
পূর্ণ টিকা দেওয়া ব্যক্তিদের করোনায় মৃত্যুর ঝুঁকি ১১ গুণ কম। পাশাপাশি তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ১০ গুণ কম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার এমনটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে প্রকাশিত তিনটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এই গবেষণাগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্রে ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর করা হয়েছে।
এর মধ্যে একটি গবেষণার তথ্য থেকে বোঝা যায় যে মডার্নার ভ্যাকসিন ডেলটা ধরনের বিরুদ্ধে কিছুটা উচ্চমাত্রার সুরক্ষা দিয়েছে।
এই গবেষণা প্রকাশে আগের দিন অর্থাৎ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যেসব প্রতিষ্ঠানে শতাধিক লোক কাজ করে, তাদের স্টাফদের বাধ্যতামূলক করোনার টিকা দিতে হবে। একই সঙ্গে সাপ্তাহিক করোনা টেস্ট করার নির্দেশও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার একটি সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, গবেষণার পর আমরা দেখেছি যে ভ্যাকসিন কাজ করছে।
প্রথম গবেষণাটি যুক্তরাষ্ট্রের ১৩টি জুরিসডিকশনে গত ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত চালানো হয়। গবেষণাটিতে অংশ নেন লাখ লাখ মানুষ। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ তেমন ছিল না। পরের গবেষণাটি করা হয় ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, টিকার বুস্টার ডোজ লাগবে কি না, তারা এখন সে বিষয়ে পর্যবেক্ষণ করছে। ধারণা করা হচ্ছে, এই মাসের পর থেকেই যুক্তরাষ্ট্রে বয়োজ্যেষ্ঠদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।
একটি গবেষণায় যুক্তরাষ্ট্রের ৪০০ হাসপাতালে জুন থেকে আগস্ট পর্যন্ত ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ সক্ষম, ফাইজারের ভ্যাকসিন ৮০ শতাংশ সক্ষম এবং জনসনের টিকা ৬০ শতাংশ সক্ষম।
করোনার টিকাগুলো হাসপাতালে ভর্তি ঠেকাতে গড়ে ৮৬ শতাংশ পর্যন্ত কার্যকর। তবে ৭৫-এর বেশি বয়স্কদের ক্ষেত্রে এই কার্যকারিতা কমে ৭৬ শতাংশে দাঁড়ায়।

পূর্ণ টিকা দেওয়া ব্যক্তিদের করোনায় মৃত্যুর ঝুঁকি ১১ গুণ কম। পাশাপাশি তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ১০ গুণ কম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার এমনটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে প্রকাশিত তিনটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এই গবেষণাগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্রে ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর করা হয়েছে।
এর মধ্যে একটি গবেষণার তথ্য থেকে বোঝা যায় যে মডার্নার ভ্যাকসিন ডেলটা ধরনের বিরুদ্ধে কিছুটা উচ্চমাত্রার সুরক্ষা দিয়েছে।
এই গবেষণা প্রকাশে আগের দিন অর্থাৎ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যেসব প্রতিষ্ঠানে শতাধিক লোক কাজ করে, তাদের স্টাফদের বাধ্যতামূলক করোনার টিকা দিতে হবে। একই সঙ্গে সাপ্তাহিক করোনা টেস্ট করার নির্দেশও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার একটি সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, গবেষণার পর আমরা দেখেছি যে ভ্যাকসিন কাজ করছে।
প্রথম গবেষণাটি যুক্তরাষ্ট্রের ১৩টি জুরিসডিকশনে গত ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত চালানো হয়। গবেষণাটিতে অংশ নেন লাখ লাখ মানুষ। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ তেমন ছিল না। পরের গবেষণাটি করা হয় ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রে ডেলটার প্রকোপ দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, টিকার বুস্টার ডোজ লাগবে কি না, তারা এখন সে বিষয়ে পর্যবেক্ষণ করছে। ধারণা করা হচ্ছে, এই মাসের পর থেকেই যুক্তরাষ্ট্রে বয়োজ্যেষ্ঠদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।
একটি গবেষণায় যুক্তরাষ্ট্রের ৪০০ হাসপাতালে জুন থেকে আগস্ট পর্যন্ত ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে দেখা গেছে, হাসপাতালে ভর্তি ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ সক্ষম, ফাইজারের ভ্যাকসিন ৮০ শতাংশ সক্ষম এবং জনসনের টিকা ৬০ শতাংশ সক্ষম।
করোনার টিকাগুলো হাসপাতালে ভর্তি ঠেকাতে গড়ে ৮৬ শতাংশ পর্যন্ত কার্যকর। তবে ৭৫-এর বেশি বয়স্কদের ক্ষেত্রে এই কার্যকারিতা কমে ৭৬ শতাংশে দাঁড়ায়।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনেটর রানা সানাউল্লাহ পাকিস্তানের শীর্ষ পাঁচ ব্যক্তিত্বের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন যোগাযোগের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে এই আস্থার পরিবেশ তৈরি না হলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।
৪ মিনিট আগে
আফগানিস্তানে দীর্ঘ খরা শেষে ভারী বৃষ্টি আর তুষারপাত শুরু হয়েছে। এই বৃষ্টি কিছু স্বস্তি দিলেও সেই স্বস্তি দ্রুতই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ করো’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
৪ ঘণ্টা আগে
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে