
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ও ৬৯ বছর বয়সী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাড়ে তিন বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার আগে ইমরান খান তাঁর অপসারণের পেছনের ষড়যন্ত্রের সমর্থন দেওয়ার অভিযোগ করেছিলেন।
পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতাদের সমন্বয়ে গঠিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ ইমরান খানের অভিযোগের কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংযোগের (ইমরান খানের ক্ষমতাচ্যুতির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংযোগ) বিষয়বস্তু পর্যালোচনা থেকে প্রাপ্ত মূল্যায়ন এবং নিরাপত্তা সংস্থাগুলোর উপস্থাপিত তথ্যপ্রমাণের ভিত্তিতে এনএসসি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে—কোনো ষড়যন্ত্র হয়নি।’
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দেশের প্রধান গুপ্তচর সংস্থাগুলো এনএসসিকে জানিয়েছে, তাঁরা কোনো ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করার কোনো প্রমাণ খুঁজে পায়নি।
তবে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।
এর আগে, ইমরান খান গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন, সেদিন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণের সূচনা করেছিল। তার পরপরই পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের পতনের আয়োজন শুরু হয় জোরেশোরে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ও ৬৯ বছর বয়সী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাড়ে তিন বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার আগে ইমরান খান তাঁর অপসারণের পেছনের ষড়যন্ত্রের সমর্থন দেওয়ার অভিযোগ করেছিলেন।
পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতাদের সমন্বয়ে গঠিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ ইমরান খানের অভিযোগের কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংযোগের (ইমরান খানের ক্ষমতাচ্যুতির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংযোগ) বিষয়বস্তু পর্যালোচনা থেকে প্রাপ্ত মূল্যায়ন এবং নিরাপত্তা সংস্থাগুলোর উপস্থাপিত তথ্যপ্রমাণের ভিত্তিতে এনএসসি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে—কোনো ষড়যন্ত্র হয়নি।’
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দেশের প্রধান গুপ্তচর সংস্থাগুলো এনএসসিকে জানিয়েছে, তাঁরা কোনো ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করার কোনো প্রমাণ খুঁজে পায়নি।
তবে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।
এর আগে, ইমরান খান গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন, সেদিন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণের সূচনা করেছিল। তার পরপরই পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের পতনের আয়োজন শুরু হয় জোরেশোরে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে