আজকের পত্রিকা ডেস্ক

প্রতিবেশী দেশ মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ শুভেচ্ছা সফরে এসেছিল যুক্তরাষ্ট্র। আর দুর্ভাগ্যবশত এই শুভেচ্ছা সফর রূপ নিয়েছে বিষাদে। মেক্সিকোর নৌবাহিনীর এই জাহাজটি গতকাল শনিবার নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেয়। এই ধাক্কায় সেতুটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নৌবাহিনীর জাহাজটির আরোহীদের মধ্যে ২২ হন আহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার নিউইয়র্ক সিটিতে শুভেচ্ছা সফরের সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেয় মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। জাহাজটির মাস্তুলের ওপরের অংশ ইস্ট রিভার দিয়ে যাওয়ার সময় বিখ্যাত সেতুটিতে আঘাত হানে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, এই ঘটনায় ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তবে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, একটি প্রশিক্ষণ জাহাজ নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিলে অন্তত ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কোনো সদস্য পানিতে পড়ে যায়নি, ফলে উদ্ধার অভিযান চালানোর প্রয়োজন হয়নি।’ ঘটনাটি কুয়াউহতেমক নামের একটি প্রশিক্ষণ জাহাজকে কেন্দ্র করে ঘটেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে গেছে এবং ভাঙা অংশ সেতুর ডেকে আংশিকভাবে ধসে পড়েছে। দুর্ঘটনার সময় সেতুটিতে যান চলাচল স্বাভাবিক ছিল। বিশাল সবুজ, সাদা ও লাল মেক্সিকান পতাকা বহনকারী জাহাজটি এরপর নদীর কিনারার দিকে যায়। এ সময় তীরে থাকা লোকজন দ্রুত সরে যায়।
মেক্সিকান নৌবাহিনী সামাজিক প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা পোস্টে জানিয়েছে, অ্যাকাডেমি প্রশিক্ষণ জাহাজ কুয়াহতেমোক ব্রুকলিন ব্রিজের সঙ্গে এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটি আর যাত্রা চালিয়ে যেতে পারেনি। নৌবাহিনী আরও জানিয়েছে, কর্মী ও সরঞ্জামের অবস্থা নৌ ও স্থানীয় কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং সহায়তা প্রদান করা হচ্ছে।
ব্রুকলিন ব্রিজ ১৮৮৩ সালে চালু করা হয়। এর প্রধান স্প্যান প্রায় ১ হাজার ৬০০ ফুট (৪৯০ মিটার) লম্বা। ঝুলন্ত এই সেতুটির মূল কাঠামো দুটি পাথরের টাওয়ারে শক্ত ইস্পাতের তার দিয়ে আটকানো। শহরের পরিবহন বিভাগ জানিয়েছে, প্রতিদিন এই সেতু দিয়ে ১ লাখের বেশি যানবাহন এবং প্রায় ৩২ হাজার পথচারী পারাপার হয়। এর হাঁটা পথটিও প্রধান পর্যটন আকর্ষণ।
মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, কুয়াহতেমোক জাহাজটি প্রায় ২৯৭ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া (৯০ দশমিক ৫ মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া)। এটি প্রথম যাত্রা করে ১৯৮২ সালে। প্রতি বছর নৌ সামরিক স্কুলে ক্লাস শেষে ক্যাডেটদের প্রশিক্ষণ শেষ করতে এটি সমুদ্রে যাত্রা করে।
মেক্সিকান নৌবাহিনী বলেছে, এই বছর ৬ এপ্রিল জাহাজটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুলকো বন্দর থেকে যাত্রা শুরু করে। এতে ২৭৭ জন ক্রু ছিলেন। জাহাজটির ১৫টি দেশের ২২টি বন্দরে ঘোরার কথা ছিল। এর মধ্যে ছিল কিংস্টন (জ্যামাইকা), হাভানা (কিউবা), কোজুমেল (মেক্সিকো) এবং নিউইয়র্ক।
এ ছাড়াও রিকজাভিক (আইসল্যান্ড), বোর্দো, সাঁ মালো ও ডানকার্ক (ফ্রান্স) এবং অ্যাবারডিনসহ (স্কটল্যান্ড) আরও অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল। মোট ২৫৪ দিনের এই যাত্রার মধ্যে ১৭০ দিন সমুদ্রে এবং ৮৪ দিন বন্দরে থাকার কথা ছিল জাহাজটির।

