আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান ও অস্ত্র তৈরি করা বোয়িং কারখানার হাজারো শ্রমিক ধর্মঘটে নেমেছেন। গতকাল সোমবার থেকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস ও সেন্ট চার্লস এবং ইলিনয় অঙ্গরাজ্যের মাসকুটা শহরে বোয়িং কারখানায় এ ধর্মঘট শুরু হয়। বেতন বৃদ্ধি ও নতুন চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন শ্রমিকেরা।
আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্সের (আইএএম) প্রায় ৩ হাজার ২০০ স্থানীয় সদস্য গত রোববার চার বছরের সংশোধিত শ্রমচুক্তি প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেন।
এই সংগঠনের মিডওয়েস্ট শাখার সহসভাপতি স্যাম সিসিনেলি এক বিবৃতিতে বলেন, ‘আইএএম ডিস্ট্রিক্ট ৮৩৭-এর সদস্যরা এমন বিমান ও প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেন, যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। তাঁদের প্রাপ্য এমন এক চুক্তি, যা তাঁদের পরিবারকে নিরাপদ রাখবে এবং তাঁদের অতুলনীয় দক্ষতাকে স্বীকৃতি দেবে।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বোয়িং কারখানার শ্রমিকেরা এক সপ্তাহের কুলিং অফ পিরিয়ড (চুক্তি আলোচনার পর দুই পক্ষকে পুনর্বিবেচনা ও আলোচনার সুযোগ দেওয়ার জন্য নির্দিষ্ট বিরতির সময়) শেষে প্রথম প্রস্তাবিত চুক্তিও প্রত্যাখ্যান করেছিলেন। ওই প্রস্তাবে চার বছরে ২০ শতাংশ বেতন বৃদ্ধি এবং ৫ হাজার ডলারের এককালীন বোনাস দেওয়ার কথা বলা হয়েছিল।
বোয়িং সম্প্রতি বলেছিল, ধর্মঘটের আশঙ্কা করছে তারা। কারণ, শ্রমিকেরা তাদের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেই প্রস্তাবে প্রস্তাবিত মজুরি বৃদ্ধি আর বাড়ানো হয়নি। তবে প্রস্তাব থেকে এমন একটি শর্ত বাদ দেওয়া হয়েছিল, যা থাকলে শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করে (ওভারটাইম) বেশি আয় করার সুযোগ কমে যেত।
এ বিষয়ে বোয়িং এয়ার ডমিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার এবং সেন্ট লুইস শাখার জ্যেষ্ঠ নির্বাহী ড্যান গিলিয়ান বলেন, ‘আমাদের প্রস্তাবে গড়ে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি বিকল্প কাজের সময়সূচি নিয়ে শ্রমিকদের মূল সমস্যার সমাধান ছিল। তা সত্ত্বেও তাঁরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় আমরা হতাশ।’
তিনি বলেন, ‘আমরা ধর্মঘটের জন্য প্রস্তুত এবং বিকল্প পরিকল্পনা পুরোপুরি কার্যকর করেছি, যাতে কর্মরত শ্রমিকেরা গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে পারেন।’

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান ও অস্ত্র তৈরি করা বোয়িং কারখানার হাজারো শ্রমিক ধর্মঘটে নেমেছেন। গতকাল সোমবার থেকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস ও সেন্ট চার্লস এবং ইলিনয় অঙ্গরাজ্যের মাসকুটা শহরে বোয়িং কারখানায় এ ধর্মঘট শুরু হয়। বেতন বৃদ্ধি ও নতুন চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন শ্রমিকেরা।
আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্সের (আইএএম) প্রায় ৩ হাজার ২০০ স্থানীয় সদস্য গত রোববার চার বছরের সংশোধিত শ্রমচুক্তি প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেন।
এই সংগঠনের মিডওয়েস্ট শাখার সহসভাপতি স্যাম সিসিনেলি এক বিবৃতিতে বলেন, ‘আইএএম ডিস্ট্রিক্ট ৮৩৭-এর সদস্যরা এমন বিমান ও প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেন, যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। তাঁদের প্রাপ্য এমন এক চুক্তি, যা তাঁদের পরিবারকে নিরাপদ রাখবে এবং তাঁদের অতুলনীয় দক্ষতাকে স্বীকৃতি দেবে।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বোয়িং কারখানার শ্রমিকেরা এক সপ্তাহের কুলিং অফ পিরিয়ড (চুক্তি আলোচনার পর দুই পক্ষকে পুনর্বিবেচনা ও আলোচনার সুযোগ দেওয়ার জন্য নির্দিষ্ট বিরতির সময়) শেষে প্রথম প্রস্তাবিত চুক্তিও প্রত্যাখ্যান করেছিলেন। ওই প্রস্তাবে চার বছরে ২০ শতাংশ বেতন বৃদ্ধি এবং ৫ হাজার ডলারের এককালীন বোনাস দেওয়ার কথা বলা হয়েছিল।
বোয়িং সম্প্রতি বলেছিল, ধর্মঘটের আশঙ্কা করছে তারা। কারণ, শ্রমিকেরা তাদের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেই প্রস্তাবে প্রস্তাবিত মজুরি বৃদ্ধি আর বাড়ানো হয়নি। তবে প্রস্তাব থেকে এমন একটি শর্ত বাদ দেওয়া হয়েছিল, যা থাকলে শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করে (ওভারটাইম) বেশি আয় করার সুযোগ কমে যেত।
এ বিষয়ে বোয়িং এয়ার ডমিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার এবং সেন্ট লুইস শাখার জ্যেষ্ঠ নির্বাহী ড্যান গিলিয়ান বলেন, ‘আমাদের প্রস্তাবে গড়ে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি বিকল্প কাজের সময়সূচি নিয়ে শ্রমিকদের মূল সমস্যার সমাধান ছিল। তা সত্ত্বেও তাঁরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় আমরা হতাশ।’
তিনি বলেন, ‘আমরা ধর্মঘটের জন্য প্রস্তুত এবং বিকল্প পরিকল্পনা পুরোপুরি কার্যকর করেছি, যাতে কর্মরত শ্রমিকেরা গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে পারেন।’

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৩ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে