
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির মূল অর্থদাতা তথা ডোনারদের অনেকেই তাঁকে আসন্ন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছেন। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেনের সমর্থকেরা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টামইসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিকট পার্টির নেতা-কর্মীসহ বাইডেনের ঘনিষ্ঠ অনেক সহযোগী বিতর্কের মঞ্চে ৮১ বছর বয়সী বাইডেনের পারফরম্যান্সে ‘মর্মাহত’ হয়েছেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের ডিলবুক নিউজলেটারে বলা হয়েছে, ‘কিছু ডোনার বাইডেনকে তাঁর খ্যাতি রক্ষা করার জন্য সরে যাওয়ার জন্য মার্জিত উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে অনেকে বিশ্বাস করেন, (বাইডেনের) তাড়াতাড়ি বাদ পড়া আরও ভালো।’
মার্কিন শেয়ারবাজারের অন্যতম কেন্দ্র ওয়ালস্ট্রিটভুক্ত বেশ কয়েকটি কোম্পানির নির্বাহী—যাঁরা বাইডেন তথা ডেমোক্রেটিক পার্টিকে তহবিল জোগান দেন—ডিলবুক নিউজলেটারকে বলেছেন, চূড়ান্তভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হওয়ার আগে বাইডেনকে বাদ দেওয়াটা ভুল হবে। এমনটা করা হলে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করার ক্ষমতা হারাবেন।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে ডেমোক্র্যাটরা আগস্টের শেষ দিকে শিকাগোতে সম্মেলন করবেন। ডিলবুক জানিয়েছে, ব্ল্যাকরকের নির্বাহী ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের জন গ্রে এবং ল্যাজার্ডের পিটার ওরসজ্যাগ এবং বারাক ওবামার ঘনিষ্ঠ সাবেক মার্কিন নির্বাহী রবার্ট উলফসহ বিশিষ্ট ডোনাররা বাইডেনের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে কথা বলছেন নিজেদের মধ্যে।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির মূল অর্থদাতা তথা ডোনারদের অনেকেই তাঁকে আসন্ন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছেন। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেনের সমর্থকেরা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টামইসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিকট পার্টির নেতা-কর্মীসহ বাইডেনের ঘনিষ্ঠ অনেক সহযোগী বিতর্কের মঞ্চে ৮১ বছর বয়সী বাইডেনের পারফরম্যান্সে ‘মর্মাহত’ হয়েছেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের ডিলবুক নিউজলেটারে বলা হয়েছে, ‘কিছু ডোনার বাইডেনকে তাঁর খ্যাতি রক্ষা করার জন্য সরে যাওয়ার জন্য মার্জিত উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে অনেকে বিশ্বাস করেন, (বাইডেনের) তাড়াতাড়ি বাদ পড়া আরও ভালো।’
মার্কিন শেয়ারবাজারের অন্যতম কেন্দ্র ওয়ালস্ট্রিটভুক্ত বেশ কয়েকটি কোম্পানির নির্বাহী—যাঁরা বাইডেন তথা ডেমোক্রেটিক পার্টিকে তহবিল জোগান দেন—ডিলবুক নিউজলেটারকে বলেছেন, চূড়ান্তভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হওয়ার আগে বাইডেনকে বাদ দেওয়াটা ভুল হবে। এমনটা করা হলে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করার ক্ষমতা হারাবেন।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে ডেমোক্র্যাটরা আগস্টের শেষ দিকে শিকাগোতে সম্মেলন করবেন। ডিলবুক জানিয়েছে, ব্ল্যাকরকের নির্বাহী ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের জন গ্রে এবং ল্যাজার্ডের পিটার ওরসজ্যাগ এবং বারাক ওবামার ঘনিষ্ঠ সাবেক মার্কিন নির্বাহী রবার্ট উলফসহ বিশিষ্ট ডোনাররা বাইডেনের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে কথা বলছেন নিজেদের মধ্যে।

সিরিয়া সরকার ও কুর্দি পরিচলিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
২৯ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে