Ajker Patrika

যুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০৭
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায়। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায়। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণে আগুন ধরে যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএনএনকে জানিয়েছে, লিয়ারজেট-৫৫ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ছয়জন যাত্রীবাহী ব্যক্তিমালিকানাধীন বিমানটি মিজৌরির স্প্রিং ফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হয়েছিল।

ফ্লাইট ডেটা নিয়ে কাজ করা সংস্থা এডিএস-বি এক্সচেঞ্জের ডেটা অনুসারে, উড্ডয়নের পর বিমানটি ১ হাজার ৬৫০ ফুট উচ্চতায় পৌঁছানোর কিছুক্ষণ পরই নিচে নামতে থাকে। এর পতনের হার ছিল প্রতি মিনিটে ১১ হাজার ফুট।

বিষয়টি জানতে পেরে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটিকে বারবার ডাকলেও কোনো সাড়া মেলেনি। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলতে শোনা যায়, ‘মেডেভাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। মেডেভাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। আপনি কি ফ্রিকোয়েন্সিতে আছেন?’ প্রায় এক মিনিট পর কন্ট্রোলারকে বলতে শোনা যায়, ‘আমরা একটি বিমান হারিয়েছি।’

ফ্লাইটটি পরিচালনাকারী এয়ার অ্যাম্বুলেন্স সংস্থা জেট রেসকিউ জানিয়েছে, বিমানে একজন শিশু রোগী, তার সঙ্গে থাকা একজন ব্যক্তি এবং চারজন ক্রু ছিলেন। সংস্থাটি জানিয়েছে, ‘এ মুহূর্তে আমরা কোনো জীবিত ব্যক্তির বিষয়ে নিশ্চিত নই।’

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের সংখ্যা নিশ্চিত নয়।’ সিএনএনের সহযোগী সংস্থা কেওয়াইডব্লিউ জানিয়েছে, কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সংখ্যা নিশ্চিত নয়।

জেট রেসকিউ বলেছে, ‘পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত কারও নাম প্রকাশ করা হবে না। আমাদের তাৎক্ষণিক উদ্বেগ রোগীর পরিবার, আমাদের কর্মী ও তাদের পরিবার এবং ভূমিতে আহত ব্যক্তিদের প্রতি। আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।’

সিএনএনের সহযোগী সংস্থা ডব্লিউপিভিআইয়ের ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী এবং একাধিক অগ্নিনির্বাপক ট্রাক দ্রুত সাড়া দিচ্ছে। ফিলাডেলফিয়া ফায়ার বিভাগের এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা পোস্ট অনুসারে, আগুন এখন নিয়ন্ত্রণে।

বিধ্বস্ত হওয়ার পর নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে। বিধ্বস্ত স্থানের বিপরীতে অবস্থিত রুজভেল্ট মলও খালি করা হয়েছিল বলে মলটির মুখপাত্র ক্রিস্টেন মুর সিএনএনকে জানিয়েছেন, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর নেই।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বলেছেন, তিনি ফিলাডেলফিয়ার মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং জরুরি প্রতিক্রিয়ার জন্য রাজ্যের সব পরিষেবা প্রস্তুত। শুক্রবার রাতে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন বলে মেয়র পার্কার জানান। তিনি আরও বলেন, সিনেটর জন ফেটারম্যানসহ অন্যান্য ফেডারেল কর্মকর্তার সঙ্গেও তাঁর কথা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনসচিব শন ডাফি এক্সে শেয়ার করা এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমান দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটির তদন্ত করবে। পরিবহনসচিব ডাফি জানিয়েছেন, তদন্তকারীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এই বিমান দুর্ঘটনা এমন সময় ঘটল, যার মাত্র দুদিন আগেই ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ১৫০ মাইল উত্তর-পূর্বে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় পোটোম্যাক নদীর ওপর। ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা থেকে উড্ডয়ন করা বিমানটিতে ৬৪ জন যাত্রী ছিলেন, আর হেলিকপ্টারে ছিলেন তিন সেনাসদস্য। সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত