ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জো বাইডেন বলেছেন, ‘রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে আমি যাচ্ছি।’
এএফপি জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। তবে এটি ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি এখনো নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলেননি। বাইডেন বলেছেন, ‘আমি তাঁকে (চার্লস) চিনি...তবে এখনো তাঁর সঙ্গে কথা বলিনি।’
ওহিওর কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে বাইডেন সাংবাদিকদের এসব কথা বলেছেন।
এদিক স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। ব্রিটিশ রাজের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা এই রানি ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার বিশদ পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রানির এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা কয়েক দশক ধরেই করা হয়েছে। ওয়েস্টমিনস্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় রানিকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক লাখ মানুষ সমবেত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
রানির কফিন ওয়েস্টমিনস্টারে নেওয়ার সময় তাঁর পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা সঙ্গে থাকবেন বলেও ধারণা করা হচ্ছে। এই সময় রানির সম্মানার্থে সারা দেশে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। এরপর সেখান থেকে রানির কফিন উইন্ডসর দুর্গে নেওয়া হবে।
এদিকে মা রানি এলিজাবেথের মৃত্যুর পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। তিনি বলেছেন, রাজতন্ত্রের ভূমিকা ও কর্তব্য এখনো রয়ে গেছে। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে তাঁর রাজ্যাভিষেক হবে। বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া ওই ভাষণে চার্লস মায়ের মৃত্যুর বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ থেকে এ তথ্য জানা গেছে।

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবারই (২২ জানুয়ারি) সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার কার্যকর হওয়ার কথা রয়েছে।
৬ ঘণ্টা আগে
রাশিয়া থেকে যাত্রা করা একটি তেলবাহী জাহাজকে ভূমধ্যসাগরে আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। যুক্তরাজ্যের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের একটি ফেসটাইম কল লন্ডনে এক নারীর জীবন বাঁচিয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের আদালতে দেওয়া এক সাক্ষ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর বরাতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
৮ ঘণ্টা আগে