Ajker Patrika

ইউক্রেন সংকট সমাধানে প্রয়োজন ড্রাগন: গেম অব থ্রোনসের স্রষ্টা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১০: ১৬
ইউক্রেন সংকট সমাধানে প্রয়োজন ড্রাগন: গেম অব থ্রোনসের স্রষ্টা

সার বিশ্বেই জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্রষ্টা জর্জ আর আর মার্টিনের মতে, ইউক্রেন-সংকটের টারগারিয়ান কায়দায় সমাধান হলো ‘একটি ড্রাগন’। তিনি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে তিনি ড্রাগন দিয়ে ক্রেমলিন জ্বালিয়ে দিতেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে’ গিয়ে আর আর মার্টিন এ মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ আর আর মার্টিন তাঁর লিখিত বই ‘দ্য রাইজ অব ড্রাগন: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি অব দ্য টারগারিয়ান ডাইন্যাস্টি’র প্রচারণায় সিবিএসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেন এবং আমার যদি একটি ড্রাগন থাকত, তবে আমি ক্রেমলিনে উড়ে গিয়ে তা জ্বালিয়ে দিতাম।’

জর্জ আর আর মার্টিন বলেন, ‘আমরা যে বিশ্বে বাস করছি, তার দিকে তাকালে আমরা দেখি যে এখানকার অবস্থা ওয়েস্টেরসের চেয়েও খারাপ।’ তিনি আরও বলেন, ‘৫০ ও ৬০-এর দশকেও প্রচুর ডিস্টোপিয়ান উপন্যাস লেখা হতো এবং এরপর আমরা তা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেই এবং জম্বি ও দুনিয়ার সম্ভাব্য ধ্বংসলীলার দিকে বেশি মনোযোগ দিয়েছি। কিন্তু হঠাৎ করেই আবারও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে।’

গেম থ্রোনসের লেখক আরও বলেন, ‘পুরোনো আমলের বইগুলোর মধ্যে দেখবেন, সেখানে পারমাণবিক যুদ্ধ হয় পাশাপাশি এমন কিছু ভালো মানুষ থাকেন, যাঁরা সম্মিলিত হয়ে সভ্যতাকে নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সেই সময়টা ভয়াবহ বলেও সেখানে আশাবাদ ছিল।’ এরপর তিনি প্রশ্ন রাখেন—সেই আশাবাদ কি এখনো আছে? জলবায়ু পরিবর্তনের ইতিবাচক সমাধানের বিষয়ে আমরা কি এখনো আশাবাদী? পুতিন পারমাণবিক বোমা ব্যবহার করলে আমরা কী করব? আমরা কী করতে চাই?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত