আজকের পত্রিকা ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতের এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দুই দেশের এই সামরিক দ্বৈরথ ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে উভয় দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
ইরানের যেসব স্থানে হামলা করেছে ইসরায়েল
আজ সারা দিন ইরান থেকে আসা খবরে জানা গেছে, ইসরায়েল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। সেগুলো হলো—
ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা: ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এটি ইসরায়েলের টানা তৃতীয় দিনের মতো ইরানের ভেতরে হামলা।
শিরাজ ও অন্যান্য স্থান: শিরাজ শহরে একটি ইলেকট্রনিকস কারখানায় হামলা চালানো হয়েছে। আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ ছাড়া ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে।
কেরমানশাহে ঘোড়ার আস্তাবল: কেরমানশাহে দুটি ঘোড়া প্রজনন আস্তাবলে ইসরায়েলের হামলায় ৫০-৬০টি ঘোড়ার মৃত্যু হয়েছে বলে আইএসএনএ (আইএসএনএ) সংবাদ সংস্থার প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।
তেহরানের তেল ডিপো: গতকাল রাতে তেহরানে তেলের ডিপোগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে কিছু রিপোর্টে বলা হয়েছিল, তেল শোধনাগার কেন্দ্রে আঘাত হানা হয়েছে, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি জ্বালানি ডিপো। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ইরান জানিয়েছে, সেখানে শোধনাগারে উৎপাদন স্বাভাবিক রয়েছে।

ইসরায়েলের যেসব স্থানে ইরানের পাল্টা হামলা
ইরানে ইসরায়েলের হামলার পরপরই ইরান পাল্টাব্যবস্থা নিয়েছে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে:
১০ জন নিহত, বহু আহত: মেডিকস ও গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
লক্ষ্যবস্তু: আল-জাজিরার সনদ সংস্থার যাচাই করা তথ্য অনুযায়ী, ইসরায়েলের একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি তেলক্ষেত্রে হামলার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হাইফা ও বাত ইয়ামের মতো শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাত ইয়ামে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেয়র জানিয়েছেন, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
এদিকে ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে কঠোর বিবৃতি এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সকালে বলেছেন, ইসরায়েল যত দিন হামলা চালিয়ে যাবে, ইরানও তত দিন তাদের জবাব দেবে। এ থেকে বোঝা যায়, উভয় পক্ষ চাইলে পরিস্থিতি শান্ত হতে পারে। কিন্তু বর্তমানে পরিস্থিতি তার থেকে অনেক দূরে।
এই অভূতপূর্ব সংঘাত মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিতে পারে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দুই দেশের এই সামরিক দ্বৈরথ ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে উভয় দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
ইরানের যেসব স্থানে হামলা করেছে ইসরায়েল
আজ সারা দিন ইরান থেকে আসা খবরে জানা গেছে, ইসরায়েল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। সেগুলো হলো—
ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা: ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এটি ইসরায়েলের টানা তৃতীয় দিনের মতো ইরানের ভেতরে হামলা।
শিরাজ ও অন্যান্য স্থান: শিরাজ শহরে একটি ইলেকট্রনিকস কারখানায় হামলা চালানো হয়েছে। আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ ছাড়া ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে।
কেরমানশাহে ঘোড়ার আস্তাবল: কেরমানশাহে দুটি ঘোড়া প্রজনন আস্তাবলে ইসরায়েলের হামলায় ৫০-৬০টি ঘোড়ার মৃত্যু হয়েছে বলে আইএসএনএ (আইএসএনএ) সংবাদ সংস্থার প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।
তেহরানের তেল ডিপো: গতকাল রাতে তেহরানে তেলের ডিপোগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে কিছু রিপোর্টে বলা হয়েছিল, তেল শোধনাগার কেন্দ্রে আঘাত হানা হয়েছে, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি জ্বালানি ডিপো। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ইরান জানিয়েছে, সেখানে শোধনাগারে উৎপাদন স্বাভাবিক রয়েছে।

ইসরায়েলের যেসব স্থানে ইরানের পাল্টা হামলা
ইরানে ইসরায়েলের হামলার পরপরই ইরান পাল্টাব্যবস্থা নিয়েছে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে:
১০ জন নিহত, বহু আহত: মেডিকস ও গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
লক্ষ্যবস্তু: আল-জাজিরার সনদ সংস্থার যাচাই করা তথ্য অনুযায়ী, ইসরায়েলের একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি তেলক্ষেত্রে হামলার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হাইফা ও বাত ইয়ামের মতো শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাত ইয়ামে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেয়র জানিয়েছেন, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
এদিকে ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে কঠোর বিবৃতি এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সকালে বলেছেন, ইসরায়েল যত দিন হামলা চালিয়ে যাবে, ইরানও তত দিন তাদের জবাব দেবে। এ থেকে বোঝা যায়, উভয় পক্ষ চাইলে পরিস্থিতি শান্ত হতে পারে। কিন্তু বর্তমানে পরিস্থিতি তার থেকে অনেক দূরে।
এই অভূতপূর্ব সংঘাত মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিতে পারে।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১০ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১০ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১১ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১২ ঘণ্টা আগে