আজকের পত্রিকা ডেস্ক

গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক লড়াই এখন তুঙ্গে। আজ বুধবার নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। ন্যাটো জোটেরই উচিত আমাদের এটি পাইয়ে দিতে নেতৃত্ব দেওয়া। কারণ, আমরা যদি এটি না নিই, তবে রাশিয়া বা চীন এটি দখল করবে—আর তা আমরা হতে দেব না!’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো আরও বেশি শক্তিশালী ও কার্যকর হবে। এরচেয়ে কম কিছু (যুক্তরাষ্ট্রের হাতে না থাকা) আমাদের কাছে অগ্রহণযোগ্য।’
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্টের সঙ্গে বৈঠকে বসছেন। এই হাই-প্রোফাইল বৈঠকের লক্ষ্য—গ্রিনল্যান্ড নিয়ে দুই ন্যাটো মিত্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমিত করা।
তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সুর অত্যন্ত কঠোর। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ইতিমধ্যে সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড দখলের কোনো চেষ্টা ন্যাটোর অবসান ঘটাতে পারে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন সাফ জানিয়ে দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটিকে বেছে নিতে হলে আমরা ডেনমার্ককেই বেছে নেব।’
কেন গ্রিনল্যান্ড নিয়ে মরিয়া ট্রাম্প
জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করায় গ্রিনল্যান্ডের পাশ দিয়ে এশিয়ার বাণিজ্যিক পথ খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া সেখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও খনিজভান্ডার। ট্রাম্পের দাবি, রাশিয়ার ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য এই দ্বীপ অপরিহার্য।
তবে মার্কিন প্রেসিডেন্টের এমন কথাবার্তায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুউকের রাস্তায় এখন বিদেশি সাংবাদিকদের ভিড়। ২২ বছর বয়সী শিক্ষার্থী তুতা মিকায়েলসেন বলেন, ‘আমি চাই আমেরিকানরা আমাদের ওপর থেকে নজর সরাক। ডেনমার্ক আমাদের যে সুযোগ-সুবিধা দেয়, যুক্তরাষ্ট্র তা দেবে না।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাশিয়া বা চীনের হুমকির কথা বলে ট্রাম্প মূলত প্রাকৃতিক সম্পদ লুট করতে চাইছেন। লার্স ভিন্টনার নামের স্থানীয় এক ইঞ্জিনিয়ার বলেন, ‘আমি নিয়মিত সমুদ্রে যাই, শিকার করি; কিন্তু ট্রাম্পের বলা সেইসব রুশ বা চীনা জাহাজ তো কখনো দেখিনি। এগুলো তাঁর কল্পনাপ্রসূত গল্প।’
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো ট্রাম্পের এই আচরণকে ‘ব্ল্যাকমেল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ঘোষণা করেছেন, আগামী ৬ ফেব্রুয়ারি ফ্রান্স গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে।
এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কিছু রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাও চাইছেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যু থেকে সরে আসুক। তাঁরা এ জন্য যৌথভাবে একটি বিলও এনেছেন, যাতে গ্রিনল্যান্ড দখলের জন্য মার্কিন তহবিলের ব্যবহার নিষিদ্ধ করা যায়।

গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক লড়াই এখন তুঙ্গে। আজ বুধবার নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। ন্যাটো জোটেরই উচিত আমাদের এটি পাইয়ে দিতে নেতৃত্ব দেওয়া। কারণ, আমরা যদি এটি না নিই, তবে রাশিয়া বা চীন এটি দখল করবে—আর তা আমরা হতে দেব না!’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো আরও বেশি শক্তিশালী ও কার্যকর হবে। এরচেয়ে কম কিছু (যুক্তরাষ্ট্রের হাতে না থাকা) আমাদের কাছে অগ্রহণযোগ্য।’
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্টের সঙ্গে বৈঠকে বসছেন। এই হাই-প্রোফাইল বৈঠকের লক্ষ্য—গ্রিনল্যান্ড নিয়ে দুই ন্যাটো মিত্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমিত করা।
তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সুর অত্যন্ত কঠোর। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ইতিমধ্যে সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড দখলের কোনো চেষ্টা ন্যাটোর অবসান ঘটাতে পারে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন সাফ জানিয়ে দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটিকে বেছে নিতে হলে আমরা ডেনমার্ককেই বেছে নেব।’
কেন গ্রিনল্যান্ড নিয়ে মরিয়া ট্রাম্প
জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করায় গ্রিনল্যান্ডের পাশ দিয়ে এশিয়ার বাণিজ্যিক পথ খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া সেখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও খনিজভান্ডার। ট্রাম্পের দাবি, রাশিয়ার ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য এই দ্বীপ অপরিহার্য।
তবে মার্কিন প্রেসিডেন্টের এমন কথাবার্তায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুউকের রাস্তায় এখন বিদেশি সাংবাদিকদের ভিড়। ২২ বছর বয়সী শিক্ষার্থী তুতা মিকায়েলসেন বলেন, ‘আমি চাই আমেরিকানরা আমাদের ওপর থেকে নজর সরাক। ডেনমার্ক আমাদের যে সুযোগ-সুবিধা দেয়, যুক্তরাষ্ট্র তা দেবে না।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাশিয়া বা চীনের হুমকির কথা বলে ট্রাম্প মূলত প্রাকৃতিক সম্পদ লুট করতে চাইছেন। লার্স ভিন্টনার নামের স্থানীয় এক ইঞ্জিনিয়ার বলেন, ‘আমি নিয়মিত সমুদ্রে যাই, শিকার করি; কিন্তু ট্রাম্পের বলা সেইসব রুশ বা চীনা জাহাজ তো কখনো দেখিনি। এগুলো তাঁর কল্পনাপ্রসূত গল্প।’
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো ট্রাম্পের এই আচরণকে ‘ব্ল্যাকমেল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ঘোষণা করেছেন, আগামী ৬ ফেব্রুয়ারি ফ্রান্স গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে।
এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কিছু রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাও চাইছেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যু থেকে সরে আসুক। তাঁরা এ জন্য যৌথভাবে একটি বিলও এনেছেন, যাতে গ্রিনল্যান্ড দখলের জন্য মার্কিন তহবিলের ব্যবহার নিষিদ্ধ করা যায়।

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
২৩ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
১ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার (১৪ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২ ঘণ্টা আগে