
পূর্ণ টিকা দেওয়া ব্যক্তিদের করোনায় মৃত্যুর ঝুঁকি ১১ গুণ কম। পাশাপাশি তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ১০ গুণ কম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার এমনটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে প্রকাশিত তিনটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এই গবেষণাগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্রে ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর করা হয়েছে।
এর মধ্যে একটি গবেষণার তথ্য থেকে বোঝা যায় যে মডার্নার ভ্যাকসিন ডেলটা ধরনের বিরুদ্ধে কিছুটা উচ্চমাত্রার সুরক্ষা দিয়েছে।
এই গবেষণা প্রকাশে আগের দিন অর্থাৎ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যেসব প্রতিষ্ঠানে শতাধিক লোক কাজ করে, তাদের স্টাফদের বাধ্যতামূলক করোনার টিকা দিতে হবে। একই সঙ্গে সাপ্তাহিক করোনা টেস্ট করার নির্দেশও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার একটি সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, গবেষণার পর আমরা দেখেছি যে ভ্যাকসিন কাজ করছে।
প্রথম গবেষণাটি যুক্তরাষ্ট্রের ১৩টি জুরিসডিকশনে গত ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত চালানো হয়। গবেষণাটিতে অংশ নেন লাখ লাখ মানুষ। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ তেমন ছিল না। পরের গবেষণাটি করা হয় ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, টিকার বুস্টার ডোজ লাগবে কি না, তারা এখন সে বিষয়ে পর্যবেক্ষণ করছে। ধারণা করা হচ্ছে, এই মাসের পর থেকেই যুক্তরাষ্ট্রে বয়োজ্যেষ্ঠদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।
একটি গবেষণায় যুক্তরাষ্ট্রের ৪০০ হাসপাতালে জুন থেকে আগস্ট পর্যন্ত ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ সক্ষম, ফাইজারের ভ্যাকসিন ৮০ শতাংশ সক্ষম এবং জনসনের টিকা ৬০ শতাংশ সক্ষম।
করোনার টিকাগুলো হাসপাতালে ভর্তি ঠেকাতে গড়ে ৮৬ শতাংশ পর্যন্ত কার্যকর। তবে ৭৫-এর বেশি বয়স্কদের ক্ষেত্রে এই কার্যকারিতা কমে ৭৬ শতাংশে দাঁড়ায়।

পূর্ণ টিকা দেওয়া ব্যক্তিদের করোনায় মৃত্যুর ঝুঁকি ১১ গুণ কম। পাশাপাশি তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ১০ গুণ কম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার এমনটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে প্রকাশিত তিনটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এই গবেষণাগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্রে ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর করা হয়েছে।
এর মধ্যে একটি গবেষণার তথ্য থেকে বোঝা যায় যে মডার্নার ভ্যাকসিন ডেলটা ধরনের বিরুদ্ধে কিছুটা উচ্চমাত্রার সুরক্ষা দিয়েছে।
এই গবেষণা প্রকাশে আগের দিন অর্থাৎ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যেসব প্রতিষ্ঠানে শতাধিক লোক কাজ করে, তাদের স্টাফদের বাধ্যতামূলক করোনার টিকা দিতে হবে। একই সঙ্গে সাপ্তাহিক করোনা টেস্ট করার নির্দেশও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার একটি সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, গবেষণার পর আমরা দেখেছি যে ভ্যাকসিন কাজ করছে।
প্রথম গবেষণাটি যুক্তরাষ্ট্রের ১৩টি জুরিসডিকশনে গত ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত চালানো হয়। গবেষণাটিতে অংশ নেন লাখ লাখ মানুষ। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ তেমন ছিল না। পরের গবেষণাটি করা হয় ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, টিকার বুস্টার ডোজ লাগবে কি না, তারা এখন সে বিষয়ে পর্যবেক্ষণ করছে। ধারণা করা হচ্ছে, এই মাসের পর থেকেই যুক্তরাষ্ট্রে বয়োজ্যেষ্ঠদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।
একটি গবেষণায় যুক্তরাষ্ট্রের ৪০০ হাসপাতালে জুন থেকে আগস্ট পর্যন্ত ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ সক্ষম, ফাইজারের ভ্যাকসিন ৮০ শতাংশ সক্ষম এবং জনসনের টিকা ৬০ শতাংশ সক্ষম।
করোনার টিকাগুলো হাসপাতালে ভর্তি ঠেকাতে গড়ে ৮৬ শতাংশ পর্যন্ত কার্যকর। তবে ৭৫-এর বেশি বয়স্কদের ক্ষেত্রে এই কার্যকারিতা কমে ৭৬ শতাংশে দাঁড়ায়।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩৯ মিনিট আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৪২ মিনিট আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৪ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৪ ঘণ্টা আগে