
ভয়াবহ বিদ্যুৎ সংকটে পর্যুদস্ত পাকিস্তান। এবার বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে আফগানিস্তান থেকে কয়লা আমদানি শুরু করেছে পাকিস্তান সরকার। দেশটির বিভিন্ন শহরে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টে এসব কয়লা সরবরাহ করা হবে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
একজন সরকারি কর্মকর্তা (ডন যার নাম প্রকাশ করেনি) বলেছেন, ‘আফগানিস্তান থেকে কয়লা আসতে শুরু করেছে। এগুলো দ্রুত পরিবহনের জন্য পাকিস্তান রেলওয়েসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে খুলিশ কোট রেলস্টেশন থেকে প্রায় ৩ হাজার টন কয়লা আনা হচ্ছে।’
কয়লাগুলো প্রথমে ওয়েশ-চামন সীমান্তের মাধ্যমে পাকিস্তানের সিবি রেল স্টেশনে আনা হবে। এরপর মিয়ানওয়ালি জেলার কুন্দিয়ান রেল স্টেশনের মাধ্যমেও কয়লা আনা শুরু হবে। তখন কয়লা আমদানি ২০ হাজার টন স্পর্শ করবে বলে ধারণা করছেন সরকারি কর্মকর্তারা।
এদিকে কয়লা আমদানির সিদ্ধান্তের পর কয়লার দাম বাড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান প্রতি টন কয়লার দাম ৯০ ডলার থেকে বাড়িয়ে প্রায় ২০০ ডলার করেছে। তবে পাকিস্তান সরকার কয়লার দাম রুপিতে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এতে দামবৃদ্ধির প্রভাব খুব একটা পড়েব না বলে মনে করছে পাকিস্তান সরকার।
আজ রোববার লাহোরে পাকিস্তান রেলওয়ের সদর দপ্তরে রেল ও বিমান চলাচলমন্ত্রী খাজা সাদ রফিকের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কয়লা আমদানি ও সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে গতকাল শনিবার এক বৈঠকে খাজা সাদ রফিক আফগানিস্তান থেকে কয়লা পরিবহনের জন্য ওয়াগনের ব্যবস্থা করতে পাকিস্তান রেলওয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
গত ২৭ জুন এক বৈঠকে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তান সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আফগানিস্তান থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভয়াবহ বিদ্যুৎ সংকটে পর্যুদস্ত পাকিস্তান। এবার বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে আফগানিস্তান থেকে কয়লা আমদানি শুরু করেছে পাকিস্তান সরকার। দেশটির বিভিন্ন শহরে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টে এসব কয়লা সরবরাহ করা হবে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
একজন সরকারি কর্মকর্তা (ডন যার নাম প্রকাশ করেনি) বলেছেন, ‘আফগানিস্তান থেকে কয়লা আসতে শুরু করেছে। এগুলো দ্রুত পরিবহনের জন্য পাকিস্তান রেলওয়েসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে খুলিশ কোট রেলস্টেশন থেকে প্রায় ৩ হাজার টন কয়লা আনা হচ্ছে।’
কয়লাগুলো প্রথমে ওয়েশ-চামন সীমান্তের মাধ্যমে পাকিস্তানের সিবি রেল স্টেশনে আনা হবে। এরপর মিয়ানওয়ালি জেলার কুন্দিয়ান রেল স্টেশনের মাধ্যমেও কয়লা আনা শুরু হবে। তখন কয়লা আমদানি ২০ হাজার টন স্পর্শ করবে বলে ধারণা করছেন সরকারি কর্মকর্তারা।
এদিকে কয়লা আমদানির সিদ্ধান্তের পর কয়লার দাম বাড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান প্রতি টন কয়লার দাম ৯০ ডলার থেকে বাড়িয়ে প্রায় ২০০ ডলার করেছে। তবে পাকিস্তান সরকার কয়লার দাম রুপিতে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এতে দামবৃদ্ধির প্রভাব খুব একটা পড়েব না বলে মনে করছে পাকিস্তান সরকার।
আজ রোববার লাহোরে পাকিস্তান রেলওয়ের সদর দপ্তরে রেল ও বিমান চলাচলমন্ত্রী খাজা সাদ রফিকের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কয়লা আমদানি ও সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে গতকাল শনিবার এক বৈঠকে খাজা সাদ রফিক আফগানিস্তান থেকে কয়লা পরিবহনের জন্য ওয়াগনের ব্যবস্থা করতে পাকিস্তান রেলওয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
গত ২৭ জুন এক বৈঠকে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তান সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আফগানিস্তান থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৭ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৭ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৯ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১০ ঘণ্টা আগে