প্রতিবেশী দেশ মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ শুভেচ্ছা সফরে এসেছিল যুক্তরাষ্ট্র। আর দুর্ভাগ্যবশত এই শুভেচ্ছা সফর রূপ নিয়েছে বিষাদে। মেক্সিকোর নৌবাহিনীর এই জাহাজটি গতকাল শনিবার নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেয়। এই ধাক্কায় সেতুটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নৌবাহিনীর জাহাজটির আরোহীদের মধ্যে ২২ হন আহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার নিউইয়র্ক সিটিতে শুভেচ্ছা সফরের সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেয় মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। জাহাজটির মাস্তুলের ওপরের অংশ ইস্ট রিভার দিয়ে যাওয়ার সময় বিখ্যাত সেতুটিতে আঘাত হানে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, এই ঘটনায় ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তবে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, একটি প্রশিক্ষণ জাহাজ নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিলে অন্তত ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কোনো সদস্য পানিতে পড়ে যায়নি, ফলে উদ্ধার অভিযান চালানোর প্রয়োজন হয়নি।’ ঘটনাটি কুয়াউহতেমক নামের একটি প্রশিক্ষণ জাহাজকে কেন্দ্র করে ঘটেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে গেছে এবং ভাঙা অংশ সেতুর ডেকে আংশিকভাবে ধসে পড়েছে। দুর্ঘটনার সময় সেতুটিতে যান চলাচল স্বাভাবিক ছিল। বিশাল সবুজ, সাদা ও লাল মেক্সিকান পতাকা বহনকারী জাহাজটি এরপর নদীর কিনারার দিকে যায়। এ সময় তীরে থাকা লোকজন দ্রুত সরে যায়।
মেক্সিকান নৌবাহিনী সামাজিক প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা পোস্টে জানিয়েছে, অ্যাকাডেমি প্রশিক্ষণ জাহাজ কুয়াহতেমোক ব্রুকলিন ব্রিজের সঙ্গে এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটি আর যাত্রা চালিয়ে যেতে পারেনি। নৌবাহিনী আরও জানিয়েছে, কর্মী ও সরঞ্জামের অবস্থা নৌ ও স্থানীয় কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং সহায়তা প্রদান করা হচ্ছে।
ব্রুকলিন ব্রিজ ১৮৮৩ সালে চালু করা হয়। এর প্রধান স্প্যান প্রায় ১ হাজার ৬০০ ফুট (৪৯০ মিটার) লম্বা। ঝুলন্ত এই সেতুটির মূল কাঠামো দুটি পাথরের টাওয়ারে শক্ত ইস্পাতের তার দিয়ে আটকানো। শহরের পরিবহন বিভাগ জানিয়েছে, প্রতিদিন এই সেতু দিয়ে ১ লাখের বেশি যানবাহন এবং প্রায় ৩২ হাজার পথচারী পারাপার হয়। এর হাঁটা পথটিও প্রধান পর্যটন আকর্ষণ।
মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, কুয়াহতেমোক জাহাজটি প্রায় ২৯৭ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া (৯০ দশমিক ৫ মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া)। এটি প্রথম যাত্রা করে ১৯৮২ সালে। প্রতি বছর নৌ সামরিক স্কুলে ক্লাস শেষে ক্যাডেটদের প্রশিক্ষণ শেষ করতে এটি সমুদ্রে যাত্রা করে।
মেক্সিকান নৌবাহিনী বলেছে, এই বছর ৬ এপ্রিল জাহাজটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুলকো বন্দর থেকে যাত্রা শুরু করে। এতে ২৭৭ জন ক্রু ছিলেন। জাহাজটির ১৫টি দেশের ২২টি বন্দরে ঘোরার কথা ছিল। এর মধ্যে ছিল কিংস্টন (জ্যামাইকা), হাভানা (কিউবা), কোজুমেল (মেক্সিকো) এবং নিউইয়র্ক।
এ ছাড়াও রিকজাভিক (আইসল্যান্ড), বোর্দো, সাঁ মালো ও ডানকার্ক (ফ্রান্স) এবং অ্যাবারডিনসহ (স্কটল্যান্ড) আরও অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল। মোট ২৫৪ দিনের এই যাত্রার মধ্যে ১৭০ দিন সমুদ্রে এবং ৮৪ দিন বন্দরে থাকার কথা ছিল জাহাজটির।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৪ ঘণ্টা আগে