
বাইডেন পরিবারের বিষয়ে রাশিয়ার কাছে থাকা গোপন তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এক নতুন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এটিকে বিশেষজ্ঞরা দেখছেন ট্রাম্পের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তি বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে কাছে রাজনৈতিক সাহায্য চাওয়ার সর্বশেষ নজির হিসেবে।
সংবাদমাধ্যম জাস্ট দ্য নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ায় জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন রয়েছে মর্মে একটি দাবি উত্থাপন করেছেন এবং পুতিনকে সে সম্পর্কে থাকা যেকোনো তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যে এটি স্পষ্ট নয় যে এই দাবির কোনো সারবত্তা রয়েছে কি না এবং ক্রেমলিনের কাছে এ বিষয়ে কোনো তথ্য রয়েছে কি না।
রাশিয়ায় হান্টার বাইডেনের সম্ভাব্য লেনদেনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি পুতিন এর উত্তর জানতে পারবেন। তাঁর এসব তথ্য ছেড়ে দেওয়া উচিত। আমাদের সেই উত্তর জানা উচিত।’
তবে এটি সত্য যে বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন হান্টার বাইডেনকে ইউক্রেন, চীনসহ বিভিন্ন দেশে পরামর্শকাজের জন্য বেশ বড় অঙ্কের অর্থ প্রদান করা হয়েছিল। বিচার বিভাগের এই লেনদেন ও সম্ভাব্য আর্থিক অপরাধের জন্য একটি তদন্ত চলমান রয়েছে।
কিন্তু ট্রাম্পের দাবির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বাইডেন নিজে সেই দুর্নীতিতে জড়িত বা ব্যক্তিগত লাভের জন্য মার্কিন নীতিকে প্রভাবিত করেছিলেন।

বাইডেন পরিবারের বিষয়ে রাশিয়ার কাছে থাকা গোপন তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এক নতুন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এটিকে বিশেষজ্ঞরা দেখছেন ট্রাম্পের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তি বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে কাছে রাজনৈতিক সাহায্য চাওয়ার সর্বশেষ নজির হিসেবে।
সংবাদমাধ্যম জাস্ট দ্য নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ায় জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন রয়েছে মর্মে একটি দাবি উত্থাপন করেছেন এবং পুতিনকে সে সম্পর্কে থাকা যেকোনো তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যে এটি স্পষ্ট নয় যে এই দাবির কোনো সারবত্তা রয়েছে কি না এবং ক্রেমলিনের কাছে এ বিষয়ে কোনো তথ্য রয়েছে কি না।
রাশিয়ায় হান্টার বাইডেনের সম্ভাব্য লেনদেনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি পুতিন এর উত্তর জানতে পারবেন। তাঁর এসব তথ্য ছেড়ে দেওয়া উচিত। আমাদের সেই উত্তর জানা উচিত।’
তবে এটি সত্য যে বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন হান্টার বাইডেনকে ইউক্রেন, চীনসহ বিভিন্ন দেশে পরামর্শকাজের জন্য বেশ বড় অঙ্কের অর্থ প্রদান করা হয়েছিল। বিচার বিভাগের এই লেনদেন ও সম্ভাব্য আর্থিক অপরাধের জন্য একটি তদন্ত চলমান রয়েছে।
কিন্তু ট্রাম্পের দাবির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বাইডেন নিজে সেই দুর্নীতিতে জড়িত বা ব্যক্তিগত লাভের জন্য মার্কিন নীতিকে প্রভাবিত করেছিলেন।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৫ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৫ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৮ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৯ ঘণ্টা আগে