
পাকিস্তানের ২৭টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর শাহবাজ শরিফ এ তথ্য জানান। তিনি বলেন, ‘জ্বালানি স্বল্পতা অথবা কারিগরি ত্রুটির কারণে এসব বিদ্যুৎকেন্দ্র অকার্যকর হয়ে গেছে।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ৭ হাজারেরও বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের তালিকা উপস্থাপন করে বলেন, এসব বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় জানায়, ৩ হাজার ৫৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৯টি বড় বিদ্যুৎকেন্দ্র বর্তমানে জ্বালানি ঘাটতির কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে এলএনজি ঘাটতির কারণে বন্ধ রয়েছে চারটি বিদ্যুৎকেন্দ্র, ফার্নেস তেলের ঘাটতির কারণে বন্ধ রয়েছে দুটি, নিম্নমানের কয়লা সংগ্রহের জন্য একটি এবং গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কারিগরি ত্রুটি ও মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে আরও ১৮টি প্ল্যান্ট দীর্ঘদিন ধরেই অকার্যকর হয়ে আছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, যিনি অতীতে একসময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি বৈঠকে বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও পেট্রোলিয়াম বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। শুরুতেই সমস্যাটির সমাধান করা উচিত ছিল। এখন একে অপরের প্রতি দোষারোপের খেলায় সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের দিকে মনযোগ দেওয়া উচিত।’
শহীদ খাকান আব্বাসিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন যেন তিনি বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগকে সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে পরামর্শ দেন। কারণ শাহবাজ শরিফ জানেন, শহীদ খাকান আব্বাসি জ্বালানি খাতের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি।
বৈঠকে আরও বলা হয়, পূর্ববর্তী সরকার প্রযুক্তিগত ত্রুটি দূর করার জন্য সময়মতো পদক্ষেপ নেয়নি। তারা বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশের ব্যবস্থা করেনি। এমনকি যথাযথ রক্ষণাবেক্ষণ পদ্ধতিও অনুসরণ করা হয়নি।

পাকিস্তানের ২৭টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর শাহবাজ শরিফ এ তথ্য জানান। তিনি বলেন, ‘জ্বালানি স্বল্পতা অথবা কারিগরি ত্রুটির কারণে এসব বিদ্যুৎকেন্দ্র অকার্যকর হয়ে গেছে।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ৭ হাজারেরও বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের তালিকা উপস্থাপন করে বলেন, এসব বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় জানায়, ৩ হাজার ৫৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৯টি বড় বিদ্যুৎকেন্দ্র বর্তমানে জ্বালানি ঘাটতির কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে এলএনজি ঘাটতির কারণে বন্ধ রয়েছে চারটি বিদ্যুৎকেন্দ্র, ফার্নেস তেলের ঘাটতির কারণে বন্ধ রয়েছে দুটি, নিম্নমানের কয়লা সংগ্রহের জন্য একটি এবং গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কারিগরি ত্রুটি ও মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে আরও ১৮টি প্ল্যান্ট দীর্ঘদিন ধরেই অকার্যকর হয়ে আছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, যিনি অতীতে একসময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি বৈঠকে বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও পেট্রোলিয়াম বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। শুরুতেই সমস্যাটির সমাধান করা উচিত ছিল। এখন একে অপরের প্রতি দোষারোপের খেলায় সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের দিকে মনযোগ দেওয়া উচিত।’
শহীদ খাকান আব্বাসিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন যেন তিনি বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগকে সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে পরামর্শ দেন। কারণ শাহবাজ শরিফ জানেন, শহীদ খাকান আব্বাসি জ্বালানি খাতের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি।
বৈঠকে আরও বলা হয়, পূর্ববর্তী সরকার প্রযুক্তিগত ত্রুটি দূর করার জন্য সময়মতো পদক্ষেপ নেয়নি। তারা বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশের ব্যবস্থা করেনি। এমনকি যথাযথ রক্ষণাবেক্ষণ পদ্ধতিও অনুসরণ করা হয়নি।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে