
মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবার দেশটির নাগরিকদের ওপরই গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর এই অভিযোগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন কংগ্রেসের দুই সিনেটর রন ওয়াইডেন ও মার্টিন হেনরিক অভিযোগ করেন, সিআইএ সম্প্রতি ফাঁস হওয়া এক প্রকল্প ‘প্রিজমে’র আওতায় মার্কিনদের ওপর ‘গোপনে’ অবৈধ নজরদারি করেছে। গোয়েন্দা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে ওই দুই ডেমোক্র্যাট সিনেটর প্রকল্পটির বিস্তারিত প্রকাশের আহ্বান জানিয়েছেন।
১৯৪৭ সালের সিআইএ সনদ অনুসারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সিআইএর গুপ্তচরবৃত্তি নিষিদ্ধ। সিআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) প্রকৃতপক্ষে বিদেশে মিশন পরিচালনার জন্য তৈরি।
কিন্তু ২০১৩ সালে মার্কিন গোয়েন্দারা ইন্টারনেট ও ফোনে নজরদারি করে জনসাধারণের তথ্য সংগ্রহ করছে এমন একটি প্রকল্পের কথা ফাঁস করেছিলেন সিআইএর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। স্নোডেন ফাঁসের তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটি বিশ্লেষণ প্রকাশ করে। সেই বিশ্লেষণে দেখা গেছে, যাঁদের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ সাধারণ আমেরিকান এবং তাঁরা মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নজরদারির শিকার হয়েছিলেন।
তবে প্রতিষ্ঠানদ্বয়ের শীর্ষ কর্মকর্তারা—তাঁরা জেনেশুনেই জনসাধারণের তথ্য সংগ্রহ করেছেন এমন দাবি অস্বীকার করেছেন।
‘প্রিজম’ নামে পরিচিত এই প্রকল্প পরে মার্কিন আদালতে বেআইনি বলে ঘোষিত হয়।

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবার দেশটির নাগরিকদের ওপরই গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর এই অভিযোগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন কংগ্রেসের দুই সিনেটর রন ওয়াইডেন ও মার্টিন হেনরিক অভিযোগ করেন, সিআইএ সম্প্রতি ফাঁস হওয়া এক প্রকল্প ‘প্রিজমে’র আওতায় মার্কিনদের ওপর ‘গোপনে’ অবৈধ নজরদারি করেছে। গোয়েন্দা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে ওই দুই ডেমোক্র্যাট সিনেটর প্রকল্পটির বিস্তারিত প্রকাশের আহ্বান জানিয়েছেন।
১৯৪৭ সালের সিআইএ সনদ অনুসারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সিআইএর গুপ্তচরবৃত্তি নিষিদ্ধ। সিআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) প্রকৃতপক্ষে বিদেশে মিশন পরিচালনার জন্য তৈরি।
কিন্তু ২০১৩ সালে মার্কিন গোয়েন্দারা ইন্টারনেট ও ফোনে নজরদারি করে জনসাধারণের তথ্য সংগ্রহ করছে এমন একটি প্রকল্পের কথা ফাঁস করেছিলেন সিআইএর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। স্নোডেন ফাঁসের তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটি বিশ্লেষণ প্রকাশ করে। সেই বিশ্লেষণে দেখা গেছে, যাঁদের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ সাধারণ আমেরিকান এবং তাঁরা মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নজরদারির শিকার হয়েছিলেন।
তবে প্রতিষ্ঠানদ্বয়ের শীর্ষ কর্মকর্তারা—তাঁরা জেনেশুনেই জনসাধারণের তথ্য সংগ্রহ করেছেন এমন দাবি অস্বীকার করেছেন।
‘প্রিজম’ নামে পরিচিত এই প্রকল্প পরে মার্কিন আদালতে বেআইনি বলে ঘোষিত হয়।

ভেনেজুয়েলায় আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিচারের জন্য নিউইয়র্কে ধরে নিয়ে যাওয়ার পর, দেশটিতে নিজেদের স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন ও অন্যান্য স্পর্শকাতর প্রযুক্তিগত অবকাঠামো হারানোর ঝুঁকিতে পড়েছে চীন। হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায় মর্নিং...
৯ মিনিট আগে
আবর দেশ সিরিয়ায় ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের সাইদা আল-গোলান নামে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর ১২টি সামরিক যান প্রবেশ করে। সেখানে উপস্থিত আল–জাজিরার সংবাদদাতা এ তথ্য জানান।
৪১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতার পারদে বাড়তি মাত্রা যুক্ত করেছে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার ঘটনা। এবার, একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছে ইরানকে ঘিরে।
১ ঘণ্টা আগে
শিগগিরই শুল্ক বাবদ ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সম্মানিত। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, শুল্ক নীতি দেশের আর্থিক অবস্থান শক্তিশালী করেছে এবং জাতীয় নিরাপত্তা জোরদার করেছে।
১ ঘণ্টা আগে