পৌঁছাবেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল সফরে চলমান যুদ্ধ নিয়ে দেশটির নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বাইডেন। এ ছাড়া বাইডেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন। এর বাইরে তিন তেল আবিব থেকে জর্ডানের রাজধানী আম্মানও সফর করবেন। সেখানে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলবেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি বলেছেন, ‘আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় হামাস যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের লক্ষ্যে লড়ছে না, সে বিষয়টি তুলে ধরবেন। এ ছাড়া তিনি গাজার বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করবেন।’
এদিকে অবরুদ্ধ গাজাবাসীর জন্য আন্তর্জাতিক সহায়তা নিশ্চিতের লক্ষ্যে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে এ কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, ‘আমাদের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি পরিকল্পনা তৈরি করতে সম্মত হয়েছে, যা দাতা ও বহুপক্ষীয় সংস্থাগুলো থেকে গাজার বেসামরিক লোকদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করবে।’
অন্যদিকে, বিগত ২৪ ঘণ্টায় (সোমবার) ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২৫৪ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অন্তত ৫৬২ জন। এ অবস্থায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে। নিহতদের মধ্যে ৬৪ শতাংশই নারী ও শিশু। নিহতদের মধ্যে নারী ৯৩৬ জন ও শিশু ৮৫৩ জন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫০ জনে।
উল্লেখ্য, ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান, স্থল এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল।

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
১১ মিনিট আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২৮ মিনিট আগে
একটি দোকান থেকে ৩০টি মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে দোকানদার ও ক্রেতারা দোকানের সাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের লোকেশন থেকেও নিশ্চিত হওয়া গেছে, গত শনিবার রাত থেকে তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
৩ ঘণ্টা আগে